Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্লক1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ব্লক1 এর বাংলা অর্থ হলো -

(p. 654) blaka1 বি. সংঘ, রাজনীতিক জোট।
[ইং. bloc]।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বার৩
(p. 600) bāra3 বি. ভার, বোঝা। [ফা. বার]। ̃ বর-দার বি. 1 মুটে, কুলি; 2 তল্পিবাহক। ̃ বর-দারি বি. 1 বারবরদারের কাজ বা বৃত্তি; 2 মোট বা তল্পি বহনের মজুরি বা খরচ। বিণ. মোটবহন বা তল্পিবহন সংক্রান্ত। 47)
বয়স্বী
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
বপু
(p. 575) bapu বি. শরীর, দেহ (বিশাল বপু)। [সং. বপুস্]। 109)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বায়ক2
(p. 600) bāẏaka2 বিণ. বি. বাদক, যে বাজায়। [সং. বাদক]। 34)
বক্রোক্তি
ব্যষ্টি
(p. 648) byaṣṭi বি. 1 পৃথক পৃথক ভাব, স্ব স্ব ভাব; 2 পৃথক পৃথক ব্যক্তি, সমষ্টির বিপরীত (ব্যষ্টিকে নিয়েই সমষ্টি)। [সং. বি + √ অস্ + তি]। 45)
বেচাল
(p. 633) bēcāla বিণ. 1 মন্দ চালচলনবিশিষ্ট; 2 বেয়াড়া; 3 অসচ্চরিত্র। বি. 1 মন্দ বা বেয়াড়া চালচলন (কোনো বেচাল দেখলেই লোকটাকে ছাড়িয়ে দেব); 2 মন্দ বা বেয়াড়া চরিত্র। [ফা. বে + বাং. চাল3]। 134)
বিলক্ষণ
(p. 625) bilakṣaṇa বিণ. (বর্ত. অপ্র.) 1 বিভিন্ন, পৃথক ('স্বর্ণ আর লৌহ যৈছে স্বরূপ বিলক্ষণ': চৈ. ভা.); 2 অসাধারণ ('সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ': চৈ. ভা.)। ক্রিবিণ. (বাং.) ভালোরকম, খুব (বিলক্ষণ বুঝেছি, তাকে বিলক্ষণ চিনি)। অব্য. বিস্ময়, বিরক্তি ইত্যাদি সূচক; আচ্ছা বেশ, ভালো কথা, ঢের হয়েছে (বিলক্ষণ, এখন থামো)। [সং. বি (=বিশিষ্ট) বা বিভিন্ন) + লক্ষণ]। 12)
বিকর্ষ, বিকর্ষণ
(p. 605) bikarṣa, bikarṣaṇa বি. 1 উলটো দিকে আকর্ষণ, বিপরীত টান; 2 (বিজ্ঞা.) বিপ্রকর্ষণ, আকর্ষণের বিপরীত, repulsion (বি.প.)। [সং. বি + কর্ষ, কর্ষণ]। বিকর্ষক বিণ. বিকর্ষণকারী, উলটো দিকে আকর্ষণ করে এমন; বিপ্রকর্ষী, repulsive. বিকর্ষী (-র্ষিন্) বিণ. বিকর্ষক। 84)
বগলা
বায়স
(p. 600) bāẏasa বি. কাক। [সং. বয়স্ + অ]। স্ত্রী. বায়সী। 39)
ব্যাদান
বাউরি
বায়না2
(p. 600) bāẏanā2 বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। ̃ পত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল। 37)
বলয়
বাহির
(p. 605) bāhira বি. 1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 1 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও. বাহির]। বাহিরে বি. (সাধু.) 1 (অধি-7মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে); 2 অন্য স্হানে (ঘরে-বাহিরে)। অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)। 48)
বদরসিকতা, বদরাগি
(p. 575) badarasikatā, badarāgi দ্র বদ। 49)
বর্ডার
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535156
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140633
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730943
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us