Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সস্তা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সস্তা এর বাংলা অর্থ হলো -

(p. 820) sastā বিণ. কম দামি; সুলভ।
বি. কম দাম (সস্তায় পাওয়া, সস্তার বাজার)।
[ফা. সস্ত্]।
সস্তার তিন অবস্হা সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সাতিশয়
(p. 823) sātiśaẏa বিণ. অত্যধিক, খুব বেশি, অত্যন্ত (সাতিশয় আনন্দিত)। [সং. সহ + অতিশয়]। 60)
সুকর
(p. 834) sukara বিণ. 1 সহজসাধ্য; 2 সুখপ্রদ। [সং. সু + √ কৃ + অ]। বি. ̃ তা। 43)
সঞ্জনন, সঞ্জননা
(p. 796) sañjanana, sañjananā বি. সৃষ্টি; উত্পাদন। [সং. সম্ + √ জন্ + ণিচ্ + অন]। সঞ্জননী বিণ. (ভাষা.) উত্পাদন করে এমন, generative. 133)
সদু-পায়
(p. 803) sadu-pāẏa বি. ভালো অর্থাত্ অনিন্দনীয় পন্হা। [সং. সত্ + উপায়]। 27)
সৌদামিনী, (বিরল) সৌদামনী
(p. 846) saudāminī, (birala) saudāmanī বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]। 23)
সকরুণ
(p. 796) sakaruṇa বিণ. 1 সদয়, কৃপাযুক্ত (সকরুণ হৃদয়); 2 অতি করুণ বা দুঃখপূর্ণ, যাতে দয়া বা করুণার উদয় হয় ('সকরুণ বেণু বাজায়ে কে যায়': রবীন্দ্র)। [বাং. সং. সহ + করুণা]। 53)
সহ
(p. 820) saha অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। ̃ কর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. ̃ কারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. ̃ কারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) ̃ কারিণী। কারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। ̃ গ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। ̃ গমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। ̃ গামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) ̃ গামিনী। ̃ চর, ̃ চারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি. (স্ত্রী.) ̃ চরী, ̃ চারিণী। ̃ জাত বিণ. 1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন; 2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)। ̃ তা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)। ̃ ধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা। ̃ পাঠী (-ঠিন্) বিণ. 1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী; 2 এক শ্রেণিতে অধ্যয়নকারী। বিণ. স্ত্রী. ̃ পাঠিনী। ̃ বাস বি. 1 একত্রে বাস; 2 পতি-পত্নীরূপে বাস; 3 রতিক্রিয়া। ̃ মরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ। ̃ মৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী। বিণ. স্ত্রী. ̃ যাত্রিণী। ̃ যায়ী (-য়িন্) বিণ. সহগামী। 34)
সম্ভব
(p. 816) sambhaba বি. (সং.) 1 জন্ম, উত্পত্তি (কুমারসম্ভব); 2 সম্ভাবনা। বিণ. 1 জাত, উত্পন্ন; 2 (বাং.) যা হতে পারে, সম্ভাবনাযুক্ত (ঘটা সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়)। [সং. সম্ + √ ভূ + অ]। সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)। ̃ ত (-তস্) অব্য. হয়তো। ̃ পর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)। সম্ভবাতীত বিণ. অসম্ভব, সম্ভাবনাহীন। 6)
সমী-করণ
(p. 808) samī-karaṇa বি. 1 একজাতীয় করা, সদৃশীকরণ; 2 (গণি.) কোনো জ্ঞাত রাশির সাহায্যে তত্তুল্য কোনো অজ্ঞাত রাশির পরিমাণ নির্ধারণ; 3 এক রাশি বা রাশিসমূহের সঙ্গে অন্য রাশি বা রাশিসমূহের সমতা নির্দেশ, equation; 4 (ভাষাতত্ত্বে) যুক্তবর্ণের দুটি বিভিন্ন ধ্বনির (উচ্চারণের সুবিধার্থে) একটি ধ্বনিতে পরিবর্তন (যেমন, পদ্ম পদ্দ, ধর্ম ধম্ম), assimilation. [সং. সম্ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 130)
স্মর্তব্য
(p. 855) smartabya দ্র স্মরণ। 24)
সন্ত্রাস
সই1
(p. 792) si1 বি. স্বাক্ষর (দলিলে সই করা)। [আ. সহীহ্]। 5)
সঙ্গ
(p. 796) saṅga বি. 1 মিলন, সংসর্গ ('অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ': রবীন্দ্র; সাধুসঙ্গ); 2 আসক্তি। [সং. √ সনজ্ + অ]। ̃ দোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ। ̃ বিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন। ̃ হীন বিণ. নিঃসঙ্গ, একাকী। সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)। স্ত্রী. সঙ্গিনী। 91)
সুখী
সবার
(p. 808) sabāra দ্র সব। 16)
সবংশ
(p. 808) sabaṃśa বিণ. বংশসহ। [সং. সহ + বংশ]। সবংশে ক্রি-বিণ. বংশসুদ্ধ, সবাইকে নিয়ে (সবংশে নিহত হলেন)। 2)
সিঁধ
(p. 832) sin̐dha বি. (প্রধানত চুরি করার উদ্দেশ্যে) বাইরে থেকে ঘরের দেওয়ালে বা ভিতে কাটা সুড়ঙ্গ। [ সং. সন্ধি]। সিঁধ কাটা, সিঁধ দেওয়া ক্রি. বি. উক্ত সুড়ঙ্গ খনন করা। ̃ কাঠি বি. সিঁধ কাটবার ছোটো শাবলবিশেষ। সিঁধেল বিণ. সিঁদ কেটে চুরি করে বা চুরি করতে দক্ষ এমন (সিধেঁল চোর)।
সংবরণ
(p. 792) sambaraṇa বি. 1 নিবারণ, সংযমন, দমন, নিয়ন্ত্রণ (লোভ সংবরণ, গতি সংবরণ); 2 আবরণ; 3 সংগোপন। [সং. সম্ + √ বৃ + অন]। 65)
স্বর্লোক
(p. 853) sbarlōka বি. স্বর্গ। [সং. স্বঃ + লোক]। 25)
সিন্ধি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578125
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786176
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027382
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901245
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848215
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708675
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620453

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us