Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রন্ধন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রন্ধন এর বাংলা অর্থ হলো -

(p. 733) randhana বিণ. রান্না, খাবার পাক করা।
[সং. √ রধ্ + অন।
.গৃহ,
̃.শালা বি. রান্নাঘর।
রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।
59)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রোয়ে-দাদ
রঙ্গ2
(p. 733) raṅga2 বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ। 4)
-রঙা
(p. 731) -raṅā বিণ. রংযুক্ত (সাতরঙা)। [বাং. রং + আ]। 28)
রক্ষ2
রমা1
(p. 736) ramā1 ক্রি. (কাব্যে) 1 ক্রীড়া করা; 2 বিহার করা। [সং. √ রম্ + বাং. আ]। 14)
রোটিকা
(p. 750) rōṭikā বি. রুটি ('রোটিকার স্তরে স্তরে মেখে': রবীন্দ্র)। [সং. √ রুট্+ অক + আ়]। 19)
রিডার
(p. 743) riḍāra বি. 1 পাঠক, যে পড়ে 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদবিশেষ। [ইং. reader]। 49)
রিপিট
(p. 743) ripiṭa বি. ধাতুর পাত জুড়বার কাজে ব্যবহৃত পেরেকবিশেষ। [ইং. rivet]। 52)
রঙ্গ1
রাসযাত্রা, রাসলীলা
(p. 743) rāsayātrā, rāsalīlā দ্র রাস2। 28)
রঙ্গী
(p. 733) raṅgī দ্র রঙ্গ2। 14)
রত্ন
(p. 733) ratna বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্যঅলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা। 47)
রীতি
রোক2
(p. 749) rōka2 বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। ̃ .ড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2 হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। ̃ .শোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ। 38)
রাজ্ঞী
(p. 742) rājñī বি. রাজমহিষী, রানি। [সং. রাজন্ + ঈ]। 8)
রব-রবা
রণ
(p. 733) raṇa বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ̃ .কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ̃ .কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ̃ .ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ̃ .চণ্ডী দ্র চণ্ডী। ̃ .জয়ী, ̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ̃ .তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ̃ .তরি, ̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ̃ .তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ̃ .পণ্ডিত বিণ. রণকুশল। ̃ .বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ̃ .ভেরি বি. যুদ্ধের দামামা। ̃ .মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ̃ .যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .সজ্জা, ̃.সাজ বি. যুদ্ধের বেশ। ̃ .স্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্তরণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা। 39)
রিরংসা
(p. 743) riraṃsā বি. রমণের বা সংগমের ইচ্ছা, কাম। [সং. √ রম্ + সন্ + অ + আ]। রিরংসু বিণ. রমণে ইচ্ছুক। 63)
রমেশ
(p. 736) ramēśa দ্র রমা2। 17)
রাজী-রাজি1
(p. 742) rājī-rāji1 ও রাজি2 -এর বর্জি. বানানভেদ। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185718
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785799
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027014
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901168
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848147
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us