Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাদ্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভাদ্র এর বাংলা অর্থ হলো -

(p. 661) bhādra বি. বাংলা বছরের পঞ্চম মাস।
[সং. ভাদ্রী + অ]।
.পদ বি. ভাদ্র মাস।
.পদা বি. পূর্বভাদ্রপদা নক্ষত্র।
.পদী বি. ভাদ্র মাসের পূর্ণিমা তিথি।
44)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাণ্ড
ভায়াদ
ভূকম্প, ভূকম্পন, ভূগর্ভ, ভূগোল, ভূগোলক, ভূচর, ভূচিত্র, ভূচ্ছায়া
(p. 668) bhūkampa, bhūkampana, bhūgarbha, bhūgōla, bhūgōlaka, bhūcara, bhūcitra, bhūcchāẏā দ্র ভূ2। 25)
ভৃতি
(p. 670) bhṛti দ্র ভৃত। 11)
ভূপালি
ভাস-মান1
(p. 664) bhāsa-māna1 বিণ. 1 শোভমান, দীপ্তিমান; 2 দীপ্যমান। [সং. √ ভাস্ + শানচ্]। 34)
ভন-ভনিয়ে
ভাগা-ভাগি
(p. 660) bhāgā-bhāgi বি. বন্টন, ভাগবাটোয়ারা (আমগুলো নিজেদের মধ্য ভাগাভাগি করে নিল)। [বাং. ভাগ + আ + ভাগ + ই]। 17)
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
ভজ-কট
ভেদ
(p. 670) bhēda বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ̃ ক ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ̃ .কারক ̃ .কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ̃ .জ্ঞান ̃ .বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। ন বি. ভেদ করা। ̃ .নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্যসাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মাজীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন। 33)
ভাবা
(p. 663) bhābā ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [ সং. ভাবি]। ̃ নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)। 9)
ভাগিনেয়
(p. 660) bhāginēẏa বি. ছোটো বোনের কিংবা দিদির ছেলে, ভাগনে। [সং. ভগিনী + এয়]। স্ত্রী. ভাগিনেয়ী। 18)
ভোজ2
ভিজে
(p. 664) bhijē বিণ. জলের সংস্পর্শে এসে নরম ও জলসিক্ত হয়েছে এমন। [বাং. √ ভিজ্]। ভিজে বেড়াল (আল.) দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক। 45)
ভেস্তা
(p. 670) bhēstā ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। 52)
ভুঁই
ভেক2
(p. 670) bhēka2 বি. ব্যাং। [সং. √ ভী + ক]। স্ত্রী. ভেকী। 18)
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশপ্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
ভাঁড়ামি, ভাঁড়ামো
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us