Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লভা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লভা এর বাংলা অর্থ হলো -

(p. 756) labhā ক্রি. (কাব্যে) লাভ করা, পাওয়া ('কি ফল লভিনু হায়': মধু.); অন্যান্য ক্রিয়ারূপ-লভিব, লভিয়াছে, লভিল, লভিলাম।
[লাভ দ্র]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লাখো
(p. 758) lākhō বিণ. লাখ -এর কথ্য রূপ (লাখোবার তাকে বারণ করেছি)। [লাখ দ্র]। 3)
লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
ল্যাঃড়া2
লম্বা
(p. 756) lambā বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ̃ ই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ̃ ই-চওড়াই বি. 1 দৈর্ঘপ্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ̃ .চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ̃ টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ̃ .লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া। 19)
লিখি-তব্য
(p. 760) likhi-tabya বিণ. লেখনীয়, লিখতে হবে বা লেখা উচিত এমন। [সং. √ লিখ্ + তব্য]। 40)
লেপ2
(p. 764) lēpa2 বি. 1 প্রলেপ, পোঁচ (মাটির লেপ); 2 লেপে জুড়বার জিনিস (বজ্রলেপ)। [সং. √ লিপ্ + অ]। ̃ .ক বিণ. লেপনকারী। ̃ .ন বি. 1 প্রলেপ বা পোঁচ দেওয়া; 2 নিকানো; 3 লেপা বা মাখা যায় এমন বস্তু; 4 আরোপণ (কলঙ্কলেপন)। ̃ .নীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য। 8)
লহনা
(p. 757) lahanā বি. 1 খাজনা ব্যতীত অন্য পাওনা; 2 লভ্য, পাওনা [হি. লহনা সং. √ লভ্]। 13)
লাক্ষিক
লস্যি
(p. 757) lasyi দ্র লস্সি []। 11)
লেশ
লসিত
(p. 757) lasita বিণ. শোভিত, দীপ্ত, শোভাযুক্ত ('লসিত সুন্দর সর্ব গাত্র': জ্ঞান.) [সং. √ লস্ + ত]। 9)
লাগেজ
(p. 758) lāgēja বি. যাত্রীদের মালপত্র।[ইং. luggage]। 13)
লপেটা
লন্ড্রি
(p. 755) lanḍri বি. কাপড় ধোলাইয়ের দোকান। [ইং. laundry]। 27)
লতা
(p. 755) latā বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। ̃ .কুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। ̃ .গৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। ̃ নে, ̃ নিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। ̃ নো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। বিণ. উক্ত অর্থে। ̃ .পাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। ̃ .পাশ বি. লতা দিয়ে তৈরি জাল। ̃ .বিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। ̃ .মণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। ̃ য়িত বিণ. লতার মতো প্রসারিত। 21)
লাইফ-বোট
লক্ষ্মী
(p. 753) lakṣmī বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদসৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। ̃ .কান্ত, .পতি বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .ছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। ̃ .জনার্দন বি. 1 লক্ষ্মীনারায়ণ; 2 শালগ্রামবিশেষ। ̃ .টি বি. সুবোধশান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।̃ .নারায়ণ-লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত, ̃.মন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। ̃ .বার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। ̃ .বিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। ̃ .শ্রী বি. কল্যাণসূচক কান্তি। ̃ .স্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা। 28)
লালন-গীতি
(p. 760) lālana-gīti বি. লালন ফকিরের গান। [বাং. লালন + গীতি]। 14)
লুটা, লুঠা, লোটা
(p. 760) luṭā, luṭhā, lōṭā ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে। 72)
লাড্ডু
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us