Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাবা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অছি
(p. 8) achi বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ̃ পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্হাবিশেষ, Trusteeship Council. 87)
অধ্যক্ষ
(p. 20) adhyakṣa বি. 1 কর্মকর্তা; পরিচালক; তত্ত্বাবধায়ক; 2 ভারপ্রাপ্ত কর্মচারী (মঠাধ্যক্ষ); 3 কলেজের প্রিন্সিপ্যাল, principal; 4 কর্মপরিচালক, manager (স.প.); 5 বিধানসভা ব্যবস্হাপক সভা ইত্যাদির সভাপতি, পরিচালক, speaker (স. প.)। [সং. অধি+অক্ষ]। বি. ̃ তা, ̃ ত্ব। 23)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অভি-ভাবক
(p. 50) abhi-bhābaka বি. রক্ষণাবেক্ষণ বা তত্বাবধান করে এমন ব্যক্তি, guardian; নাবালকের দেখাশুনা করার দায়িত্ব যে ব্যক্তির; আশ্রয়দাতা। [সং. অভি + √ ভূ + অক]। স্ত্রী অভি-ভাবিকা। 106)
আঁকড়ানো
(p. 77) ān̐kaḍ়ānō ক্রি. জাপটে বা জড়িয়ে ধরা (ভয়ে সে বাবাকে আঁকড়ে ধরল)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আঁকড়া + আনো]। আঁকড়ে ধরা ক্রি. বি. জড়িয়ে ধরা। 52)
আজা
(p. 85) ājā বি. মাতামহ, মায়ের বাবা। [সং. আর্যক]। স্ত্রী. আজি, আজিমা। 32)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আত্মা-রাম
(p. 89) ātmā-rāma বিণ. ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে আত্মাতেই পরমানন্দ অনুভবকারী; আত্মতৃপ্ত, আত্মতুষ্ট। (বাং. অর্থ) বি. আত্মাপুরুষ; প্রাণপাখি; প্রাণ; টিয়া ময়না প্রভৃতিকে আদরের সম্বোধন ('বল বাবা আত্মারাম')। [সং. আত্মন্ + আরাম]। 30)
আত্মাশ্রয়
(p. 89) ātmāśraẏa বি. স্বাবলম্বন, নিজের উপর নির্ভর। বিণ. স্বাবলম্বী, নিজের উপর নির্ভর করে এমন। [সং. আত্মন্ + আশ্রয়]। আত্মাশ্রয়ী বিণ. আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করে এমন, স্বাবলম্বী। 31)
আদল
(p. 89) ādala বি. 1 (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে); আভাস। [সং. আদর্শ] 57)
আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া
(p. 99) ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য) 20)
আব্বা
(p. 99) ābbā বি (মুসা.) বাবা, পিতা। [আ. বাবা]। ̃ জান বি. (মুস. সম্ভ্রমার্থে) বাবা। 34)
আমিন
(p. 101) āmina বি. 1 তত্ত্বাবধানকারী কর্মচারী; 2 জমি জরিপকারী কর্মচারী। [আ. আমীন]। আমিনি বি. আমিনের কাজ। বিণ. আমিনসংক্রান্ত (আমিনি কমিশন, আমিনি দায়িত্ব)। 43)
ইউ-ক্যালিপ-টাস
(p. 113) iu-kyālipa-ṭāsa বি. দীর্ঘ বা ঋজু গাছবিশেষ যার পাতা থেকে নিষ্কাশিত তেল ওষুধে ও প্রসাধনে ব্যবহৃত হয় এবং যার কাঠ আসবাবপত্রে ব্যবহৃত হয়। [ইং. cucalyptus। 4)
ওরে2
(p. 153) ōrē2 অব্য. তুচ্ছার্থে বা আদরে ব্যবহৃত ধ্বনি (ওরে ছাড়্ রে, ওরে বাবারে, ওরে আমার সাত সাগরের মানিক)। 50)
কম্বু
(p. 166) kambu বি. শঙ্খ, শাঁখ। [সং. √ কম্ব্ + উ]। ̃ কণ্ঠ 1 বি. শঙ্খের মতো রেখাযুক্ত গ্রীবা; 2 শঙ্খধ্বনির মতো উচ্চ ও গম্ভীর কণ্ঠস্বর। বিণ. 1 শঙ্খের মতো রেখাযুক্ত গ্রীবাবিশিষ্ট; 2 শঙ্খধ্বনির মতো উচ্চ ও গম্ভীর কণ্ঠস্বরবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ কণ্ঠী। ̃ গ্রীব বিণ. শঙ্খের মতো রেখাযুক্ত গ্রীবাবিশিষ্ট। ̃ গ্রীবা বিণ. শঙ্খের মতো রেখাযুক্ত গ্রীবা 7)
করাল
(p. 167) karāla বিণ. 1 বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; 2 ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; 3 ভীষণ; 4 তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। ̃ বদনা বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা বি. মহাকালী। করালী বি. (স্ত্রী.) 1 চামুণ্ডা, চণ্ডী; 2 অগ্নিজিহ্বাবিশেষ। 31)
কর্মাধ্যক্ষ
(p. 169) karmādhyakṣa বি. কাজের পরিচালক; কাজের পরিদর্শক বা তত্ত্বাবধায়ক। [সং. কর্মন্ + অধ্যক্ষ]। 25)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কার-কুন
(p. 185) kāra-kuna বি. জমিদারির বা বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক। [ফা.কার্কুন্]। 5)
কূট-যুদ্ধ
(p. 202) kūṭa-yuddha বি. অন্যায় যুদ্ধ (ইংরেজরা কূটযুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করে). [সং. কূট + যুদ্ধ]। কূট-যোদ্ধা বি. অন্যায়ভাবে যে যুদ্ধ করে। 28)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
খবর
(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। 85)
খাই৩
(p. 224) khāi3 ক্রি. আহার করি। বি. ভোজন। [বাং. √খা (সং. √খাদ্) + ই]। ̃ খরচ, ̃ খরচা বি. খাওয়াদাওয়া বাবদ খরচ, খাওয়ার জন্য যে টাকা খরচ হয়। খাই খাই করা ক্রি. বি. সর্বদা খাওয়ার জন্য লালসা প্রকাশ করা। ̃ খালাশি বিণ. জমির উপস্বত্ব থেকে ঋণ পরিশোধের শর্তবিশিষ্ট। ̃ য়ে বিণ. ভোজনপটু, প্রচুর খেতে পারে বা খেতে ভালোবাসে এমন (খাইয়ে লোককে খাইয়েও সুখ)। 47)
খাঞ্জা খাঁ
(p. 226) khāñjā khā বি. যে ব্যক্তি (খান্জহান্ খাঁয়ের মতো) নবাবি চালে চলে। [ফা. খান্জহান্ খাঁ]। 7)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074638
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768864
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366288
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721116
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698173
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594740
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545377
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542325

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন