Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাউল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফাউল এর বাংলা অর্থ হলো -

(p. 563) phāula বি. 1 খেলায় নিয়মভঙ্গ; 2 ফুটবল প্রভৃতি খেলায় ধাক্কাধাক্কি করে নিয়মভঙ্গ।
[ইং. foul]।
5)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফান্ড, ফাণ্ড
(p. 564) phānḍa, phāṇḍa বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)। [ইং. fund]। 18)
ফেলসানি
ফুট-পাত
(p. 567) phuṭa-pāta বি. (প্রধানত শহরের) পথের দুপাশে যে বাঁধানো অংশ পায়ে চলা পথিকদের জন্য নির্দিষ্ট। [ইং. footpath]। 2)
ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ফ্লাস্ক
ফতোয়া
(p. 560) phatōẏā বি. 1 ইসলামি শাস্ত্র অনুযায়ী রায়; 2 নির্দেশ বা আদেশ (তিনি ফতোয়া দিলেই বা মানছে কে?)। [আ. ফত্বা]। 31)
ফয়তা
ফাঁসা
(p. 563) phām̐sā ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া ('পেটটি যাবে ফেঁসে': রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ̃ নো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। বিণ. উক্ত সব অর্থে।
ফোঁপর, ফোঁপল
(p. 570) phōm̐para, phōm̐pala বি. নারকেলের ভেতরের শাঁস বা বীজাঙ্কুর। [দেশি]। 3)
ফিক1
ফসিল
(p. 562) phasila বি. 1 পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম; 2 (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে। [ইং. fossil]। 26)
ফাঁদি
(p. 563) phān̐di বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)। [বাং. ফাঁদ + ই]। 17)
ফর-মুলা
(p. 560) phara-mulā বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যাসমাধানের সূত্র বা সংকেত। [ইং. formula]। 45)
ফ্রি
(p. 571) phri বিণ. 1 অবৈতনিক (ফ্রি স্কুল); 2 মূল্য দিতে হয় না এমন, মাগনা। [ইং. free]। 6)
ফোটা1, ফুটা
(p. 570) phōṭā1, phuṭā ক্রি. (অশি.) 1 চলে যাওয়া, সরে পড়া (তুমি এখান থেকে ফোটো); 2 মরে যাওয়া (ঝি বেটি ফুটে গেছে)। [দেশি]। 11)
ফাঁপর
(p. 563) phām̐para বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। বিণ. হতবুদ্ধি, বিপন্ন ('ফাঁপর হইল হর': ভা. চ.)। [দেশিতু. হি. ফেফড়ী]। 19)
ফারেন-হাইট
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
ফলাফল
ফোপর-দালাল
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070677
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364804
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720593
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697345
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594140
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543954
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542010

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন