Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শটন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শটন এর বাংলা অর্থ হলো -

(p. 769) śaṭana বি. পচে যাওয়া, পচন।
[সং. √ শট্ + অন]।
শটিত বিণ. পচা, শড়া ('শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে': সু. দ.)।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শাকান্ন
(p. 773) śākānna দ্র শাক। 37)
শির2, শিরঃ
শিথান
শুধা1
(p. 781) śudhā1 ক্রি. (ঋণাদি) পরিশোধ করা ('শুধেছি কঠিন ঋণ': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শুধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পরিশোধ করানো। 39)
শোভা
(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)। 57)
শৃঙ্গ-বান
শলি, (বর্জি.) শলী
(p. 772) śali, (barji.) śalī বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]। 30)
শল্ক
(p. 772) śalka বি. 1 (প্রধানত মাছের) আঁশ; 2 বল্কল। [সং. √ শল্ + ক]। 31)
শলাকা
(p. 772) śalākā বি. সরু কাঠি, শলা (অঞ্জনশলাকা)। [সং. √ শল্ + আক + আ]। 29)
শাঁ
(p. 773) śā অব্য. বি. দ্রুত বেগসূচক (শাঁ করে উড়ে গেল)। [ধ্বন্যা.]। 23)
শিশ-মহল
(p. 779) śiśa-mahala বি. কাচনির্মিত বাড়ি। [ফা. শীশমহল]। 32)
শাতন
(p. 773) śātana বি. ছেদন ('পক্ষধরের পক্ষশাতন করি': স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]। 53)
শলা2
(p. 772) śalā2 বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]। 28)
শমন
শের
(p. 784) śēra বি. 1 বাঘ; 2 সিংহ। [ফা. শের্]। 23)
শেখর
(p. 784) śēkhara বি. 1 কিরীট, মুকুট; 2 শিরোমাল্য; 3 চূড়া (তু. চন্দ্রশেখর)। [সং. শিখি + অর]। 12)
শ্রেষ্ঠাংশ
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শল্কল
(p. 772) śalkala বি. শল্ক, মাছের আঁশ। [সং. √ শল্ + কল]।
শলভ
(p. 772) śalabha বি. 1 শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; 2 ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544369
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150336
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1742668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 956560
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887386
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840605
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699182
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604373

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us