Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শপতি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শপতি এর বাংলা অর্থ হলো -

(p. 769) śapati বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ ('শপতি করিয়া বলি': চণ্ডী)।
[ সং. শপথ]।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
শাবক, শাব
(p. 773) śābaka, śāba বি. বাচ্চা, ছানা। [√ সং. শব্ + অ, ক]। 66)
শায়েস্তা
শুন-শান
শাগ-রেদ, শাক-রেদ
শিশুক
(p. 779) śiśuka বি. জলজন্তুবিশেষ, শুশুক। [সং. শিশু + ক]। 39)
শাঙন, শাওন
(p. 773) śāṅana, śāōna বি. শ্রাবণ এর কোমল রূপ ('শাঙন গগনে ঘোর ঘনঘটা': রবীন্দ্র)। [ শ্রাবণ]। 44)
শৃঙ্খলা
শতাঙ্গ
শীতল
শালীন
(p. 776) śālīna বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। ̃ তা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপেব্যবাহারে শালীনতা)। 18)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শিশি
(p. 779) śiśi বি. কাচের তৈরি ছোটো বোতল। [ফা. শীসহ্ + বাং. ই (ক্ষুদ্রার্থে)]। 34)
শরদিন্দু
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদানশাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
শিকা, (কথ্য) শিকে
(p. 776) śikā, (kathya) śikē বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)। 50)
শিহর
(p. 779) śihara বি. (মূলত কাব্যে) রোমাঞ্চ বা কম্পন, শিহরন। [শিহরন দ্র]। 48)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্রঅপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতাঅপবিত্রতা; ভ্রমহীনতাভ্রমযুক্ততা। 37)
শাষ্কর
(p. 773) śāṣkara দ্র শাংকর। 45)
শিখর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534740
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730417
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942598
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us