Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সবসুদ্ধ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সবসুদ্ধ এর বাংলা অর্থ হলো -

(p. 808) sabasuddha দ্র সব।
11)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সমা-কুল
সশঙ্ক, (বাং. প্রয়োগ) সশঙ্কিত
সপুচ্ছ
(p. 806) sapuccha বিণ. 1 লেজসহ; 2 পুচ্ছ বা লেজ আছে এমন। [সং. সহ + পুচ্ছ]। 29)
সীতা
সরণি, সরণী
(p. 817) saraṇi, saraṇī বি. 1 পথ, রাস্তা (সূর্যের সরণি); 2 শ্রেণি, সারি; 3 রীতি, প্রণালী। [সং. √ সৃ + অনি]। 19)
সংক্ষেপ
সুখৈশ্বর্য
(p. 838) sukhaiśbarya বি. সুখ ও ধনসম্পত্তি। [সং. সুখ + ঐশ্বর্য]। 12)
স্মৃতি
(p. 855) smṛti বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ̃ কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ̃ চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ̃ চিহ্ন বি. স্মারকচিহ্ন। ̃ পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ̃ পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ̃ বার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ̃ বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ̃ বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ̃ ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ̃ ভ্রংশ, ̃ লোপ, ̃ হানি বি. স্মরণশক্তিলোপ। ̃ ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ̃ মান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ̃ রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা। ̃ রোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ̃ শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ̃ শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা। 29)
সংগৃহীত
(p. 792) saṅgṛhīta বিণ. সংগ্রহ করা হয়েছে এমন, আহৃত, সংকলিত। [সং. সম্ + গৃহীত]। 47)
সর-ফরাজ
সৌভগ
(p. 846) saubhaga বি. 1 সৌভাগ্য; 2 সৌন্দর্য। [সং. সুভগ + অ]। 31)
সানা2
(p. 823) sānā2 ক্রি. চটকে মাখা। বি. বিণ. উক্ত অর্থে। [হি. √ সান সং. সম্ + √ ধা]। 86)
সংচূর্ণিত
(p. 792) sañcūrṇita বিণ. উত্তমরূপে গুঁড়ো করা হয়েছে এমন, বিচূর্ণিত। [সং. সম্ + চূর্ণিত]। 59)
সর-জমিন, সরে-জমিন
সাঁঝ
সতী
(p. 801) satī বি. 1 দক্ষকন্যাশিবপত্নী; 2 সাধ্বী বা পতিব্রতা নারী (সতীর তেজ); 3 (বাং.) স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক মৃত্যুবরণকারী স্ত্রী, সহমৃতা নারী (সতীদাহ)। বিণ. সাধ্বী, পতিব্রতা (সতীলক্ষ্মী, সতী নারী)। [সং. সত্ + ঈ]। ̃ ত্ব বি. পাতিব্রত্য, সতী স্ত্রীর ধর্ম বা গুণ। ̃ ত্ব-নাশ বি. পরপুরুষের সংগমে পাতিব্রত্যধর্মের লোপ। ̃ দাহ বি. স্বামীর শবের সঙ্গে একই চিতায় আরোহণপূর্বক পত্নীর জীবন্ত পুড়ে মরা। ̃ ন্দ্র, ̃ পতি, ̃ শ বি. শিব, সতীর পতি শিব। ̃ পনা, ̃ গিরি বি. (ব্যঙ্গে) 1 পাতিব্রত্যের বা সতীত্বের ভান; 2 সতীত্বের অত্যধিক গর্ব। ̃ লক্ষ্মী বি. সাধ্বীসুলক্ষণা স্ত্রী। ̃ সাধ্বী বি. অত্যন্ত সাধ্বী স্ত্রী। ̃ সাবিত্রী বি. সাবিত্রীর সমান সাধ্বী স্ত্রী। 34)
স্হাপন, স্হাপনা
(p. 849) shāpana, shāpanā বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্হাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্হাপন); 3 তর্পণ (মস্তকে স্হাপন); 4 নিবেশন (মনোযোগ স্হাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্হানে স্হাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্হাপন, উপনিবেশ স্হাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্হাপন)। [সং. √ স্হা + ণিচ্ + অন, আ]। স্হাপক বিণ. বি. স্হাপনকারী। স্হাপয়িতা (-তৃ) বিণ. 1 স্হাপনকারী। স্ত্রী. স্হাপয়িত্রী। স্হাপা ক্রি. (কাব্যে) স্হাপন করা ('স্হাপিলা বিধুরে বিধি': মধু.)। স্হাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্হাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্হাপিত)। স্ত্রী. স্হাপিতা। স্হাপ্য বিণ. স্হাপন করতে হবে এমন। 11)
সসত্ত্ব
স্বার্থ
(p. 855) sbārtha বি. 1 নিজের লাভ বা উপকার ('শুধু স্বার্থ নহেস্বার্থত্যাগও আছে এ সংসারে': দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ। [সং. স্ব + অর্থ]। ̃ চিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা। ̃ ত্যাগ বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন। ̃ পর, ̃ পরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর। বি. ̃ পরতা, ̃ পরায়ণতা। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন। স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন। স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা। স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী। স্বার্থোন্মত্ত বিণ. বিবেকবিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তত্পর। 12)
সুখ
(p. 838) sukha বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)। বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)। [সং. √ সুখ্ + অ]। ̃ কর, ̃ জনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন। ̃ দ বিণ. সুখদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ রবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য। ̃ লেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ। ̃ শয়ন, ̃ শয্যা বি. আরামদায়ক বিছানা। ̃ সংবাদ বি. আনন্দের খবর, সুখবর। ̃ সূর্য বি. সুখরবি -র অনুরূপ। ̃ স্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়। ̃ স্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি। ̃ স্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন। সুখানু-ভব, সুখানু-ভূতি বি. সুখবোধ। সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা। সুখাবহ বিণ. সুখদায়ক। সুখাশা বি. সুখলাভের আশা। সুখাসন বি. আরামপ্রদ আসন। সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট। স্ত্রী. সুখাসীনা। সুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা। সুখোদক বি. উষ্ণ জল। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577766
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185474
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785530
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026467
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901084
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708581
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620124

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us