Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রাইভেট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রাইভেট এর বাংলা অর্থ হলো -

(p. 552) prāibhēṭa বিণ. 1 ব্যক্তিগত; 2 বেসরকারি (প্রাইভেট বাস); 3 গোপন (প্রাইভেট কথা)।
[ইং. private]।
প্রাইভেট টিউটর বি. গৃহশিক্ষক।
প্রাইভেট টিউশনি বি. শিক্ষকের নিজগৃহে বা ছাত্রের গৃহে গৃহশিক্ষকতা।
51)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রতান
(p. 538) pratāna বি. 1 (লতাদির) বিস্তার; 2 লতার আঁশ বা আকর্ষ। [সং. প্র + √ তন্ + অ]। 59)
পর-গাছা
(p. 488) para-gāchā বি. 1 যে গাছ বা লতা গাছের উপর জন্মায় এবং তাকে আশ্রয় করে বাঁচে 2 (আল.) অন্যের আশ্রিত ব্যক্তি। [সং. পর3 + বাং. গাছ + আ]। 111)
প্রেপ্সু
(p. 554) prēpsu বিণ. পেতে ইচ্ছুক। [সং. প্র + √ আপ্ + সন্ +উ]। 105)
পরমোত্-সব
(p. 488) paramōt-saba বি. শ্রেষ্ঠ উত্সব, মহান বা পবিত্র উত্সব ('ওহে সুন্দর মম গৃহে আজি পরমোত্সব রাতি': রবীন্দ্র)। [সং. পরম + উত্সব]। 178)
প্রতিচ্ছায়া
পুট2
(p. 523) puṭa2 বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে); 2 কৌটো; 3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট); 4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট); 5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)। [সং. √ পুট্ + অ]। ̃ ক বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র। ̃ পাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি। 39)
পুনরুক্ত
(p. 523) punarukta বিণ. আবার বলা হয়েছে এমন। [সং. পুনঃ + উক্ত]। পুনরুক্তি বি. আবার বলা; একই কথা আবার বলা। 64)
পিটা, পেটা
(p. 520) piṭā, pēṭā ক্রি. 1 ঘা মারা, আঘাত করা (লাঠি দিয়ে পেটাচ্ছে); 2 ঘা দিয়ে বাজানো (ঢোল পেটা); 3 প্রহার করা, মারা (ছেলেটাকে খুব পিটছে)। বি. উক্ত অর্থে। বিণ. (বিশেষণে পেটা চলিত) 1 পিটিয়ে বা ঘা মেরে মেরে নিরেট করা হয়েছে এমন (পেটা লোহা); 2 পেটা লোহায় তৈরি (পেটা কড়াই); 3 পেটা লোহার মতো মজবুত (পেটা চেহারা, পেটা শরীর); 4 পিটিয়ে বাজাতে হয় এমন (পেটা ঘড়ি)। [সং. √ পিট্ + বাং. + আ-তু. হি. পিটনা]। ̃ ই বি. পিটিয়ে পাত করার বা নিরেট করার কাজ (ছাদ পেটাই, লোহা পেটাই)। পিটনি, পিটুনি বি. 1 পেটা; 2 প্রহার, মার (প্রচণ্ড পিটুনি খেয়েছে)। পিটনা বি. ছাদ মেঝে প্রভৃতি পিটানোর জন্য কাঠের তৈরি ছোটো মুগুরবিশেষ। ̃ নো ক্রি. বি. পিটা; পিটাই করানো (ছাদ পিটানো)। বিণ. উক্ত অর্থে। 18)
প্রোক্ত
(p. 554) prōkta বিণ. 1 বিশেষরূপে উক্ত বা কথিত; 2 উক্ত; 3 বর্ণিত; 4 পূর্বে কথিত বা উক্ত। [সং. প্র + উক্ত]। 126)
প্রাদেশিক
প্রশস্ত
পার্বত, (অশু. কিন্তু প্রচলিত) পার্বতীয়
পৃষ্ঠোপরি
পালক1
(p. 513) pālaka1 বিণ. বি. যে পালন করে, প্রতিপালক, রক্ষক (পালকপিতা, সমগ্র জগতের পালক)। [সং. √ পালি + অক]। বিণ. বি. স্ত্রী. পালিকা। 159)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
প্রতি-শব্দ
(p. 543) prati-śabda বি. 1 সমার্থক শব্দ, একই অর্থবোধক শব্দ; 2 প্রতিধ্বনি। [সং. প্রতি + শব্দ]। 9)
পকেট
(p. 483) pakēṭa বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব। [ইং. pocket]। পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা। পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা। ̃ .ঘড়ি দ্র ঘড়ি। পকেটস্হ করা ক্রি. বি. আত্মসাত্ করা। ̃ .মার, ̃ .কাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে। 17)
প্রমদা
(p. 548) pramadā বি. সুন্দরী যুবতী, সুন্দরী রমণী; রমণী। [সং. প্র + √ মদ্ + অ + আ]। 42)
পোষা2
(p. 534) pōṣā2 বি. ক্রি. পুষা -র চলিত রূপ (ছাগল পোষা)। বিণ. পালন করা হয়েছে বা পোষ মেনেছে এমন (পোষা বাঁদর)। [পুষা দ্র]। পোষা কুকুর (বিদ্রুপে) একান্ত অনুগত ব্যক্তি। 36)
পর-পূর্বা
(p. 488) para-pūrbā বিণ. (স্ত্রী.) পূর্বে অপরের বিবাহিতা বা বাগ্দত্তা ছিল এমন, অন্যপূর্বা। [সং. পর3 + পূর্ব + আ]। 149)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098901
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us