Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যুযুধান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যুযুধান এর বাংলা অর্থ হলো -

(p. 728) yuyudhāna বিণ. যুদ্ধকারী, যোদ্ধা (যুযুধান বেশে আবির্ভাব)।
বি. 1 ক্ষত্রিয় 2 সাত্যকি।
[সং. √ যুধ্ + আন]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যতন
(p. 722) yatana বি. যত্ন-র কোমল রূপ। যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়। 17)
যাচা1
(p. 723) yācā1 ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]।
যোই
(p. 728) yōi সর্ব. (ব্রজ.) যা; যে। [হি. যো]। 34)
যম2
(p. 723) yama2 বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ̃ .জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ̃ .দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ̃ .দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ̃ .দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ̃ .পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ̃ .পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ̃ .যন্ত্রণা, ̃.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ̃ .রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ̃ .যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ̃ .যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ̃ .যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া। 41)
যুটি
যামল
(p. 726) yāmala বি. 1 যুগ্ম, যুগল; 2 (তন্ত্রে) শিব ও শক্তির পরস্পর মিলিত রূপ; 3 তন্ত্রশাস্ত্রবিশেষ। [সং. যমল + অ]। 40)
যদ্যপি
(p. 723) yadyapi অব্য. 1 যদিও 2 একান্তই যদি, যদিই। [সং. যদি + অপি]। 19)
যোঝা-যুঝা
(p. 728) yōjhā-yujhā ও জুঝা -র চলিত রূপ। যোঝাযুঝি দ্র জোঝাজুঝি। 48)
যৌক্তিক
যোক্তা
(p. 728) yōktā (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী। 35)
যৌতুক
(p. 728) yautuka বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]। 61)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যবে
(p. 723) yabē অব্য. ক্রি-বিণ. (কাব্যে) যখন, যে-সময়ে। [হি. যব]। 38)
যাযাবর
(p. 726) yāyābara বি. বিণ. 1 নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; 2 যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; 3 নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়। 46)
যত্র
(p. 723) yatra বি. সর্ব. 1 যে স্হানে বা বিষয়ে; 2 যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)। [সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা। ̃ .তত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)। 8)
যোগালিয়া
(p. 728) yōgāliẏā বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় যোগাল + ইয়া]। 41)
য1
যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যজ-মান
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাবআংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রবসহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us