Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিলক্ষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিলক্ষ এর বাংলা অর্থ হলো -

(p. 625) bilakṣa বিণ. 1 অভিভূত, বিস্ময়াভিভূত; 2 অচিহ্নিত; 3 দেখা যাচ্ছে না এমন, অদৃষ্ট।
[সং. বি + √ লক্ষ্ + অ]।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিধুনন, বিধূনন
(p. 616) bidhunana, bidhūnana বি. কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। [সং. বি + √ ধু, ধূ + ণিচ্ + অন]। বিধুনিত, বিধূনিত বিণ. কম্পিত। 24)
বাগ্-ধারা
(p. 591) bāg-dhārā বি. বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ, ইডিয়ম। [সং. বাচ্ + ধারা]। 53)
বিস্বাদ
(p. 630) bisbāda বিণ. 1 স্বাদহীন; 2 খেতে ভালো লাগে না এমন; 3 (আল.) আকর্ষণশূন্য (জীবন এখন বিস্বাদ লাগছে)। [সং. বি + স্বাদ]। 27)
বিষম
(p. 627) biṣama বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)। বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধহিক্কা ('হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন': ব. চ.)। [সং. বি + সম]। ̃ কাল বি. অপ্রশস্ত সময়, অসময়। ̃ কোণ বি. অসমান কোণ। বিষম বাহু বি. অসমান বাহু। বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি। 38)
বই৩
(p. 572) bi3 ক্রি. বহন করি, বয়ে বেড়াই (ভূতের বোঝা বই)। [বাং. বহা ক্রিয়ার উত্তম পুরুষে বহি-র চলিত ও কথ্য রূপ]। 5)
বিমৃশ্য-কারী
বন্ধ্
(p. 575) bandh বি. ধর্মঘট, হরতাল। [হি. বন্ধ্]। 62)
বেনো
(p. 641) bēnō বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত। [বাং. বান + উয়া ও]। ̃ জল বি. বন্যার জল ('বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?': জী. দা.)। 4)
বাখারি
(p. 591) bākhāri বি. বাঁশের ফালি বা চটা। [দেশি]। বাখারি চুন বি. ঝিনুক-শামুক প্রভৃতি পুড়িয়ে প্রস্তুত চুন। 40)
বৃংহণ
(p. 633) bṛṃhaṇa বিণ. পুষ্টিকর। বি. হাতির ডাক। [সং. √ বৃন্হ্ (√ বৃংহ্) + অন]। 53)
বৈকুণ্ঠ
বিদে
(p. 614) bidē দ্র বিদা। 26)
বান-তেল, বান-তৈল
(p. 599) bāna-tēla, bāna-taila বি. উদ্বায়ী তেল, essential oil (বি.প.)। [ সং. √ বৈ (শোষণে) + ক্ত + তৈল]। 14)
বিলোচন2
(p. 626) bilōcana2 বি. 1 চক্ষু ('মহেশ মেলেছে বিলোচন': সু. দ.); 2 দর্শন। [সং. বি + √ লোচ্ + অন]। 14)
বাতাস
বয়ো-জ্যেষ্ঠ
(p. 580) baẏō-jyēṣṭha বিণ. বয়সে বড়ো (বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না)। [সং. বয়স্ + জ্যেষ্ঠ]। 26)
বরিষ2
(p. 580) bariṣa2 বি. বর্ষ, বত্সর। [সং. বর্ষ]। 77)
বিছুটি
(p. 611) bichuṭi বি. ছোটো বুনো গাছবিশেষ যা শরীরে লাগামাত্র চুলকায়জ্বালা করে। [সং. বৃশ্চিকালী-তু. ওড়ি. বিছু-আতি]। 23)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
বহা1, (চলিত) বওয়া
(p. 580) bahā1, (calita) bōẏā ক্রি. বি. 1 বহন করা(ভার বইতে পারে); 2 সহ্য করা ('বহিব শতেক দুঃখ'); 3 ধারণ করা; 4 প্রবাহিত হওয়া ('বাতাস বহে বেগে': রবীন্দ্র); 5 অতিবাহিত হওয়া ('সখী বহে গেল বেলা': রবীন্দ্র, সময় বয়ে যায়); 6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না); 7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)। [সং. √ বহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা। বিণ. উক্ত উভয় অর্থে। 235)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071095
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767653
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365050
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720660
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697396
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594197
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544117
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542051

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন