Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেহদ্দ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেহদ্দ এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēhadda বিণ. বিণ-বিণ. বেজায়, অত্যন্ত, অধিক, জবর (বেহদ্দ পরিশ্রম)।
[ফা. বে + আ. হদ্দ্]।
56)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিভাজক
(p. 621) bibhājaka বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকা। বিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া। 32)
বড়ো2
বেশবার
(p. 642) bēśabāra বি. বাটা মশলাবিশেষ। [সং. বেশ + √ বৃ + অ]। 38)
বিলগ্ন
(p. 625) bilagna বিণ. সংযুক্ত, বদ্ধ ('জাগ আলসশয়ন বিলগ্ন': রবীন্দ্র)। [সং. বি + লগ্ন]। 13)
বাস্তু
(p. 605) bāstu বি. 1 বাসস্হান, বাসগৃহ; 2 ভিটা; 3 স্হায়ী বসতজমি বা বসতবাড়ি। [সং. √ বস্ + তু]। ̃ ক বি. বেথুয়া বা বেথো শাক। ̃ কর্ম বি. বাসগৃহ নির্মাণ। ̃ কার বি. গৃহাদির নির্মাতা বা গৃহনির্মাণের পরিকল্পনারচয়িতা, civil engineer.(বি. প.)। ̃ ঘুঘু (আল.) অতি দুষ্টধূর্ত লোক; স্হায়ী আ়ড্ডা গেড়ে বসেছে এমন বদমাশধূর্ত লোক। ̃ ত্যাগী বি. গৃহত্যাগী, যে গৃহ ছেড়ে গেছে। ̃ দেবতা, ̃ পুরুষ বি. গৃহ বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে উপাসিত দেবতা। ̃ পূজা বি. সাধারণত পৌষ-সংক্রান্তির দিনে অনুষ্ঠিত বাস্তুশুদ্ধির পূজা। ̃ ভিটা বি. যে ভূমিখণ্ডের উপর পুরুষানুক্রমে বাসগৃহ স্হাপিত। ̃ শিল্প বি. গৃহনির্মাণশিল্প। ̃ সাপ বি. যে সাপ দীর্ঘকাল যাবত্ কোনো বাস্তুভিটায় নিরুপদ্রবে বাস করে আসছে। ̃ হারা বিণ. বি. গৃহহীন; উদ্বাস্তু। 31)
বহু2
(p. 589) bahu2 ক্রি. (ব্রজ.) বহুক; বহে ('মলয় পবন বহু মন্দা': বিদ্যা)। [বহা1 দ্র]। 17)
ব্যপ-দেশ
বিড়ঙ্গ
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বিধায়ক, বিধায়ী
বিদ্বান, (বর্জি.) বিদ্বান্
(p. 614) bidbāna, (barji.) bidbān (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। 35)
বোমকে যাওয়া
বাচস্পতি
বালতি1
(p. 602) bālati1 বি. টবের মতো আকারবিশিষ্ট হাতলযুক্ত জলপাত্র। [পো. balde]। 63)
বিপ্র-কীর্ণ
বর্জাইস
বিষানো
(p. 627) biṣānō ক্রি. বি. 1 বিষাক্ত হওয়া (ঘা বিষিয়ে উঠেছে); 2 যন্ত্রণাপূর্ণ হওয়া, টাটানো; 3 (আল.) বিদ্বেষপূর্ণ করা বা হওয়া (মন বিষিয়ে দিয়েছ)। বিণ. উক্ত সব অর্থে। [বাং. বিষা + আনো]। 44)
বিক্ষত
(p. 605) bikṣata বিণ. বিশেষভাবে আহত বা আঘাতের ফলে ক্ষত (ক্ষতবিক্ষত)। [সং. বি + ক্ষত]। 113)
বেচারা, বেচারি
(p. 633) bēcārā, bēcāri বি. নিরুপায় লোক, ভাগ্যহীন বা নিরীহ লোক। বিণ. 1 নিরুপায়, ভাগ্যহীন; 2 নিরীহ (বেচারা গোছের লোক)। [ফা. বেচারা অথবা ফা. বে + চারা (উপায়)]। 133)
বাস-মতী
(p. 605) bāsa-matī বি. সুগন্ধযুক্ত চালবিশেষ। [সং. বাস3 +মতী]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578381
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186144
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786431
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027592
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901310
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848275
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708726
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620543

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us