Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেকুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মেকুর এর বাংলা অর্থ হলো -

(p. 714) mēkura বি. (বর্ত. আঞ্চ.) বিড়াল।
[তু. আঞ্চ. মেউর (মেও বা মেউ রবকারী)]।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাইরি
(p. 692) māiri বি. শপথ বা দিব্যি-সূচক উক্তিবিশেষ (মাইরি বলছি, একাজ আমি করিনি)। [পো. Maria - তু. ইং. Mary]। 32)
মন্ত্রিত্ব
(p. 676) mantritba দ্র মন্ত্রী। 181)
মনো-বিবাদ
(p. 676) manō-bibāda বি. মনান্তর, বিবাদ, ঝগড়া। [সং. মনস্ + বিবাদ]। 151)
মিতা
(p. 705) mitā বি. বন্ধু সখা সুহৃদ ('আমার কী বেদনা সে কি জান, ওগো মিতা': রবীন্দ্র)। [সং. মিত্র]। স্ত্রী. (বিরল) মিতিন। ̃লি বি. বন্ধুত্ব, সখ্য (দুজনে মিতালি হওয়া, মিতালি পাতানো)। 4)
মেটা, মেটানো
(p. 716) mēṭā, mēṭānō যথাক্রমে মিটা ও মিটানো -র চলিত রূপ। 2)
মিত1
মুহরি2, মুহুরি2
(p. 712) muhari2, muhuri2 বি. কেরানি (উকিলের মুহুরি)। [আ. মুহির্রিব]। ̃ .গিরি বি. মুহুরির কাজ। 62)
মুকুল
মাষা
(p. 703) māṣā বি. সোনা ইত্যাদির ওজনবিশেষ, 1/12 বা 1/1 তোলা; কবিরাজিতে 1/8 তোলা। [সং. মাষ বাং. মাষ + আ]। 22)
মূর্ধা
(p. 712) mūrdhā (-র্ধন্) বি. মস্তক। [সং. √ মুহ্ + অন কিংবামূর্ব্ + অন]। 75)
মুরলী
(p. 712) muralī বি. বাঁশি। [সং. মুর √লা + অ + ঈ]। ̃ .ধর, ̃ .বদন বি. শ্রীকৃষ্ণ। 20)
মি2, মি-
(p. 704) mi2, mi- মিটার এর সংক্ষিপ্ত রূপ।[ইং. metre]। 16)
মরিচ
ম্লায়-মান
(p. 721) mlāẏa-māna বিণ. ম্লান বা বিষণ্ণ বা অন্ধকার হয়ে আসছে এমন ('ম্লায়মান পথ': রবীন্দ্র)। [সং. √ ম্লৈ + মান (শানচ্)]। 31)
মত2
(p. 676) mata2 বি. 1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?); 2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই); 3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিত্সা); 4 বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)। [সং. √ মন্ + ত]। মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া। ̃ .দ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ। ̃ .বাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত, theory. ̃ .বিনিময় বি. 1 মতের আদান-প্রদান; 2 পারস্পরিক আলোচনা। ̃ .বিরোধ ̃ .ভেদ বি মতের অমিল, মতানৈক্য। মতান্তর বি. মতের অমিল; ভিন্ন মতে বা উপায় মতাব-লম্বন বি. মত গ্রহণ করা বা মেনে নেওয়া। মতাব-লম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসীশ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)। মতামত বি. 1 সম্মতিঅসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব। 60)
মিলা, মেলা ক্রি.
(p. 706) milā, mēlā kri. বিণ. 1 একত্র হওয়া (তিনের সঙ্গে দুই মিলে পাঁচ, 'হেথার সবারে হবে মিলিবারে': রবীন্দ্র); 2 বনিবনা হওয়া (ভাইয়ে-ভাইয়ে মোটেই মেলে না); 3 মিশ খাওয়া, খাপ খাওয়া (জোড় মেলা); 4 সংযুক্ত হওয়া, মেশা (দুটি পথ মিলেছে); 5 সম্পূর্ণ মিশ্রিত হওয়া (তেলে জলে মেশা); 6 মিলযুক্ত হওয়া (ছন্দ মিলছে না, পদ্য মিলছে না); 7 জোটা পাওয়া যাওয়া (বাজারে ভালো চাল মিলছে না); 8 (গনি.) হওয়া (অঙ্ক মিলেছে?); 9 মিলিত হওয়া ('মিলিব বন্ধুর সনে')। [সং. √ মিল্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 একত্র বা মিশ্রিত বা সংযুক্ত করা (হাট মেলানো, মেলা মেলানো); 2 মিশ খাওয়ানো, খাপ খাওয়ানো; 3 মিল দেওয়া (পদ্য মিলানো); 4 জোটানো, সংস্হান করা (চাকরি মিলানো কি সহজ কথা!); 5 গলে বা লীন হয়ে যাওয়া ('ধুপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। মেলা-মেশা বি. 1 সংসর্গ; 2 বন্ধুত্ব বা সদ্ভাব। 17)
মীর-বহর, মীর-মুনশী
মাগন
(p. 692) māgana বি. যাঞ্চা বা ভিক্ষা; প্রার্থনা বা প্রার্থনা করা ('রাজা যান মাগনে': খনা)। [বাং. মাগন + অন]। 53)
ম়জ-দুর
(p. 676) m়ja-dura বি. মজুর, শ্রমিক। [ফা. মজ্দূর]। মজ-দুরি বি. 1 শ্রমিক বা মজুরের কাজ বা বৃত্তি; 2 মজুরের মতো আচরণ বা ভাব ('ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি': প্রেমেন্দ্র)। 12)
মার৩
(p. 700) māra3 বি. 1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার); 2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)। [মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]। ̃ .কাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)। ̃ .কুটে বিণ. অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন (মারকুটে ছেলে)। ̃ .দাঙ্গা বি. বিরাট মারপিট। ̃ .ধর বি. প্রহার। ̃ .পিট বি. 1 প্রহার; 2 মারামারি। মারমার কাটকাট বি. 1 মারামারিকাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততাহইচই। বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)। ̃ .মুখো, ̃ .মুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)। স্ত্রী. মার-মুখী। ̃ .মূর্তি বিণ. 1 মারতে উদ্যত, 2 অতি ক্রুদ্ধ; অগ্নিমূর্তি। বি. অতি ক্রুদ্ধ মূর্তি (মারমূর্তি ধারণ করা)। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2068940
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1766895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364081
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720283
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696996
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593876
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 542829
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন