Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বহু৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বহু৩ এর বাংলা অর্থ হলো -

(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)।
[সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]।
কাল বি. দীর্ঘকাল; বহু বছর।
জাতিক
বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)।
জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ।
ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)।
তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)।
তা,ত্ব
বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য।
ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে।
দর্শী
(-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ।
বি.দর্শিতা।
স্ত্রী.দর্শিনী।
দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)।
বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)।
ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)।
পত্নীক
বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট।
প্রতীক্ষিত
বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে।
প্রসবিনী
বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী।
বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ।
বর্ণ
বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)।
বি. নানা রং।
বল্লভ
বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ।
স্ত্রী.বল্লভা।
বার ক্রি-বিণ. অনেকবার, বারবার।
বিচিত্র
বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)।
বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)।
বিবাহ
বি. একাধিকবার বিবাহ, polygamy.বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ।
ব্রীহি
বি. (ব্যাক.) সমাসবিশেষ।
ভাগ,ভাগ্য
বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ।
বি. অতিশয় প্রসন্ন ভাগ্য।
ভাষী
(-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন।
ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon.মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত।
মান বি. অতিশয় সমাদর।
মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী.মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)।
মুত্র
বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes.মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি।
রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)।
বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)।
বি.তা।
রূপী
(বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী।
বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি।
শ (-শস্) ক্রিবিণ. অনেকবার।
শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)।
শ্রুত
বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত।
স্ত্রীক
বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন।
স্বামিক
বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেদি, বেদিকা
(p. 633) bēdi, bēdikā বি. 1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি); 2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে); 3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform. [সং. √ বিদ্ + ই, ক + আ]। 196)
বিস্বাদ
(p. 630) bisbāda বিণ. 1 স্বাদহীন; 2 খেতে ভালো লাগে না এমন; 3 (আল.) আকর্ষণশূন্য (জীবন এখন বিস্বাদ লাগছে)। [সং. বি + স্বাদ]। 27)
বিশল্য
বাব
(p. 600) bāba বি. 1 হিসাবের ভাগ বা খাত; 2 রাজস্বের প্রকারভেদ। [আ. বাব]। 9)
ব্যভি-চার
ব্রাকেট
বৈদেশিক
(p. 644) baidēśika দ্র বিদেশ। 32)
বাঁদি
(p. 591) bān̐di বি. (স্ত্রী.) 1 দাসী, ঝি; 2 ক্রীতদাসী। [ফা. বান্দী]। পুং. বান্দা। 21)
বেনো
(p. 641) bēnō বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত। [বাং. বান + উয়া ও]। ̃ জল বি. বন্যার জল ('বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?': জী. দা.)। 4)
বাধা৩
(p. 599) bādhā3 ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। বিণ. উক্ত উভয় অর্থে। 5)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্রপাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বরাননা
(p. 580) barānanā বিণ. (স্ত্রী.) সুন্দর মুখবিশিষ্টা। [সং. বর + আনন + আ]। 67)
বখিল
(p. 573) bakhila বি. কৃপণ। [আ. বখীল্]। 40)
বাঁটুল2
(p. 591) bān̐ṭula2 (ব্যঙ্গে বা কৌতু.) বি. বেঁটে লোক। [তু. বাঁটকুল]। 18)
বিপ্লব
বই৪, (বর্জি.) বৈ
(p. 572) bi4, (barji.) bai অব্য, ব্যতীত, ছাড়া, ভিন্ন (একদিন বই দুদিন নয়)। [সং. ব্যতীত]। ̃ কি অব্য. নিশ্চয়তা, ঔচিত্য আগ্রহ ইত্যাদি সূচক (হবে বইকি, যায় বইকি, তা বইকি)। 6)
বিনু
(p. 618) binu (ব্রজ. ও প্রা. বাং.) বিনা -র কোমল রূপ ('তাহা বিনু আর কারো নই': জ্ঞান)। 15)
ব্যায়ত
(p. 651) byāẏata বিণ. 1 দীর্ঘ (ব্যায়তবাহু); 2 দূরবিস্তৃত, ব্যাপৃত; 3 দৃঢ়। [সং. বি + আ + √ যম্ + ত]। 25)
ব্যবধান,
বটা
(p. 575) baṭā ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577658
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185341
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785398
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026191
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901044
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708541
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620013

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us