Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাশ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পাশ1 এর বাংলা অর্থ হলো -

(p. 518) pāśa1 বি. 1 সাফল্য (পরীক্ষায় পাশ); 2 অনুমতিপত্র, ছাড়পত্র, বিনামূল্যে বা স্বল্পমূল্যে ভ্রমণের ছাড়পত্র (রেলের পাশ)।
বিণ. মঞ্জুর (বিল পাশ হওয়া)।
[ইং. pass]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রশ্ন
পিলার
(p. 522) pilāra বি. থাম, স্তম্ভ, খুঁটি। [ইং. pillar]। 26)
পড়েন1
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
পরি-গ্রহ
পরাত
(p. 495) parāta বি. বড়ো থালাবিশেষ।[পো. prato]। 22)
প্রতিকূল
পদাংশ
(p. 488) padāṃśa বি. 1 গীতিকবিতার অংশ; 2 বিভক্তিযুক্ত শব্দের অংশ 3 অক্ষর, syllable. [সং. পদ. + অংশ]। 35)
প্লুত
(p. 559) pluta বি. 1 (প্রধানত গানে ও আহ্বানে) তিনমাত্রাযুক্ত স্বর বা ধ্বনি (প্লুতস্বর); 2 লম্ফ, লাফ (প্লুতগতি); 3 ঘোড়ার স্বচ্ছন্দে চলনভঙ্গি। [সং. √ প্লু + ত]। ̃ গতি বি. লাফ দিয়ে চলা। 14)
পূত
পরি-বর্জন
পেলব
(p. 533) pēlaba বিণ. 1 অত্যন্ত কোমল (পেলব অঙ্গ); 2 মৃদু; 3 কৃশ, ক্ষীণ; 4 ভঙ্গুর; 5 লঘু। [সং. √ পিল্ + অব]। বি. ̃ তা। 3)
পরীক্ষা
(p. 502) parīkṣā বি. 1 দোষগুণ ভালোমন্দ যোগ্যতা ইত্যাদির বিচার (রক্তপরীক্ষা, ভাগ্যপরীক্ষা, স্বাস্হ্যপরীক্ষা); 2 বিদ্যাচর্চায় পারদর্শিতা নির্ণয় (বার্ষিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা); 3 যাচাই (গ্রহরত্নাদি পরীক্ষা করা); 4 সত্যাসত্য নিরূপণ (সাক্ষীকে পরীক্ষা করা); 5 স্বরূপ নির্ণয় (অবস্হাটা পরীক্ষা করে দেখা দরকার); 6 গবেষণা বা তত্ত্বানুসন্ধান (বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে)। [সং. পরি + √ ঈক্ষ্ + অ + আ]। পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী। পরীক্ষণ বি. পরীক্ষা করা। পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)। ̃ গার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার, laboratory. ̃ ধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)। ̃ র্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. ̃ র্থিনী। পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন (পরীক্ষিত সত্য)। পরীক্ষোত্তীর্ণ বিণ. পরীক্ষায় সন্তোষজনক বা আশানুরূপ বলে বিবেচিত হয়েছে এমন, পরীক্ষায় সফল হয়েছে এমন। 12)
পিশিত
(p. 522) piśita বি. কাঁচা মাংস। [সং. √ পিশ্ + ত]। 30)
প্রগতি
প্রেক্ষণ
-পালিনী
(p. 518) -pālinī বিণ. বি. পালনকারিণী, পালিকা (জগত্পালিনী)। [সং. √ পা + ণিচ্ + ইন্ + ঈ]। 11)
পোড়া
(p. 534) pōḍ়ā বি. ক্রি. পুড়া র চলিত রূপ। বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। [পুড়া দ্র]। ̃ কপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। 9)
পূজক
(p. 526) pūjaka বিণ. উপাসক, যে পূজা করে (দেবপূজক, শিবপূজক)। [সং. √ পূজ্ + অক]।
প্রাচীর
(p. 554) prācīra বি. প্রাকার, দেওয়াল, পাঁচিল। [সং. প্র + আ + √ চি + র]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785612
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026557
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901100
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848117
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708596
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620170

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us