Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
পরাগত2 এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। পরাগত2 এর বাংলা অর্থ হলো -
(p. 495) parāgata2 বিণ. 1
প্রত্যাগত;
2
পিছনে
বা পরে আগত।
[সং. পরা2 + আগত]।
পরাগত
সমীভবন
বি.
(ভাষাতত্ত্বে)
পশ্চাদ্বতী
ধ্বনির
প্রভাবে
পূর্বধ্বনির
পরিবর্তন,
regresive assimilation যথা ধম্ম ধর্ম,
তজ্জন্য
তত্জন্য।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
পঁচিশ
(p. 483) pan̐ciśa বি. বিণ. 25
সংখ্যা
বা
সংখ্যক।
[সং.
পঞ্চবিংশতি
প্রাকৃ.
পংচবীসই]।
পঁচিশে
বি.
মাসের
পঁচিশ
তারিখ।
বিণ.
পঁচিশ
তারিখের।
11)
পট2
(p. 486) paṭa2 বি. 1
কাপড়
(পটমণ্ডপ);
2 ছবি,
চিত্রপট
(স্মৃতির
পটে); 3 ছবি
আঁকার
উপযুক্ত
মোটা
বস্ত্রখণ্ড,
canvas ('তুমি কি
কেবলই
ছবি শুধু পটে লিখা':
রবীন্দ্র);
4
দৃশ্যপট,
থিয়েটারের
সিন
(পটপরিবর্তন)।
[সং. √ পট্ + অ]। ̃ বাস,
পটাবাস
বি.
তাঁবু,
বস্ত্রগৃহ।
̃ ভূমি, ̃
ভূমিকা
বি. 1
পশ্চাদ্ভূমি;
2 যে
দৃশ্যপটের
সামনে
অভিনয়
করা হয়; 3 মূল ছবির
পিছনের
বা
দূরের
দৃশ্য;
4 (গৌণ
অর্থে)
পারিপার্শ্বিক
অবস্হা,
পরিবেশ।
̃
মণ্ডপ
বি. 1
শামিয়ানা
ইত্যাদি
দিয়ে
নির্মিত
মণ্ডপ;
2
তাঁবু।
3)
পেয়ার1
(p. 532) pēẏāra1 বি. 1
তাসখেলায়
সাহেব
বিবির
জোড়া
বা
জোড়ার
যেকোনো
একটি; 2
একজোড়া,
জুটি।
[ইং. pair]। 36)
প্রাতঃ
(p. 554) prātḥ
(প্রাতর্)
বি. 1
প্রভাত,
সকালবেলা;
2 (আল.)
সূচনা,
শুরু।
[সং. প্র + √ অত্ + অর্]। ̃ কাল বি.
প্রভাত,
সকালবেলা।
̃
কালীন
বিণ.
প্রাতঃকালের;
প্রাতঃকালসম্বন্ধীয়।
̃
কৃত্য,
̃
ক্রিয়া
বি.
মলমূত্রত্যাগ
ইত্যাদি
প্রাতঃকালীন
কর্ম।
̃
প্রণাম
বি.
প্রভাতকালীন
অভিবাদন।
̃
ভ্রমণ
বি.
সকালে
মুক্তবায়ুতে
বেড়ানো
বা
পায়চারি।
̃
সন্ধ্যা
বি. 1
প্রত্যুষ
রাত্রি
ও
প্রভাতের
সন্ধিকাল;
2
সকালবেলায়
করণীয়
সন্ধ্যাআহ্নিক,
জপ-তপ।
̃
স্নান
বি.
ভোরবেলায়
স্নান।
̃
স্মরণীয়
বিণ.
প্রভাতে
নিদ্রাভঙ্গের
সঙ্গেসঙ্গেই
স্মরণীয়
অর্থাত্
অত্যন্ত
পুণ্যকীর্তি
(প্রাতঃস্মরণীয়
মহাপুরুষ)।
31)
প্রাগৈতি-হাসিক
(p. 554)
prāgaiti-hāsika
(সংস্কৃতমতে
অশুদ্ধ)
বিণ. যে যুগ থেকে
ইতিহাস
নির্দিষ্টভাবে
জানা যায় তার
পূর্ববর্তী
যুগের,
pre-historic. [সং. (?)
প্রাক্
+
ঐতিহাসিক]।
9)
পুলক
(p. 526) pulaka বি. 1
রোমাঞ্চ,
ভাবাবেগবশত
দেহের
লোম
খাড়া
হওয়া,
আবেশজনিত
মৃদু
শিহরন
('গায়ে আমার পুলক লাগে':
রবীন্দ্র);
2 (বাং.)
আনন্দ,
হর্ষ।
[সং. √ পুল্ + অ + ক]।
পুলকিত
বিণ. 1
রোমাঞ্চিত
('তার
স্পর্শ
নিশ্চয়
তোমাকে
পুলকিত
করেছিল':
রাজ. বসু); 2
আনন্দিত।
70)
প্রাণ
(p. 554) prāṇa বি. 1 জীবন
(প্রাণহীন
দেহ); 2
শ্বাসরূপে
গৃহীত
বায়ু, দম
(অল্পপ্রাণ,
মহাপ্রাণ);
3
দেহস্হ
পঞ্চবায়ু
যথা
প্রাণ
অপান সমান উদান ও
ব্যান;
4
জীবনীশক্তি;
5 মন,
চুত্ত,
হৃদয়
('প্রাণ
চায়,
চক্ষু
না চায়':
রবীন্দ্র);
6
আন্তরিকতা,
স্ফূর্তি,
সজীবতা
(প্রাণবন্ত
মানুষ,
প্রাণহীন
গান,
প্রাণহীন
রচনা)।
[সং. প্র + √ অন্ + অ]।
প্রাণ
উড়ে
যাওয়া
ক্রি. ভয়ে
মৃতপ্রায়
হওয়া।
প্রাণ
ওষ্ঠাগত
হওয়া ক্রি.
অত্যন্ত
কষ্টকর
অবস্হায়
পড়া।
̃
কান্ত
বি.
হৃদয়েশ্বর;
স্বামী,
পতি;
প্রেমিক।
̃
কৃষ্ণ
বি. 1
প্রাণসম
প্রিয়
শ্রীকৃষ্ণ;
2 (আল.) পরম
আদরের
পাত্র।
̃ খোলা বিণ. অকপট; উদার;
উদাত্ত
(প্রাণখোলা
হাসি)।
̃ গত বিণ.
মনোগত;
আন্তরিক।
̃ গতিক বিণ. 1 জীবন বা
জীবনযাত্রা-সম্বন্ধীয়;
2
শারীরিক।
̃ ঘাতী
(-তিন্)
বিণ.
মৃত্যু
ঘটায় এমন। ̃
চঞ্চল
বিণ.
প্রাণবন্ত,
সজীব
(প্রাণচঞ্চল
ছেলে)।
̃
তুল্য
বিণ.
জীবনের
মতো
প্রিয়
বা
মূল্যবান।
̃
ত্যাগ
বি.
মৃত্যু;
মৃত্যুবরণ
বা জীবন
বিসর্জন।
প্রাণ
থাকা ক্রি. বি.
বেঁচে
থাকা
(প্রাণ
থাকতে
এটা হতে দেব না)। ̃ দণ্ড বি.
মৃত্যুদণ্ড;
অপরাধের
জন্য
মৃত্যুরূপে
শাস্তি।
̃ দাতা (-তৃ) বিণ.
জীবনরক্ষাকারী।
স্ত্রী.
̃
দাত্রী।
̃ দান বি.
জীবনরক্ষা;
মৃত্যুর
হাত থেকে
বাঁচানো।
̃ দায়ী
(-য়িন্)
বিণ. জীবন
বাঁচায়
এমন
(প্রাণদায়ী
ওষুধ)।
প্রাণ
দেওয়া
ক্রি. বি. 1
স্বেচ্ছায়
মৃত্যু
বরণ করা; 2 পরের জীবন
রক্ষা
করা। ̃ নাথ বি.
হৃদয়েশ্বর;
স্বামী,
পতি। ̃ নাশ বি. বধ,
হত্যা।
প্রাণ
নেওয়া
ক্রি. বি. বধ করা। ̃ পণ বিণ.
নিজের
প্রাণ
পর্যন্ত
পণ করে
কার্যসাধনের
সংকল্পযুক্ত
(প্রাণপণ
চেষ্টা)।
প্রাণপণে
ক্রি-বিণ.
প্রাণকে
পণ করে,
সর্বশক্তি
দিয়ে
('প্রাণপণে
পৃথিবীর
সরাব
জঞ্জাল':
সুকান্ত)।
̃ পতি বি.
হৃদয়েশ্বর;
স্বামী।
̃ পাখি বি.
খাঁচায়
বদ্ধ
পাখির
মতো
দেহগত
প্রাণ।
̃ পাত বি. 1
মৃত্যু;
2
মৃত্যুতুল্য
পরিশ্রম
বা কষ্ট ('যারা
প্রাণপাতে
কঠিন
মাটিতে
ফলায় ফসল ফল': স. দ.)। ̃
পূর্ণ
বিণ.
প্রাণবন্ত;
সজীব,
জীবন্ত।
̃
প্রতিম
বিণ.
প্রাণতুল্য,
প্রাণের
মতো
প্রিয়
(প্রাণপ্রতিম
বন্ধু)।
̃
প্রতিষ্ঠা
বি. 1
মন্ত্রপাঠ
করে
প্রতিমায়
দেবতাকে
অধিষ্ঠিত
করা
(মূর্তির
প্রাণপ্রতিষ্ঠা);
2 (আল.)
জীবন্ত
করা। ̃ প্রদ বিণ.
জীবনদায়ক;
বলদায়ক।
̃
প্রিয়
বিণ.
প্রাণের
সমান
প্রিয়।
̃ বঁধু বি. সখা; অতি
প্রিয়
বন্ধু।
̃ বন্ত বিণ.
জীবন্ত;
উত্সাহ-উদ্দীপনাযুক্ত;
প্রাণচঞ্চল,
স্ফূর্তিযুক্ত।
̃
বল্লভ:
বি.
হৃদয়েশ্বর;
স্বামী,
পতি। ̃ বান (-বত্) বিণ.
প্রাণবন্ত।
̃ বায়ু বি. 1
দেহস্হ
পঞ্চবায়ু;
2
জীবন্ত
প্রাণীর
নিশ্বাস-প্রশ্বাস।
̃
বিয়োগ
বি.
মৃত্যু।
̃
বিসর্জন
বি.
মৃত্যুবরণ।
̃ ময় বিণ.
জীবন্ত,
সজীব;
স্ফূর্তিযুক্ত;
প্রাণবন্ত।
স্ত্রী.
̃ ময়ী।
প্রাণময়
কোষ
পঞ্চপ্রাণ
ও
পঞ্চকর্মেন্দ্রিয়ময়
শরীরস্হ
আধারবিশেষ।
প্রাণ
যাওয়া
ক্রি. বি. 1
মৃত্যু
হওয়া; 2
অত্যন্ত
কষ্ট
হওয়া।
̃
শক্তি
বি.
জীবনীশক্তি;
বেঁচে
থাকার
জন্য
প্রয়োজনীয়
শক্তি;
প্রাণময়তা।
̃
শূন্য,
̃ হীন বিণ. মৃত; জড়;
উদ্যমহীন;
হৃদয়হীন।
̃ সংশয়, ̃ সংকট বি.
মৃত্যুর
আশঙ্কা,
জীবনসংকট।
̃
সংহার
বি.
হত্যা,
বধ। ̃
সঞ্চার
বি. মৃত জড় বা
অচেতন
দেহকে
সজীব করা; (আল.)
উত্সাহ
বা
প্রেরণা
দান। ̃
স্পন্দন
বি.
সজীবতা,
জীবনের
অস্তিত্ব।
̃
হন্তা
(ন্তৃ) বিণ.
হত্যাকারী।
স্ত্রী.
̃
হন্ত্রী।
̃ হর, ̃ হারক, ̃ হারী
(-রিন্)
বিণ.
জীবননাশক;
সাংঘাতিক।
স্ত্রী.
̃ হরা, ̃
হারিকা,
̃
হারিণী।
̃ হীন বিণ.
প্রাণশূন্য
-র
অনুরূপ।
প্রাণাতি-পাত
বি.
মৃত্যু;
নিদারুণ
কষ্ট।
প্রাণাত্যয়
বি.
মৃত্যু;
মৃত্যুর
সময়।
প্রাণিধিক
বিণ.
প্রাণের
চেয়েও
বেশি
প্রিয়,
অত্যন্ত
স্নেহভাজন
বা
প্রীতিভাজন।
প্রাণান্ত
বি.
মৃত্যু;
নিদারুণ
কষ্ট
('প্রাণ
রাখিতে
সদাই
প্রাণান্ত':
দ্বি. রা.)।
প্রাণান্ত
পরিচ্ছেদ
মৃত্যুতে
যার শেষ; (গৌণ
অর্থে)
অশেষ
পরিশ্রম
বা
কষ্ট।
প্রাণান্তিক,
প্রাণান্ত-কর
বিণ. যাতে
মৃত্যু
ঘটতে পারে,
মৃত্যুতুল্য
অর্থাত্
ভয়ানক
(প্রাণান্তকর
পরিশ্রম,
প্রাণান্তিক
বেদনা)।
প্রাণে
মারা ক্রি. বি.
মৃত্যু
ঘটানো,
হত্যা
করা, মেরে
ফেলা।
প্রাণের
প্রাণ
(আল.)
প্রাণাধিক
প্রিয়
ব্যক্তি।
প্রাণেশ,
প্রাণেশ্বর
বি. 1
জীবনের
অধীশ্বর;
2
স্বামী,
পতি; 3
প্রেমিক।
প্রাণোচ্ছল
বিণ.
প্রাণবন্ত,
প্রফুল্লতাযুক্ত
ও
আবেগময়।
প্রাণোত্-সর্গ
বি.
জীবনদান,
মৃত্যুবরণ।
24)
প্রভূত
(p. 548) prabhūta বিণ. 1
প্রচুর
(প্রভূত
ঐশ্বর্য,
প্রভূত
পরিমাণে);
2
উদ্ভূত,
উত্পন্ন।
বিণ-বিণ.
অত্যন্ত।
[সং. প্র + √ ভূ + ত]। 35)
প্রত্যভি-বাদন, প্রত্যভি-বাদ
(p. 544)
pratyabhi-bādana,
pratyabhi-bāda
বি.
অভিবাদনের
জবাবে
অভিবাদন,
প্রতিনমস্কার।
[সং.
প্রতি
+
অভিবাদন,
অভিবাদ]।
32)
পাশব,
(p. 518) pāśaba,
(বাংলা
প্রয়োগ)
পাশবিক
বিণ. 1
পশুসম্বন্ধীয়;
2
পশুবত্,
পশুর মতো
(পাশবিক
নিষ্ঠুরতা)।
[সং. পশু + অ]। বি. ̃ তা। 25)
প্রকৃত
(p. 537) prakṛta বিণ. সত্য,
খাঁটি,
বাস্তবিক,
আসল
(প্রকৃত
ব্যাপার,
প্রকৃত
শিক্ষা)।
[সং. প্র + √ কৃ + ত]। বি. ̃ ত্ব। ̃
পক্ষে,
̃
প্রস্তাবে
ক্রি-বিণ.
আসলে,
বস্তুত,
বাস্তবিকপক্ষে।
প্রকৃতার্থ
বি. আসল মানে; গূঢ়
মর্ম।
10)
পারস্পরিক
(p. 513) pārasparika বিণ.
পরস্পরসংক্রান্ত,
উভয়ের
মধ্যে
(পারস্পরিক
বোঝাপড়া)।
[সং.
পরস্পর
+ ইক]। 112)
প্রজ্ঞ
(p. 538) prajña বিণ.
জ্ঞানবান;
বিচক্ষণ
(স্হিতপ্রজ্ঞ)।
[সং. প্র + √ জ্ঞা + অ]। 33)
প্রত্যবায়
(p. 544) pratyabāẏa বি. 1 পাপ; 2
অনিষ্ট,
অমঙ্গল;
3
বিরুদ্ধতা।
[সং.
প্রতি
+ অব + √ ই + অ]। 29)
পার্থব
(p. 513) pārthaba বি. 1
স্হূলতা,
পৃথুলতা;
2
বিশালতা,
অতিকায়তা।
[সং. পৃথু + অ]। 140)
প্রস্তুত
(p. 552) prastuta বিণ. 1 তৈরি,
নির্মিত
(জিনিসটা
বিদেশে
প্রস্তুত);
2
সজ্জিত,
তৈরি হয়ে
রয়েছে
এমন,
উন্মুখ
(যাবার
জন্য
প্রস্তুত);
3
সম্মত,
রাজি
(ক্ষমা
চাইতে
প্রস্তুত
আছে); 4
আয়োজন
সম্পূর্ণ
হয়েছে
বা
করেছে
এমন
(কন্যাপক্ষ
এখন
প্রস্তুত)।
[সং. প্র + √ স্তু + ত]।
প্রস্তুতি
বি. 1
আয়োজন
বা
উদ্যোগ;
2
প্রস্তুত
বা তৈরি
থাকার
ভাব; 3
নির্মাণ।
প্রস্তুতি-পর্ব
বি.
আরম্ভ
বা
আরম্ভের
আয়োজন,
উদ্যোগ
ইত্যাদি।
25)
পৌষ
(p. 534) pauṣa বি.
বাংলা
বছরের
নবম মাস। [সং. পৌষী + অ]। পৌষ
উত্সব
বি. পৌষ মাসে নতুন চাল ওঠা
উপলক্ষ্যে
আয়োজিত
উত্সব।
̃
পার্বণ
বি. পৌষ
সংক্রান্তিতে
নতুন
চালের
পিঠে
প্রস্তুত
করে
দেবতাকে
নিবেদন
করার
উত্সব।
̃
সংক্রান্তি
বি. পৌষ
মাসের
শেষ দিন।
পৌষালি
বিণ. পৌষ
মাস-সংক্রান্ত,
পৌষ মাসে
উত্পন্ন
(পৌষালি
ধান)। 71)
পিপুল2
(p. 522) pipula2 বি.
অশ্বত্থ
গাছ,
পিপ্পল।
[সং.
পিপ্পল]।
4)
পরি-হাস
(p. 502) pari-hāsa বি.
ঠাট্টা,
বিদ্রুপ;
তামাশা।
[সং. পরি + √ হস্ + অ]। 7)
পিছাড়ি
(p. 520) pichāḍ়i বি. 1
পিছনদিক,
পশ্চাদ্ভাগ;
2
পশ্চাদ্ভাগ
দিয়ে বা পা দিয়ে আঘাত
(পিছাড়ি
মারা)।
[হি.
পিছাড়ী]।
8)
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN
Download
View Count : 649141
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us