Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্লায়ার্স এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্লায়ার্স এর বাংলা অর্থ হলো -

(p. 559) plāẏārsa বি. তার বাঁকাবার বা কোনোকিছু শক্ত করে ধরার সাঁড়াশিবিশেষ।
[ইং. pliers]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পরমায়ু
(p. 488) paramāẏu (-য়ুস্) বি. জীবনকাল, আয়ু। [সং. পরম + আয়ুঃ (আয়ুস্)]। 173)
পরাহু
(p. 496) parāhu বি. অপরাহ্ন; বিকালবেলা। [সং. পর3 +অহন্ + অ]। 17)
পোনি
(p. 534) pōni বি. টাট্টুঘোড়া। [ইং. pony]। 18)
পরি-ক্লিষ্ট
(p. 496) pari-kliṣṭa বিণ. অত্যন্ত ক্লেশপ্রাপ্ত বা কষ্ট পেয়েছে এমন। [সং. পরি + ক্লিষ্ট]। 30)
প্রাথমিক
প্রোজ্জ্বল
প্রসৃত
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষস্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
প্রবৃদ্ধ
(p. 548) prabṛddha বিণ. 1 অত্যন্ত বৃদ্ধ; 2 অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত; 3 সুবিস্তৃত। [সং. প্র + √ বৃধ্ + ত]। প্রবৃদ্ধ-কোণ (জ্যামি.) বি. দুই সমকোণের চেয়ে বড়ো কিন্তু চার সমকোণের চেয়ে ছোটো কোণ, reflex angle. (বি.প.)। 15)
পরিত্রাণ
পই-পই
(p. 483) pi-pi বি. বারংবার, পুনঃপুন (তাকে পইপই করে নিষেধ করা হয়েছে)। [তু. সং. পদে পদে]। 6)
পাসরন
(p. 519) pāsarana বি. (কাব্যে) বিস্মরণ। [পাসরা দ্র]। 5)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
প্রতিষ্ঠিত
পটি2, পট্টি
পরাত্-পর
পিয়াদা, পেয়াদা
(p. 522) piẏādā, pēẏādā বি. 1 পাইক; 2 সংবাদবাহক দূত বা চাপরাশি। [ফা. পিয়াদহ্]। 10)
পরি-পালন
পালটি1
(p. 513) pālaṭi1 বিণ. সমান বংশমর্যাদাসম্পন্ন বা বৈবাহিক সম্বন্ধ স্হাপনের উপযুক্ত (পালটি ঘরে বিয়ে দেওয়া)। [বাং. পালট + ই]। 166)
পরি-ব্রাজক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185335
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785387
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026181
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901040
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708535
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us