Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহিত2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সহিত2 এর বাংলা অর্থ হলো -

(p. 822) sahita2 বিণ. 1 সম্যক হিতযুক্ত বা হিতকর; 2 সংযুক্ত।
[সং. সম্ + হিত]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্নো
সত্তর
(p. 801) sattara বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ততি]। 42)
সমীচীন
(p. 808) samīcīna বিণ. 1 সংগত (সমীচীন পরামর্শ); উপযুক্ত, উচিত; 2 যথার্থ। [সং. সম্যচ্ + ঈন]। 133)
সব
(p. 806) saba বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ̃ কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ̃ চিন বিণ. সবাইকে চেনে এমন। ̃ জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ̃ টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ̃ রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ̃ সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।
সমী-ভবন
(p. 808) samī-bhabana বি. সমান হওয়া, একরূপ হওয়া। [সং. সম্ + ঈ (চ্বি) + √ ভূ + অন]। বিণ. সমী-ভূত। 135)
সফল
(p. 806) saphala বিণ. 1 ফলবান (সফল বৃক্ষ); 2 সিদ্ধিযুক্ত, সিদ্ধ, সার্থক (সফল পরিশ্রম, সফল চেষ্টা)। [সং. সহ + ফল]। ̃ তা বি. সাফল্য, সিদ্ধি। 42)
সংগতি
সচ্ছল
(p. 796) sacchala বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [ সং. সত্ + শীল]। বি. ̃ তা (আর্থিক সচ্ছলতা)। 110)
সীস
(p. 834) sīsa বি. 1 ধাতুবিশেষ, lead; 2 (বাং.) পেনসিলের ভিতরকার সীসা। [সং. সি + ক্বিপ্ + সো + ক]। 34)
সংকুল
সমুপেত
(p. 814) samupēta বিণ. 1 সমবেত; 2 সমাগত। [সং. সম্ + উপ + √ ই + ত]। 29)
সঙ্গে
(p. 796) saṅgē ক্রি-বিণ. অনু. অব্য. সহিত, সাথে (তার সঙ্গে যাচ্ছে, এর সঙ্গে তার তুলনা)। [সং. সঙ্গ + বাং. এ]। সঙ্গে সঙ্গে ক্রি-বিণ. 1 সর্বদা সঙ্গে (সঙ্গে সঙ্গে থেকো); 2 তত্ক্ষণাত্ (সঙ্গে সঙ্গে বলে উঠল, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ফল)। 95)
সঘৃণ
(p. 796) saghṛṇa বিণ. ঘৃণাযুক্ত, ঘৃণাপূর্ণ (সঘৃণ প্রত্যাখ্যান)। [সং. সহ্ + ঘৃণা]। 87)
সজ্ঞান
স্বপদ
(p. 852) sbapada বি. 1 নিজের অধিকার (স্বপদে অধিষ্ঠিত); 2 নিজের অধিকৃত পদ বা কর্মভার (post)। [সং. স্ব + পদ]। 21)
স্বঃ
সত্-কার, সত্-কৃতি, সত্-ক্রিয়া
(p. 801) sat-kāra, sat-kṛti, sat-kriẏā বি. 1 সমাদর, সম্মান, সেবা (অতিথিসত্কার); 2 মড়া পোড়ানোর কাজ, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের সত্কার)। [সং. সত্ + √ কৃ + অ, সত্ + কৃতি, সত্ + ক্রিয়া]। সত্-কৃত বিণ. সত্কার করা হয়েছে এমন। 22)
সাধ্য
(p. 823) sādhya বিণ. 1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা); 2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য); 3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য); 5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ); 6 প্রতিপাদ্য; 7 যা প্রমাণ করতে হয়। বি. 1 সাধনার বস্তু ('প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়': চৈ. চ.); 2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়; 3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?); 4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)। [সং. সাধ্ + য]। ̃ তা বি. সাধনযোগ্যতা। ̃ পক্ষে, ̃ মতো, সাধ্যানুযায়ী, সাধ্যানু-রূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে। ̃ বহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন। ̃ সাধনা বি. সাধাসাধি। 83)
সভয়
(p. 808) sabhaẏa বিণ. ভয়যুক্ত, ভীত (সভয় নিবেদন)। [সং. সহ + ভয়]। সভয়ে ক্রি-বিণ. ভয়ের সঙ্গে, ভীতভাবে (সভয়ে বলা, সভয়ে নিবেদন করা)। 36)
সাধা
(p. 823) sādhā ক্রি. 1 সম্পাদন করা (কাজ সাধা); 2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা); 3 সফল বা পূর্ণ করা ('সাধিতে মনের সাধ': মধু); 4 দিতে চাওয়া (ঘুস সাধা); 5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া); 6 ঘটানো (বাদ সাধা); 7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা); 8 অনুরোধ করা (না সাধলে আসবে না); 9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুত্পত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা); 2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)। [সং. √ সাধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা। বি. উক্ত উভয় অর্থে। ̃ সাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)। 74)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098883
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us