Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শপতি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শপতি এর বাংলা অর্থ হলো -

(p. 769) śapati বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ ('শপতি করিয়া বলি': চণ্ডী)।
[ সং. শপথ]।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শিথান
শোহরত
শূদ্র, (কথ্য) শুদ্দুর
শুষনি
(p. 783) śuṣani বি. জলজ শাকবিশেষ। [সং. সুনিষণ্ণক]। 12)
শট-পুট
(p. 769) śaṭa-puṭa বি. ক্রীড়াপ্রতিযোগিতাদিতে ভারী লোহার বল দূরে নিক্ষেপ করা। [ইং. shotput]। 13)
শঙ্খিনী
শ্রম
(p. 786) śrama বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিককর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ̃কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ̃জল, ̃বারি বি. ঘাম। ̃জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ̃দপ্তর, ̃দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ̃ বণ্টন, ̃ বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour, ̃ বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ̃ লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ̃ শীল বিণ. পরিশ্রমী। ̃ সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়। 56)
শিক্ষা
(p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। ̃ কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। ̃ কেন্দ্র বি. শিক্ষাদানগ্রহণের স্হান। ̃ গুরু, ̃ দাতা (-তৃঃ বি. শিক্ষক। ̃ দীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়নমন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়াস্বভাব। ̃ ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন। ̃ নবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে। ̃ প্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি। ̃ বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন। ̃ ব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন। ̃ মূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ। ̃ য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি। শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা। 56)
শিলীন্ধ্র
(p. 779) śilīndhra বি. 1 কলাগাছ; 2 কলার মোচা; 3 ব্যাঙের ছাতা, ছত্রাক; 4 মাছবিশেষ। [সং. শিলী + √ ধৃ + অ]। শিলীন্ধ্রা বি. (স্ত্রী.) 1 কলা; 2 মাটি; 3 পক্ষিণীবিশেষ। শিলীন্ধ্রী বি. (স্ত্রী.) 1 কেঁচো; 2 মাটি; 3 স্ত্রী-ব্যাং, ভেকী; 4 পক্ষিণীবিশেষ। 26)
শির-শির
(p. 779) śira-śira বি. শিহরণের ভাব (গা শিরশির করা)। [ধ্বন্যা]। 8)
শার্শি, শার্সি
(p. 776) śārśi, śārsi বি. কাচের কপাট, শাসি। [ইং. sash]। 2)
শিউলি2
(p. 776) śiuli2 বি. শেফালিকা ফুল বা তার গাছ। [সং. শেফালি-তু. প্রাকৃ. সেহালী]। ̃ তলা বি. শিউলি গাছের তলদেশ। 41)
শাসিতা2
(p. 776) śāsitā2 (-তৃ) বি. 1 শাসনকর্তা; 2 উপদেষ্টা, শিক্ষক। [সং. √ শাস্ (+ই) + তৃ]। 31)
শুজনি
(p. 781) śujani বি. চিত্রবিচিত্র ও মোটা বিছানার চাদরবিশেষ। [সং. শয্যা + বাং. নি]। 32)
শকাব্দ, শকারি
(p. 768) śakābda, śakāri দ্র শক। 11)
শস্প, শস্পাবৃত
(p. 773) śaspa, śaspābṛta যথাক্রমে শষ্প ও শষ্পাবৃত -র বানানভেদ। 19)
শ্বেত
(p. 786) śbēta বি. সাদা রং। বিণ. সাদা, শুভ্র, ধবল (শ্বেতকায়)। [সং. √ শ্বিত্ + অ]। স্ত্রী. শ্বেতা। ̃ কুষ্ঠ বি. যে-রোগে গায়ের চামড়া সাদা হয়ে যায়, ধবলরোগ। ̃ চন্দন বি. সাদা চন্দন। ̃চর্ম বি. 1 সাদা চামড়া; 2 ইংরেজ-আদি ইয়োরোপীয় যাদের গায়ের রং সাদা। বিণ. সাদা চামড়াবিশিষ্ট। ̃দ্বীপ বি. 1 পৌরাণিক দ্বীপবিশেষ, চন্দ্রদ্বীপ; 2 (ব্যঙ্গে) গ্রেট ব্রিটেন, বিলাত। ̃পদ্ম বি. সাদা রঙের পদ্মফুল। ̃প্রস্তর, ̃পাথর বি. সাদা রঙের মর্মর পাথর। ̃প্রদর বি. স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধিবিশেষ, স্ত্রীলোকের জননেন্দ্রিয় থেকে শ্বেতস্রাব। ̃ভুজা বি. সরস্বতী। ̃সার বি. খাদ্যশস্য বা ফলমূলাদির শ্বেতাংশ, পালো, starch. শ্বেতাভ বিণ. সাদা আভাযুক্ত, ঈষত্ সাদা। শ্বেতাম্বর বি. শুভ্রবসনধারী জৈনসম্প্রদায়বিশেষ। শ্বেতি বি. মূলত যকৃতের বৈকল্যের জন্য দেহচর্মের অস্বাভাবিক শুভ্রতারোগ, ধবলরোগ। 37)
শোল
শোর
(p. 784) śōra বি. উচ্চ রব, চিত্কার। [ফা.]। ̃ গোল বি. হইচই, তীব্র গোলমাল, গণ্ডগোল। 60)
শুষ্ক
(p. 783) śuṣka বিণ. 1 শুকনো (শুষ্ক কাষ্ঠ); 2 নীরস, আকর্ষণহীন (শুষ্ক তর্ক, শুষ্ক বক্তৃতা); 3 রোগাদির জন্য মলিন বা বিরস (শুষ্ক মুখ); 4 পিপাসায় রুদ্ধ (শুষ্ক কণ্ঠ); 5 কর্কশ (শুষ্ক স্বর)। [সং. √ শুষ্ + ক]। বি. ̃ তা। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071520
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767833
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365257
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720720
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594265
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544371
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542107

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন