Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বদান্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বদান্য এর বাংলা অর্থ হলো -

(p. 575) badānya বিণ. 1 দানশীল; 2 উদার; 3 (বর্ত. অপ্র.) সদ্বক্তা, প্রিয়ভাষী।
[সং. √ বদ্ + আন্য]।
বি.তা।
54)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিচিত্র
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
ব্যাক-ব্রাশ
(p. 648) byāka-brāśa বি. মাথার চুল পিছন দিকে ঘুরিয়ে আঁচড়ানো। [ইং. back + brush]। 53)
বীজ-গণিত
(p. 630) bīja-gaṇita বি. গণিতশাস্ত্রের শাখাবিশেষ যাতে সাংকেতিক চিহ্ন বহুল পরিমাণে ব্যবহৃত হয়, algebra। [সং. বীজ + গণিত]। 57)
বৈধেয়
(p. 644) baidhēẏa বিণ. বিধিসম্বন্ধীয়, বৈধ। [সং. বিধি + এয়]। 40)
বেখেয়াল
বল-রাম
(p. 580) bala-rāma বি. শ্রীকৃষ্ণের অগ্রজের নাম। [সং. বল + রাম]। 167)
বেমালুম
(p. 641) bēmāluma বিণ. ক্রি-বিণ. বোঝা যায় না বা টের পাওয়া যায় না এমন বা এমনভাবে; অন্যের অজ্ঞাতে (জিনিসটা বেমালুম সরিয়ে ফেলেছে, কলমটা বেমালুম হাতিয়ে নিল)। [ফা. বে + আ. মালুম]। 25)
বেনে বউ
বলন2
(p. 580) balana2 বি. বৃদ্ধি। [বলা1 দ্র]। 160)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুনচৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্তবাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বীতি
(p. 630) bīti বি. 1 ভোজন, আহার; 2 নিবৃত্তি; 3 দীপ্তি। [সং. বি + √ ই + তি]। 69)
বিরাট
বলি-হারি
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বিত্ত
(p. 611) bitta বি. ধন, সম্পদ। [সং. √ বিদ্ (=লাভ) + ত]। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী। ̃ লাভ বি. ধনলাভ। ̃ শাঠ্য বি. কৃপণতা। ̃ হীন বিণ. ধনহীন, ঐশ্বর্যহীন; দরিদ্র। বিত্তেশ বি. 1 ধনপতি; 2 যক্ষরাজ কুবের। 87)
বৃষল
(p. 633) bṛṣala বি. শূদ্র। বিণ. 1 অধার্মিক; 2 পাপী, পতিত। [সং. বৃষ + √ লা + অ]। বৃষলী বিণ. বি. (স্ত্রী.) 1 অনূঢ়া ঋতুমতী কন্যা; 2 বন্ধ্যা বা মৃতবত্সা নারী; 3 ঋতুমতী; 4 ব্যভিচারিণী। 79)
বিদ-ঘুটে
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614710
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839827
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us