Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরি-ত্যাগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পরি-ত্যাগ এর বাংলা অর্থ হলো -

(p. 498) pari-tyāga বি. বর্জন, পরিহার, ত্যাগ (গৃহ পরিত্যাগ, সংসার পরিত্যাগ)।
[সং. পরি + ত্যাগ]।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রণম্য
(p. 538) praṇamya বিণ. প্রণামের যোগ্য; (যাকে) প্রণাম করা উচিত এমন। [সং. প্র + √ নম্ + য]। স্ত্রী. প্রণম্যা। 39)
প্রতি-ষ্টম্ভ
প্রযুজ্য-মান
(p. 550) prayujya-māna বিণ. প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে এমন। [সং. প্র + √ যুজ্ + শানচ্]। 10)
পুরবৈয়াঁ
(p. 526) purabaiẏā বিণ. পূর্ব দিক থেকে প্রবাহিত; পূর্ব দিকের। [তু. মৈ. পুরব (=পূর্ব) + বাং. ইয়া]। 25)
পচা
(p. 484) pacā ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। বি. পচন। বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন। 16)
পরি-স্পন্দ
(p. 499) pari-spanda বি. কম্পন, vibration. [সং. পরি +√ স্পন্দ্ + অ]। 88)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
পিঁজা, (চলিত) পেঁজা
(p. 519) pin̐jā, (calita) pēn̐jā ক্রি. বি. তুলো ইত্যাদির আঁশ ধুনে বা টেনে টেনে পৃথক করা। বিণ. উক্ত অর্থে। [সং. √ পিঞ্জ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো। বিণ. উক্ত অর্থে। 17)
প্রবেষ্টা
(p. 548) prabēṣṭā দ্র প্রবেশ। 18)
প্রতী-হার, প্রতী-হারী
পর-দিন
(p. 488) para-dina বি. পরের দিন। [সং. পর3 + দিন]। 129)
পিক2, পিচ
(p. 519) pika2, pica বি. 1 চিবানো পানের রস; 2 থুতু। [ধ্বন্যা.]। ̃ দান, ̃ দানি বি. পিক ফেলার পাত্র। 24)
পয়-মাল
(p. 488) paẏa-māla বিণ. নষ্ট, ধ্বংস (ঝড়ে সব জিনিসপত্র পয়মাল হয়ে গেছে)। [ফা. পায়্মাল]। 89)
-পনা
পোলিয়ো
(p. 534) pōliẏō বি.পোলিয়োমাইলাইটিস রোগ, যাতে হাত-পা ইত্যাদি পঙ্গু হয়ে যায়। [ইং. poliomyelitis]। 28)
পেট্রল
প্রভাত
(p. 548) prabhāta বি. প্রাতঃকাল, সকাল। বিণ. প্রভাযুক্ত। [সং. প্র + √ ভা + ত]। ̃ কিরণ, ̃ রশ্মি বি. সকালবেলার সূর্যের আলো। 28)
প্রস্তুত
প্রভেদ
(p. 548) prabhēda বি. পার্থক্য, বিভিন্নতা (দুজনের চরিত্রে প্রভেদ অল্পই)। [সং. প্র + √ ভিদ্ + অ]। 37)
প্রস্হান
(p. 552) prashāna বি. 1 যাত্রা, চলে যাওয়া, গমন; 2 প্রয়াণ। [সং. প্র + √ স্হা + অন]। ̃ পর, প্রস্হানোদ্যত বিণ. যাবার জন্য প্রস্তুত, যাবার উপক্রম করছে এমন। প্রস্হিত বিণ. প্রস্হান করেছে এমন। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577541
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185217
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025956
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708504
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619864

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us