Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফিক1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফিক1 এর বাংলা অর্থ হলো -

(p. 565) phika1 বি. পেশিসংকোচনজনিত হঠাত্ বেদনা, স্নায়ুর আকস্মিক আক্ষেপ এবং তজ্জনিত বেদনা (ফিক ব্যথা, ফিক ধরা)।
[দেশি-তু. সং. স্ফিক (কোমরের মাংসপিণ্ড)]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফক্কিকা
(p. 560) phakkikā বি. 1 ফাঁকি; 2 (সং. ব্যাক.) কূট প্রশ্ন (ভাষ্যফক্কিকা)। [সং. √ ফক্ক্ + ইক + আ]। ̃ র, ̃ রি বি. ফাঁকিবাজি। 9)
ফুলুট
ফালি
(p. 565) phāli বি. ছোটো ফালা; ফালা (এক ফালি জমি)। [বাং. ফালা + ই]। 2)
ফুট1
ফরমানো
(p. 560) pharamānō ক্রি. বি. আদেশ করা, হুকুম দেওয়া। [ফ. ফরমা + বাং. আনো]। 43)
ফিনকি
ফ্যাচাং
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
ফাইল2
(p. 562) phāila2 বি. উখা, রেতি, ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. file]। 32)
ফাঁস1
(p. 563) phām̐sa1 বি. 1 ইচ্ছামতো আলগা বা আঁট করা যায় এমন দড়ির বাঁধন; 2 ফাঁসি ('গলায় পরেছে ফাঁস')। [সং. পাশ]। 21)
ফাটক
(p. 564) phāṭaka বি. 1 সিংহদ্বার, ফটক; 2 হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল); 3 কারাদণ্ড (তার ফাটক হয়েছে)। [হি. ফাটক]। 10)
ফৌত
(p. 570) phauta বিণ. 1 মৃত; 2 ফতুর, সর্বস্বান্ত (দেনা মেটাতে মেটাতেই ফৌত হয়ে গেল); 3 দেউলিয়া; 4 নির্বংশ, উত্তরাধিকারীহীন অবস্হায় মৃত। [ফা. ফওত]। 24)
ফেস্টুন
(p. 569) phēsṭuna বি. কাপড় কাগজ প্রভৃতিতে কিছু লিখে লোকের জ্ঞাতার্থে ঝুলিয়ে দেওয়া। [ইং. festoon]। 22)
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
ফুলেল
ফলনা
(p. 560) phalanā বি. (বর্ত. অপ্র.) অমুক ব্যক্তি। [আ. ফলানা]। 60)
ফাড়া
(p. 564) phāḍ়ā ক্রি. বি. চিরে ফেলা; ছেঁড়া; ফাটানো (কাঠ ফাড়া)। বিণ. উক্ত অর্থে। [সং. √ স্ফট্ বাং. ফাড়্ + আ]। ̃ নো ক্রি. বি. পরের দ্বারা চেরানো। বিণ. উক্ত অর্থে। 14)
ফ্যাঁকাসে, ফ্যাকাসে
(p. 570) phyān̐kāsē, phyākāsē বিণ. 1 পাণ্ডুবর্ণ; 2 রক্তশূন্য (ফ্যাকাসে রং)। [বাং. ফিকা + সিয়া সে]। 25)
ফসিল
(p. 562) phasila বি. 1 পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম; 2 (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে। [ইং. fossil]। 26)
ফলিত
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071637
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767897
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365329
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720745
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697546
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594285
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544419
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542121

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন