Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শুঁটকো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শুঁটকো এর বাংলা অর্থ হলো -

(p. 781) śun̐ṭakō বিণ. শুষ্কশীর্ণ।
[ সং. শুষ্ক]।
শুঁটকি বিণ. 1 শুঁটকো; 2 শুকানো হয়েছে এমন (শুঁটকি মাছ)।
বি. শুকানো মাছ।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুবা, শুবে
(p. 781) śubā, śubē বি. সন্দেহ, সংশয়। [আ. শুবহ্]। 47)
শম্বুক
(p. 769) śambuka বি. 1 খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; 2 শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। ̃ গতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন। 56)
শিউলি2
(p. 776) śiuli2 বি. শেফালিকা ফুল বা তার গাছ। [সং. শেফালি-তু. প্রাকৃ. সেহালী]। ̃ তলা বি. শিউলি গাছের তলদেশ। 41)
শুম্ভ-নিশুম্ভ
শপথ
(p. 769) śapatha বি. প্রতিজ্ঞা, দিব্য (শপথ করে বলা)। [সং. √ শপ্ + অথ]। ̃ নামা বি. শপথপত্র, যে কাগজে প্রতিজ্ঞা লেখা হয়। [সং. শপথ + ফা. নামহ্]। 37)
শশ2
(p. 773) śaśa2 বি. চাঁদের কলা বা অংশ, চন্দ্রের অংশ। [সং. √ শশ্ + অ]। ̃ ধর, ̃ ভৃত্, ̃ লক্ষণ, ̃ লাঞ্ছন শশাঙ্ক বি. চন্দ্র। ̃ বিন্দু বি. 1 চন্দ্র; 2 বিষ্ণু। 7)
শিউরা, শিউরানো
শণ
(p. 769) śaṇa বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax. [সং. √ শণ্ + অ]। ̃ সূত্র বি. শণের আঁশে তৈরি সুতো। শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি। শণের নুড়ি 1 সাদা শণের আঁশের গোছা; 2 (আল.) এক গোছা পাকা চুল। 18)
শংসন, শংসা
(p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত। 6)
শারি, শারিকা
(p. 773) śāri, śārikā বি. 1 স্ত্রী-শালিক; 2 (বাং.) শুক-এর পত্নী বা স্ত্রী-শুক (শুকশারি); 3 পাশার গুঁটি। [সং. √ শৃ + ই, শারি + ক + আ]। 90)
শিলিং
শ্রাদ্ধ
(p. 786) śrāddha বি. 1 শ্রদ্ধার সঙ্গে মৃত ব্যক্তির উদ্দেশে পিণ্ডদানশাস্ত্রবিহিত অন্যান্য অনুষ্ঠান; 2 (ব্যঙ্গে) অযথা প্রয়োগ বা ব্যয়, অপচয় (টাকার শ্রাদ্ধ); 3 দারুণ উত্পীড়ন, সর্বনাশ (সে লোকটার শ্রাদ্ধ করে ছাড়বে-তু. আদ্যশ্রাদ্ধ)। [সং. শ্রদ্ধা + অ]। শ্রাদ্ধ খাওয়া ক্রি. বি. শ্রাদ্ধ উপলক্ষ্যে নিমন্ত্রিত হয়ে ভোজ খাওয়া। শ্রাদ্ধ গড়ানো ক্রি. বি. অবাঞ্ছিত ব্যাপার দীর্ঘস্হায়ী হওয়া। ̃ বাসর বি. শ্রাদ্ধের দিন। ̃ শান্তি বি. মৃতের আত্মার শান্তিকামনায় শ্রাদ্ধাদির অনুষ্ঠান। শ্রাদ্ধিক, শ্রাদ্ধীয় বিণ. শ্রাদ্ধসম্বন্ধীয়; শ্রাদ্ধে প্রদেয়। বি. শ্রাদ্ধে প্রদেয় দ্রব্য। ভূতের বাপের শ্রাদ্ধ (আল.) অতি বিশৃঙ্খল ব্যাপার। 62)
শুষ্ক
(p. 783) śuṣka বিণ. 1 শুকনো (শুষ্ক কাষ্ঠ); 2 নীরস, আকর্ষণহীন (শুষ্ক তর্ক, শুষ্ক বক্তৃতা); 3 রোগাদির জন্য মলিন বা বিরস (শুষ্ক মুখ); 4 পিপাসায় রুদ্ধ (শুষ্ক কণ্ঠ); 5 কর্কশ (শুষ্ক স্বর)। [সং. √ শুষ্ + ক]। বি. ̃ তা। 15)
শোর
(p. 784) śōra বি. উচ্চ রব, চিত্কার। [ফা.]। ̃ গোল বি. হইচই, তীব্র গোলমাল, গণ্ডগোল। 60)
শিরো-ধার্য
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শিশির
(p. 779) śiśira বি. 1 নীহার, হিম, নিশাজল (শিশিরধৌত, শিশিরবিন্দু); 2 তুষার; 3 শীতকাল। [সং. √ শশ্ + ইর]।̃ ধৌত, ̃ স্নাত বিণ. শিশিরে ভেজা। 36)
শানা2
(p. 773) śānā2 বি. বর্ম, সাঁজোয়া। [সং. শানী]। 59)
শিলা
শেখর
(p. 784) śēkhara বি. 1 কিরীট, মুকুট; 2 শিরোমাল্য; 3 চূড়া (তু. চন্দ্রশেখর)। [সং. শিখি + অর]। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069622
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767096
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364248
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720393
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697102
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593967
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543111
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541915

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন