Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফ্যাল-ফ্যাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফ্যাল-ফ্যাল এর বাংলা অর্থ হলো -

(p. 570) phyāla-phyāla বি. বিমূঢ় অবস্হায় একদ়ৃষ্টে চেয়ে থাকার ভাব (ফ্যালফ্যাল করে তার দিকে চেয়ে রইল)।
[তু. ভেলভেল সং. বিহ্বল]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফলা2
(p. 562) phalā2 ক্রি. 1 উত্পন্ন হওয়া (পাপের ফল একদিন ফলবেই); 2 ফলবান হওয়া (বেশি ফল ফললে গাছ নুয়ে পড়ে); 3 সত্য হওয়া (আমার কথাটা ফলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. (সচ. সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হলে) ফলবান; ফলপ্রসু (দোফলা গাছ); ফলন্ত। [সং. ফল + বাং. আ-তু. হি. √ ফলা]। 4)
ফরিয়াদ
ফুলা, (কথ্য) ফোলা
(p. 567) phulā, (kathya) phōlā ক্রি. বি. 1 স্ফীত হওয়া (হাত পা ফোলে, মুখ ফুলছে); 2 ফেঁপে ওঠা (নদী ফুলে উঠেছে); 3 মোটা হওয়া (লোকটা দিন দিন ফুলছো); 4 (আল.) স্বাস্হ্যবান, ধনবান বা গর্বিত হওয়া (ব্যাবসা করে সে অল্পদিনেই ফুলে উঠেছে); 5 ফুলানো। [প্রাকৃ. √ ফুল সং. √ ফুল্ল্ -তু. হি. ফুলনা + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। বিণ. উক্ত সব অর্থে। 25)
ফ্রিজ
(p. 571) phrija বি. রেফ্রিজারেটর, শীতক, হিমায়ক। [ইং. fridge]। 7)
ফপর-দালাল
ফার্মাসি, ফার্মেসি
(p. 564) phārmāsi, phārmēsi বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]। 33)
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
ফোঁসা
(p. 570) phōm̐sā ক্রি. বি. ফোঁস শব্দ করা; চাপা গর্জন করা; চাপা গর্জনসহ ফুলে ওঠা (রাগে ফুঁসছে)। [বাং. ফোঁস (√ ফুঁস্) + আ]। 7)
ফলাওকাঙ্ক্ষা
(p. 562) phalāōkāṅkṣā বি. কাজ করে তার ফলের আশা। [সং. ফল + আকাঙ্ক্ষা]। 6)
ফরকা
(p. 560) pharakā বি. ক্রি. 1 ঠিকরে বার হওয়া; 2 আস্ফালন করা; 3 ফাঁক করা। [হি. ফরকা]। ̃ নো বি. ক্রি. উক্ত সব অর্থে। 36)
ফুরন
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফিরতি
(p. 565) phirati বিণ. ফেরত এসেছে এমন (ফিরতি টাকা)। বি. 1 যা ফিরেছে (পাঁচ টাকা ফিরতি); 2 প্রত্যাগমন (ফিরতির পথে); 3 ফেরবার সময় (ফিরতিতে যাব)। ক্রি-বিণ. ফেরবার সময়ে (দেশ থেকে ফিরতি ওখানেও যাব)। [বাং. √ ফির্ + অতি]। 25)
ফারম1, ফার্ম1
(p. 564) phārama1, phārma1 বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। 27)
ফরজ
ফুট-বল
(p. 567) phuṭa-bala বি. 1 পা দিয়ে খেলবার বায়ুপূর্ণ চামড়ার বলবিশেষ; 2 দুই দলে এগারোজন করে খেলোয়াড়ের বল নিয়ে খেলাবিশেষ। [ইং. football]। 5)
ফলন্ত, ফলপাকান্ত, ফলপ্রদ, ফলপ্রসূ, ফলপ্রাপ্তি, ফলবতী, ফলবান, ফলভাগী, ফলভোগ, ফললাভ, ফলশালী, ফলশ্রুতি
(p. 560) phalanta, phalapākānta, phalaprada, phalaprasū, phalaprāpti, phalabatī, phalabāna, phalabhāgī, phalabhōga, phalalābha, phalaśālī, phalaśruti দ্র ফল।
ফিনিক্স
(p. 565) phiniksa বি. বহু বছর বাঁচে এবং মরে গিয়েও পুনরুজ্জীবিত হয় পাশ্চাত্য রূপকথার এমন পাখিবিশেষ ('অক্ষয় ফিনিক্স সম': সু. দ.)। [ইং. phoenix]। 23)
ফুত্-কার
(p. 567) phut-kāra বি. 1 ফুঁ ('ফুত্কারে নেভাল প্রদীপ'); 2 ফুঁ দেওয়া; 3 ফুস ফুস শব্দ। [সং. ফুত্ + √ কৃ + অ]। 12)
ফুস-মন্তর
(p. 567) phusa-mantara বি. 1 ফুত্কারে বা ফুঁ দিয়ে পড়া ফাঁকির মন্ত্র; 2 গোপন উপদেশ। [বাং. ফুস (ধ্বন্যা.) + সং. মন্ত্র]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614715
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227923
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839831
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098891
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us