Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পত্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পত্র এর বাংলা অর্থ হলো -

(p. 488) patra বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)।
[সং. √ পত্ + ত্র]।
পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা।
পত্রিকা
বি. সংবাদপত্রসাময়িক পত্রাদি।
পাঠ বি. চিঠি পড়া।
ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)।
পুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা।
বন্ধু
বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়।
বাহ,বাহক
বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি বা চিঠি বহনকারী; ডাক-হরকরা।
বিনিময়,ব্যবহার
বি. চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া।
ভঙ্গ,রেখা,লেখা
বি. কপালের তিলক বা চিত্ররচনা।
মঞ্জরি
বি. গাছের পাতার অগ্রভাগ।
মুদ্রা
বি. কাগজের টাকা; নোট।
রথ বি. পাখি।
[পত্র (ডানা) + রথ (=রথের তুল্য)]।
পত্রাঙ্ক বি. বইয়ের পৃষ্ঠার সংখ্যা।
পত্রাঘাত বি. চিঠি লেখা।
পত্রাবলি, পত্রালি বি. পত্রসমূহ; পত্রলেখা।
পত্রালিকা বি. গোপন বা ক্ষুদ্র পত্র।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পরি-মার্জনা
পিয়ানো2
পিছিলা2
প্রাকরণিক
(p. 552) prākaraṇika বিণ. প্রকরণগত, কৌশলগত। [সং. প্রকরণ + ইক]। 56)
প্রগত
প্রান্তিক, প্রান্তীয়
পরি-জ্ঞান
(p. 497) pari-jñāna বি. 1 সম্যক জ্ঞান বা পরিচয়; 2 অন্তর্দৃষ্টি, insight (বি.প.)। [সং. পরি + জ্ঞান]। 29)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
পক্ব-বিম্বাধরোষ্ঠী
(p. 483) pakba-bimbādharōṣṭhī বি. বিণ. (স্ত্রী.) পাকা বিম্ব বা তেলাকুচো ফলের মতো লাল ঠোঁটযুক্তা। [সং. পক্ববিম্ব + অধর + ওষ্ঠ + ঈ]। 20)
পোষাক, পোষাকি
পারি-বারিক
পরিদৃষ্ট
(p. 498) paridṛṣṭa বিণ. সম্যক দৃষ্ট। [সং. পরি + দৃষ্ট]। 19)
পঙ্খ
প্রতি-ফলিত
(p. 541) prati-phalita বিণ. 1 প্রতিবিম্বিত; 2 পতিত আলোক প্রত্যাবৃত্ত হয়েছে এমন বা ওই আলোকে উদ্ভাসিত, reflected. [সং. প্রতি + √ ফল্ + ত]। 31)
পাস-পোর্ট
পদার্পণ
(p. 488) padārpaṇa বি. 1 চরণস্হাপন, পা দেওয়া 2 প্রবেশ; উপস্হিত হওয়া (এই গ্রামে আমার এই প্রথম পদার্পণ)। [সং. পদ + অর্পণ]। পদার্পণ করা ক্রি. বি. 1 কোনোকিছুর উপর পা রাখা 2 প্রবেশ করা বা উপস্হিত হওয়া, আসা (গৃহে পদার্পণ করা)। 48)
প্রাত্যহিক
পরি-বর্তন
প্রতুল
(p. 544) pratula বি. 1 প্রাচুর্য; 2 শ্রীবৃদ্ধি। বিণ. প্রচুর। [সং. প্র + তুলা (+অ)]। 15)
পুরহর
(p. 526) purahara বি. ত্রিপুরারি, শিব। [সং. পুর (=ত্রিপুরাসুর) + √ হৃ + অ]। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us