Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্যাম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শ্যাম এর বাংলা অর্থ হলো -

(p. 786) śyāma বিণ. 1 মেঘবর্ণ, কৃষ্ণবর্ণ; 2 ঘন নীলবর্ণ; 3 ফরসা নয় এমন (শ্যামাঙ্গী); 4 সবুজবর্ণ (শ্যাম দূর্বাদল)।
বি. 1 শ্রীকৃষ্ণ; 2 প্রয়াগের সুপ্রাচীন বটগাছবিশেষ।
[সং √ শৈ +ম]।
̃চাঁদ বি. 2 শ্রীকৃষ্ণ; 2 (কৌতু.) প্রজাপীড়নার্থ নীলকর সাহেবদের বেত বা চাবুক।
শ্যাম রাখি কি কুল রাখি 1 একদিকে পরপুরুষ শ্যামের প্রতি গভীর আসক্তি অন্যদিকে সতীত্বধর্মকুলমর্যাদা এই দোটানায় পড়ে রাধার মানসিক দ্বন্দ্ব; 2 (আল.) উভয়সংকট।
̃রায় বি. শ্রীকৃষ্ণ।
̃সুন্দর বি. শ্রীকৃষ্ণ।
শ্যামাঙ্গ বিণ. কৃষ্ণবর্ণ দেহযুক্ত।
স্ত্রী. শ্যামাঙ্গী, (বাং.) শ্যামাঙ্গিনী।
শ্যামায়-মান বি. শ্যামবর্ণ ধারণ করেছে এমন।
স্ত্রী. শ্যামায়-মানা।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শাস্ত্র
(p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)। [সং. √ শাস্ + ত্র]। ̃ কার বিণ. শাস্ত্ররচনাকারী। ̃ চর্চা, শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠআলোচনা। ̃ জ্ঞ, ̃ জ্ঞানী (-নিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন। ̃ বিধি বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন। ̃ বিহিত, ̃ সংগত, ̃ সম্মত, শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট। ̃ ব্যাখ্যা বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা। শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য। শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ। বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ। শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)। শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত। শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত। 34)
শিশু-পাল
(p. 779) śiśu-pāla বি. কৃষ্ণ কর্তৃক নিহত চেদিবংশীয় নৃপতি। [সং. শিশু + √ পালি + অ]। 40)
শর
শল্যক
(p. 773) śalyaka বি. গণ্ডার। [সং. শল্য + অ + ক]। 4)
শতায়ু
(p. 769) śatāẏu (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]। 27)
শেঠ
শয়ন
(p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো ('প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে': রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় ('কণ্টকিত শয়নীয়ে শুয়ে': সু. দ.)। 60)
শিহর
(p. 779) śihara বি. (মূলত কাব্যে) রোমাঞ্চ বা কম্পন, শিহরন। [শিহরন দ্র]। 48)
শম্বর
শম্বুক
(p. 769) śambuka বি. 1 খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; 2 শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। ̃ গতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন। 56)
শিরা
শুয়া, শোয়া
(p. 783) śuẏā, śōẏā ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)। বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)। বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)। [সং. √ শী + বাং. আ]। ̃ নো ক্রি. শয়ন করানো। বি. বিণ. উক্ত অর্থে। শোয়া-বসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস। 3)
শকুনি
শাক
শিশিক্ষু
(p. 779) śiśikṣu বি. (অপ্র.) শিক্ষার্থী; ছাত্র। [সং. √ শিক্ষ্ + সন্ + উ]। 35)
শৌণ্ড
শম্ভু
(p. 769) śambhu বি. শিব (শিবশম্ভু)। [সং. শম্ + √ ভূ + উ]। 57)
শূল
(p. 783) śūla বি. 1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো); 2 ত্রিশূল (শূলপাণি); 3 শলাকা, সিক; 4 পেটের ব্যথাবিশেষ; 5 বেদনা (দন্তশূল)। [সং. √ শূল্ + অ]। ̃ ঘ্ন বিণ. শূলবেদনানাশক। ̃ পক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন। ̃ পাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব। শূলাগ্র বি. শূলের ডগা। শূলিনী বি. দুর্গা। শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা। শূল্য বিণ. শূলপক্ব। শূল্য-মাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব। 24)
শ্রমী
শৃঙ্গ-বান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577853
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185617
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785707
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026769
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901129
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620248

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us