Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাহারা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পাহারা এর বাংলা অর্থ হলো -

(p. 519) pāhārā বি. প্রহরার কাজ, চৌকি।
[সং. প্রহর]।
ওয়ালা,ওলা
বি. পাহারা দেবার কাজে নিযুক্ত ব্যক্তি; চৌকিদার।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পিরামিড়
(p. 522) pirāmiḍ় বি. 1 জ্যামিতিক আকারবিশেষ যা চতুষ্কোণ ভূমিবিশিষ্ট এবং ক্রমশ উপরের দিকে একটি বিন্দুতে শেষ হয়; 2 (প্রধানত মিশরে) পাথর দিয়ে তৈরি উক্ত আকৃতির উঁচু সমাধিস্তূপবিশেষ। [ইং. pyramid]। 18)
প্রযত
(p. 550) prayata বিণ. 1 সংযত; 2 পবিত্র; 3 নিয়মনিষ্ঠ। [সং. প্র + √ যম্ + ত]। 6)
প্রণাম
পাল৪
(p. 513) pāla4 বি. দল (ভেড়ার পাল)। [সং. পালি]। পালের গোদা (সচ. মন্দার্থে) দলের সর্দার। 156)
পুনরুজ্জীবন
(p. 523) punarujjībana বি. নতুন বা আবার জীবনলাভ; নতুন চেতনা-সঞ্চার; পুনরায় সজীবতা বা সক্রিয়তালাভ। [সং. পুনঃ + উজ্জীবন]। পুনরুজ্জীবিত বিণ. নতুন জীবন বা উদ্দীপনা লাভ করেছে এমন, নতুন চেতনা লাভ করেছে এমন। 65)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
প্রতি-বিপ্লব
পটল1
(p. 486) paṭala1 বি. 1 সমূহ, রাশি (নবজলধরপটল); 2 পরিচ্ছেদ, অধ্যায়; 3 ছাদ (উটজপটল); 4 চক্ষুরোগবিশেষ, ছানি। [সং. √ পট্ + অল]। 9)
প্রমোহ
(p. 550) pramōha বি. সম্মোহন, সম্মোহ, সংবেশন, হিপনোটিজম। [সং. প্র + √ মুহ্ + অ]। ̃ ন বি. সম্মোহন, সম্মোহিতকরণ। 5)
পেছন, পেছপা, পেছু
(p. 531) pēchana, pēchapā, pēchu যথাক্রমে পিছন, পিছপা ও পিছু -র কথ্য রূপ। পেছু নেওয়া, পিছু নেওয়া ক্রি. বি. অনুসরণ করা। পেছু লাগা, পিছনে লাগা ক্রি. বি. উত্যক্ত করা; নাছোড়বান্দা হয়ে রত থাকা বা অনুসরণ করা। 19)
পরি-সীমা
(p. 499) pari-sīmā (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]। 86)
প্রকম্প, প্রকম্পন
(p. 534) prakampa, prakampana বি. খুব কাঁপুনি, অতিশয় কম্পন। [সং. প্র + √ কম্প্ + অ, অন]। প্রকম্পিত বিণ. প্রকম্পযুক্ত। 94)
পরার্থ
(p. 496) parārtha বি. পরের উপকার; পরের প্রয়োজন। [সং. পর3 + অর্থ (প্রয়োজন)]। ̃ পর বিণ. পরোপকারপরায়ণ। বি. ̃ পরতা। পরার্থে ক্রি-বিণ. পরের জন্য (পরার্থে জীবনদান)। ̃ বাদ, পরার্থিতা বি. পরহিতের জন্যই মানুষের জন্ম এই দার্শনিক মত, altruism (বি. প.)। 10)
পেন-সিল
(p. 532) pēna-sila বি. সিসযুক্ত লেখনীবিশেষ। [ইং. pencil]। 27)
পুরা1
(p. 526) purā1 অব্য. পূর্বে, পূর্বকালে। [সং. পূর্ব]। 32)
পরি-স্রব, পরি-স্রবণ
(p. 502) pari-sraba, pari-srabaṇa বি. 1 প্রবাহ; 2 ক্ষরণ; 3 ছাঁকন, ছেঁকে শোধন, filtration. [সং. পরি + √ স্রু + অ, অন]। পরি-স্রাবণ বি. ক্ষরণ; ছাঁকন, filtration. (বি.প.)। [সং. পরি + √ স্রু + ণিচ্ + অন]। পরি-স্রুতি বি. ক্ষরণ; ছাঁকন, ছেঁকে শোধন। পরি-স্রুত বিণ. 1 ক্ষরিত, চুইয়ে পড়েছে এমন, filtered; 2 ছেঁকে শোধন করা হয়েছে এমন, filtered (পরিস্রুত জল)। 2)
পেড়া1
(p. 532) pēḍ়ā1 বি. বেতের ঝাঁপি বা প্যাঁটরা। [সং. পেটক]। 17)
পবন
প্রজনন
(p. 538) prajanana বি. 1 সন্তানোত্পাদন, reproduction; 2 জন্মদান, প্রসব। [সং. প্র + √ জন্ + ণিচ্ + অন]। প্রজনিকা বি. মাতা, জননী। 28)
প্রবেষ্টা
(p. 548) prabēṣṭā দ্র প্রবেশ। 18)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069765
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767144
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364310
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720417
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697142
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593990
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543235
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541925

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন