Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভবেশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভবেশ এর বাংলা অর্থ হলো -

(p. 655) bhabēśa বি. মঙ্গলময় শিব, মহাদেব ('হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র)।
[সং. ভব + ঈশ]।
66)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভদ্র
(p. 655) bhadra বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]। স্ত্রী. ভদ্রা। ̃ .কালী বি. দুর্গাদেবীর রূপভেদবিশেষ। তা বি. ভদ্র ভাব বা আচরণ। ̃ .জনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ। ̃ .মহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক। ̃ .সন্তান বি. ভদ্রবংশের লোক। ̃ .সমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)। 44)
ভূম্যধি-কারী
ভৃঙ্গার
(p. 670) bhṛṅgāra বি. 1 জলের গাড়ু; 2 জল ছিটানোর ছিদ্রযুক্ত পাত্র, ঝারি। [সং. √ ভ্রৃ + আর]। 7)
ভোর৩
ভায়া
(p. 663) bhāẏā বি. ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তিকে প্রিয়সম্বোধন। [বাং. ভাই]। 22)
ভাং
(p. 659) bhā বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [ সং. ভঙ্গা]। 21)
ভিক্ষা
(p. 664) bhikṣā বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্রনিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন। 41)
ভোজ-বিদ্যা
(p. 670) bhōja-bidyā বি. জাদু; ইন্দ্রজাল, ম্যাজিক [সং. ভোজ + বিদ্যা]। 79)
ভেল2
(p. 670) bhēla2 বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]। 42)
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়িঅন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভপঞ্জর-ভগোল
ভাতা1
(p. 661) bhātā1 বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [ সং. ভৃতি]। 33)
ভিস্তি
(p. 667) bhisti বি. 1 জল বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলিবিশেষ, মশক (ভিস্তিতে করে জল নেওয়া); 2 মশকে করে যে-ব্যক্তি জল বহন ও সরবরাহ করে। [ফা. বিহিশত্]। ̃ .ওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে ('রোগা এক ভিস্তিওয়ালা': সু. রা)। 6)
ভাজি
(p. 661) bhāji বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]। 15)
ভ্যাবা
ভাঁজ
(p. 659) bhān̐ja বি. 1 পাট (কাপড়গুলো ভাঁজ করে রাখো); 2 স্তর, তাক (ভাঁজে ভাঁজে ময়লা জমেছে)। [সং. √ ভন্জ্ + বাং. অ]। ̃ .-ভাঙা বিণ. কাঁচাইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন। 26)
ভবার্ণব
(p. 655) bhabārṇaba বি. 1 ভবসমুদ্র, সংসাররূপ সমুদ্র। [সং. ভব + অর্ণব]। 60)
ভরসন্ধ্যা
(p. 658) bharasandhyā দ্র ভর1। 27)
ভাষণ
ভ্রমান্ধ
(p. 670) bhramāndha বিণ. ভ্রান্তির জন্য বুদ্ধি আচ্ছন্ন হয়েছে এমন (ভ্রমান্ধ ব্যক্তি)। [সং ভ্রম + অন্ধ]। বি. ̃ তা। 121)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577666
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185345
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026208
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901045
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708542
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620020

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us