Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফুত্-কার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফুত্-কার এর বাংলা অর্থ হলো -

(p. 567) phut-kāra বি. 1 ফুঁ ('ফুত্কারে নেভাল প্রদীপ'); 2 ফুঁ দেওয়া; 3 ফুস ফুস শব্দ।
[সং. ফুত্ + √ কৃ + অ]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফুত্-কার
(p. 567) phut-kāra বি. 1 ফুঁ ('ফুত্কারে নেভাল প্রদীপ'); 2 ফুঁ দেওয়া; 3 ফুস ফুস শব্দ। [সং. ফুত্ + √ কৃ + অ]। 12)
ফুকরা
(p. 565) phukarā ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ̃ নো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা ('মাসি বলি ফুকারিয়া মিলালো বালক': রবীন্দ্র); 2 চিত্কার করা ('চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে', ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক। 48)
ফেরেশতা
(p. 569) phērēśatā বি. (মুস.) দেবদূত। [ফা. ফরিশ্তাহ্]। 16)
ফুর-সত, (কথ্য) ফুরসুত
(p. 567) phura-sata, (kathya) phurasuta বি. অবসর, অবকাশ (সারা দিনে একটুও ফুরসত মেলে না)। [আ. ফুরসত্]। 16)
ফেরত
(p. 569) phērata বি. 1 প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত); 2 পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল); 3 প্রত্যাবর্তন, ফিরে আসা। বিণ. 1 প্রত্যর্পিত (ফেরত টাকা); 2 উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে); 3 প্রত্যাগত (বিলেতফেরত); 4 অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)। [হি. ফির্ + বাং. অত]। 8)
ফেউ
(p. 567) phēu বি. 1 শিয়াল; 2 পাগলা শিয়াল; 3 যে-শিয়াল বাঘের পিছন পিছন ধাওয়া করে ও চিত্কার করে; 4 (আল.) পিছন ছাড়ে না এমন ব্যক্তি (তার পিছনে ফেউ হয়ে লেগেছে)। [সং. ফেরু]। ফেউ লাগা ক্রি. বি. পিছনে লেগে থেকে উত্ত্যক্ত করা। 37)
ফলন
(p. 560) phalana বি. 1 উত্পত্তি; 2 ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি); 3 ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। [সং. √ ফল্ + অন]। 59)
ফসিল
(p. 562) phasila বি. 1 পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম; 2 (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে। [ইং. fossil]। 26)
ফাণ্ডা
(p. 564) phāṇḍā বি. (কথ্য) কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা)। [ ইং. fundamental]। 21)
ফার্মাসি, ফার্মেসি
(p. 564) phārmāsi, phārmēsi বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]। 33)
ফারেন-হাইট
ফেরেব
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
ফুস-কুড়ি, ফুস-কুরি
(p. 567) phusa-kuḍ়i, phusa-kuri বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]। 31)
ফিরে
(p. 565) phirē অস-ক্রি ফিরিয়া -র চলিত রূপ। বিণ. পরবর্তী (ফিরে বার)। ফিরে ফিরে ক্রি-বিণ. বারংবার ('ফিরে ফিরে ডাক দেখি রে': রবীন্দ্র)। [ফিরা দ্র]। 29)
ফাইলে-রিয়া
(p. 562) phāilē-riẏā বি. শ্লীপদ রোগ, গোদ, পা-ফোলা রোগ। [ইং. filariasis filaria]।
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফুস-ফুস2
ফেরু
(p. 569) phēru বি. শিয়াল। [সং. ফে + রু]। 14)
ফুকর, (কথ্য) ফোকর
(p. 565) phukara, (kathya) phōkara বি. ছিদ্র, গর্ত (ফাঁকফোকর, ইঁদুরটা ফোকরের মধ্যে ঢুকে গেল)। [সং. ভূক (ভূকর্) ফুকর (?) তু. হি. ফোঁক (ছিদ্র)]। 47)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098900
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us