Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মত2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মত2 এর বাংলা অর্থ হলো -

(p. 676) mata2 বি. 1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?); 2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই); 3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিত্সা); 4 বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)।
[সং. √ মন্ + ত]।
মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া।
.দ্বৈধ
বি. মতের পার্থক্য বা বিরোধ।
.বাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত, theory..বিনিময় বি. 1 মতের আদান-প্রদান; 2 পারস্পরিক আলোচনা।
.বিরোধ.ভেদ
বি মতের অমিল, মতানৈক্য।
মতান্তর বি. মতের অমিল; ভিন্ন মতে বা উপায় মতাব-লম্বন বি. মত গ্রহণ করা বা মেনে নেওয়া।
মতাব-লম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসীশ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)।
মতামত বি. 1 সম্মতিঅসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব।
60)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মিশি
মার্চ
মাত্র
মত্স্য
(p. 676) matsya বি. 1 মাছ, মীন; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 পুরাণবিশেষ; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি; 5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ; 6 প্রাচীন বিরাটরাজ্য। [সং √ মদ্ + স্য] স্ত্রী. মত্সী ̃ .করণ্ডিকা বি. খালুই, চুপড়ি। ̃ .গন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর। ̃ .জীবী (-বিন্), মত্স্যোপ-জীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা। বি. ধীবর, জেলে। ̃ .ন্যায় ̃ .নীতি, মাত্স্য-ন্যায় জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণঅত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা। ̃ .পুরাণ বি. মত্স্য-অবতারের কাহিনি-সংবলিত পুরাণ। ̃ .মুখ বি. হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান। ̃ .রঙ্গ বি. মাছরাঙ্গা পাখি। মত্স্যাশী (-শিন্) বিণ. মত্স্যভোজী। মত্স্যাসন বি. মাছের মতো ভঙ্গির যোগাসনবিশেষ। 66)
মহোত্-সব
মদ
(p. 676) mada বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। ̃ .কল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী ('মদকল করী': মধু.) বি. মত্তহস্তী। ̃ .খোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। ̃ .গর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। ̃ .মত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. ̃ .মত্তা। মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল। স্ত্রী. মদালসা। মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর। মদোত্-কট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। বিণ. গর্বান্ধ দাম্ভিক। মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)। 77)
মক্কা2
(p. 675) makkā2 বি. মকাই, ভুট্টা। হি. মক্কা আ. মক্কহ। 25)
মহ-কুমা
(p. 688) maha-kumā বি. কয়েকটি থানার সমষ্টি, জেলা যে প্রশাসনিক অংশে বিভক্ত [আ. মহকুমা]। মহকুমা শহর বি. মহকুমার প্রধান শহর বা সদর। ̃ শাসক বি. মহকুমার প্রশাসনের প্রধান; এস ডি ও। 39)
মাখা
(p. 692) mākhā ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। ̃ .নো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 3 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ .মাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা। 49)
মহোত্-সাহ
(p. 692) mahōt-sāha বি. প্রবল উদ্যম (মহোত্সাহে কাজে নেমে পড়া) [সং. মহত্ + উত্সাহ]। 12)
মত2
(p. 676) mata2 বি. 1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?); 2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই); 3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিত্সা); 4 বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)। [সং. √ মন্ + ত]। মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া। ̃ .দ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ। ̃ .বাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত, theory. ̃ .বিনিময় বি. 1 মতের আদান-প্রদান; 2 পারস্পরিক আলোচনা। ̃ .বিরোধ ̃ .ভেদ বি মতের অমিল, মতানৈক্য। মতান্তর বি. মতের অমিল; ভিন্ন মতে বা উপায় মতাব-লম্বন বি. মত গ্রহণ করা বা মেনে নেওয়া। মতাব-লম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসীশ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)। মতামত বি. 1 সম্মতিঅসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব। 60)
মনো-গত
(p. 676) manō-gata বিণ. অন্তরের, মনের ভিতরের (মনোগত ইচ্ছা, মনোগত বাসনা) [সং. মনস্ + গত]। 136)
মুখটি1
(p. 708) mukhaṭi1 বি. (শিশিবোতল ইত্যাদি) মুখের ঢাকনা বা ছিপি। [সং. মুখ + বাং. টি]। 7)
মাইপোষ
(p. 692) māipōṣa দ্র মাই। 29)
মদন
মর
(p. 685) mara বিণ. 1 মরণশীল, নশ্বর (মরলোক, মরজগত্); 2 (বাং.) মৃত (মরদেহ)। [সং. √ মৃ + অ]। 23)
মাচা, মাচান
(p. 692) mācā, mācāna বি. 1 বাঁশ ইত্যাদির তৈরী উঁচু বেদী বা মঞ্চ; 2 শিকারের জন্য তৈরী ভারাবিশেষ। [ সং. মঞ্চ]। 62)
মানভঞ্জন
(p. 698) mānabhañjana দ্র. মান4। 18)
মনু
মার2
(p. 700) māra2 বি. 1 কন্দর্প, কামদেব; 2 (বৌ. শা.) বুদ্ধদেবের তপস্যা ভঙ্গ করতে চেষ্টা করে এমন দেবতাবিশেষ; 3 মারণ, বধ। [সং. √ মৃ + ণিচ্ + অ]। ̃ ক বি. মারী, মড়ক। বিণ. বধকারী, নাশক। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227918
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839813
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us