Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরালস্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরালস্য এর বাংলা অর্থ হলো -

(p. 467) nirālasya বিণ. 1 আলস্যহীন, নিরলস; 2 পরিশ্রমী, শ্রমশীল।
[সং. নির্ + আলস্য]।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিমগ্ন
নিশাদল
(p. 473) niśādala বি. লবণজাতীয় পদার্থবিশেষ, salammoniac, ammonium chloride. [ফা. নৌশাদর্]। 25)
নিরবয়ব
নহিলে
(p. 451) nahilē (কথ্য ও চলিত) নইলে অব্য. নচেত্, নতুবা, অন্যথায়, না হলে (যেয়ো কিন্তু, নইলে রাগ করব)। [বাং. না + হইলে]। 7)
নিকৃন্তন
(p. 459) nikṛntana বি. ছেদন; কর্তন, কাটা। [সং. নি + √ কৃত্ (কৃন্ত্) + অন]। 17)
নিষ্পেষ, নিষ্পেষণ
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নির্লিপ্ত
নব্য
(p. 447) nabya বিণ. 1 নতুন, আধুনিক, নবীন (নব্য যুগ, নব্য পন্হা); 2 তরুণ (নব্য যুবক)। [সং. নব + য]। বি. ̃ তা। স্ত্রী. নব্যা। 26)
নিহাই, নেহাই
(p. 475) nihāi, nēhāi বি. কামার যে লৌহখণ্ডের উপর ধাতু রেখে পিটিয়ে পাত প্রস্তুত করে ('নেহাইতে পেটা কত ইস্পাতে': অ. মি.)। [ সং. নিধাপিকা]। 68)
নাসিকা
(p. 454) nāsikā বি. নাসা, নাক। [সং. নাসা + ক (স্বার্থে) + আ (স্ত্রী)]। 97)
নিষ্কৃতি
(p. 475) niṣkṛti বি. নিস্তার, অব্যাহিত, রক্ষা পাবার উপায় (তার হাত থেকে নিষ্কৃতি নেই); 2 মার্জনা; 3 ঋণমুক্তি। [সং. নির্ + √ কৃ + তি]। নিষ্কৃত বিণ. মুক্ত; মার্জনাপ্রাপ্ত। 10)
নিগীর্ণ
(p. 460) nigīrṇa বিণ. 1 গিলে ফেলা হয়েছে এমন, গলাধঃকৃত; 2 ভক্ষিত। [সং. নি + √ গৃ + ত]। 12)
ন্যায়
(p. 481) nyāẏa বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ̃ নিষ্ঠ, ̃ পর, ̃ পরায়ণ, ̃ বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ̃ নিষ্ঠা, ̃ পরতা, ̃ পরায়ণতা, ̃ বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ̃ পথ, ̃ মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ̃ বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধি-করণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)। 37)
নমনীয়
(p. 447) namanīẏa বিণ. 1 নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। বি. ̃ তা। নম্য বিণ. 1 বাঁকানো বা নোয়ানো যায় এমন; 2 বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা। 37)
নিতান্ত
(p. 461) nitānta বিণ. 1 অতিশয় (নিতান্ত দুঃখ, নিতান্ত অন্যায়); 2 অতি ঘনিষ্ঠ (নিতান্ত আত্মীয়, নিতান্ত আপনার জন)। বিণ-বিণ. খুব (নিতান্ত খারাপ, নিতান্ত বদ)। ক্রি-বিণ. একান্ত, নেহাত (নিতান্তই যদি ভয় হয়, নিতান্তই যদি করতে চাও তবে কর)। [সং. নি + তম্ + ত]। ̃ পক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)। 12)
নিয়ন্ত্রণ
নাবালক
নির্গৃহ
(p. 468) nirgṛha বিণ. 1 গৃহহীন; 2 নিরাশ্রয়, যার আশ্রয় নেই ('নিরন্ন নিরস্ত্র নির্গৃহ নরনারী')। [সং. নির্ + গৃহ]। 43)
নাপ্পি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577852
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185611
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785704
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026756
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620246

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us