Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মিত2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মিত2 এর বাংলা অর্থ হলো -

(p. 705) mita2 বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)।
[সং. &tickমা + ত]।
˜ .বাক (-বাচ),.ভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক।
স্ত্রী.ভাষিণী।
বি.ভাষিতা।
̃.ব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয়অনুযায়ী ব্যয়।
.ব্যয়িতা
বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব।
.ব্যয়ী
(-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি।
.ভোজন,
মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার।
.ভোজী
(-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন।
মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন।
মিতাচারী (-রিন্) বিণ. সংযমী।
স্ত্রী. মিতাচারিণী।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মক-বরা
মালশি
(p. 700) mālaśi বি. ছোট মালশা। [বাং. মালশা + ই]। 72)
মোচক
(p. 718) mōcaka বিণ. আবরণ খুলে ফেলে এমন, উদ্ঘাটক। তু. উন্মোচক। [সং. √ মুচ্ + ণিচ্ + অক]। 9)
মিতি
মন্দানিল
(p. 676) mandānila বি. ধীরে প্রবাহিত বায়ু, মৃদু বাতাস। ('সুন্দর বহে আনন্দ-মন্দানিল': রবীন্দ্র) [সং. মন্দ (ধীর) + অনিল] 194)
মিত্রাক্ষর, মিতাক্ষর
(p. 705) mitrākṣara, mitākṣara বি. অন্ত্যমিলযুক্ত ছন্দ। [সং মিত্র + অক্ষর, মিত + অক্ষর]। 13)
মূলাধার
মনকিয়া
(p. 676) manakiẏā দ্র মন2 [.]। 106)
মমতা
(p. 685) mamatā বি. 1 স্নেহ, মায়া (প্রাণের মমতা); 2 আসক্তি (ধনদৌলতের প্রতি মমতা); 3 আপন বলে ভাবা। [সং. মম + তা]। ̃ .ময় বিণ. মমতায় ভরা, স্নেহশীল। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .হীন, , ̃ .শূন্য বিণ. 1 নির্দয়; 2 স্নেহহীন। 7)
মচ্ছব
(p. 676) macchaba বি. মহোত্সব -এর বিকৃত কথ্য রূপ (বাড়িতে যেন মচ্ছব লেগে গেছে)। 9)
মালী
মুখী2
(p. 708) mukhī2 (-খিন্). বিণ. 1 অতিমুখী (গৃহাভিমুখী)।[সং. মুখ + ইন্]। 17)
মাধ্যম
মার৩
(p. 700) māra3 বি. 1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার); 2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)। [মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]। ̃ .কাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)। ̃ .কুটে বিণ. অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন (মারকুটে ছেলে)। ̃ .দাঙ্গা বি. বিরাট মারপিট। ̃ .ধর বি. প্রহার। ̃ .পিট বি. 1 প্রহার; 2 মারামারি। মারমার কাটকাট বি. 1 মারামারিকাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততাহইচই। বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)। ̃ .মুখো, ̃ .মুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)। স্ত্রী. মার-মুখী। ̃ .মূর্তি বিণ. 1 মারতে উদ্যত, 2 অতি ক্রুদ্ধ; অগ্নিমূর্তি। বি. অতি ক্রুদ্ধ মূর্তি (মারমূর্তি ধারণ করা)। 15)
মিঠে
(p. 704) miṭhē বিণ. 1 মিষ্টি (মিঠে খাবার); 2 স্বাদু (মিঠে জল); 3 মধুর (মিঠে সুর)। [প্রাকৃ. মিট্ঠ সং. মিষ্টি]। ̃. কড়া বিণ. মধুর অথচ তীব্র বা ঝাঁঝালো। ̃. জল বি. স্বাদু জল। ̃. পাতা, ̃. পাতি বি. ঝাঁঝালো নয় বরং মিষ্টি স্বাদযুক্ত পানপাতাবিশেষ। 34)
মিত2
(p. 705) mita2 বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)। [সং. &tickমা + ত]। ˜ .বাক (-বাচ), ̃ .ভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক। স্ত্রী ̃ .ভাষিণী। বি ̃ .ভাষিতা। ̃.ব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয়অনুযায়ী ব্যয়। ̃ .ব্যয়িতা বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি। ̃ .ভোজন, মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার। ̃ .ভোজী (-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন। মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন। মিতাচারী (-রিন্) বিণ. সংযমী। স্ত্রী. মিতাচারিণী। 2)
মোকা-বিলা
মাতা
মর-কত
(p. 685) mara-kata বি. সবুজ রঙ্গের অত্যন্ত দামি পাথরবিশেষ পান্না। [সং. মরক + √ ত + অ]। 24)
মহড়া
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614784
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227942
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839908
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098959
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916373
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719488
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649164

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us