Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহিত2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সহিত2 এর বাংলা অর্থ হলো -

(p. 822) sahita2 বিণ. 1 সম্যক হিতযুক্ত বা হিতকর; 2 সংযুক্ত।
[সং. সম্ + হিত]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সত্1
(p. 801) sat1 বিণ. 1 সত্তাযুক্ত, অস্তিত্বশীল, বিদ্যমান; 2 নিত্য; 3 সত্য; 4 সাধু, সত্লোক; 5 উত্তম, শুভ (সত্কর্ম, সদুপদেশ, সদুত্তর)। বি. 1 অস্তিত্বমাত্র (সত্স্বরুপ); 2 ব্রহ্ম (ওঁতত্সত্)। [সং. অস্ + অত্]। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. ভালো কাজ, হিতকর কাজ, পুণ্যকর্ম। ̃ কুল বি, ভালো বংশ। ̃ কুলজাত বিণ. ভালো বংশে জন্ম হয়েছে এমন। ̃ পথ বি. ন্যায়ের পথ। 19)
সমা-বৃত
সহিত2
(p. 822) sahita2 বিণ. 1 সম্যক হিতযুক্ত বা হিতকর; 2 সংযুক্ত। [সং. সম্ + হিত]। 2)
স্ট্রিট
সারাই
(p. 830) sārāi বি. মেরামত (ছাতা সারাই করা); সংশোধন। [সারা3 দ্র]। 24)
সাংবাদিক
(p. 822) sāmbādika বিণ. সংবাদসম্বন্ধীয়। বি. 1 যে সংবাদপত্রের বার্তা বা সম্পাদকীয় বিভাগে কাজ করে, 2 (বিরল) বাদ-প্রতিবাদে নিপুণ। [সং. সংবাদ + ইক]। ̃ তা বি. সাংবাদিকের কাজ। 24)
সিংহাব-লোকন-ন্যায়
সন্নি-কর্ষ
(p. 805) sanni-karṣa বি. সান্নিধ্য, নৈকট্য। [সং. সম্ + নি + √ কৃষ্ + অ]। ̃ ণ বি. নিকটে অবস্হান। সন্নি-কৃষ্ট বিণ. সমীপবর্তী।
স্ত্রী
(p. 846) strī বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। &tilde ; আচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। ̃ চরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। ̃ চিহ্ন বি. যোনি। ̃ ত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। ̃ ধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। ̃ ধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। ̃ পুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী। ̃ প্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়। ̃ বশ, ̃ বশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ। ̃ রত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়। ̃ লক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ। ̃ লোক বি. নারী। ̃ সংসর্গ, ̃ সংগম, ̃ সহবাস বি. স্ত্রীসম্ভোগ। ̃ সুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি। ̃ স্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা। ̃ হরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ। 96)
সন্নত
(p. 805) sannata বিণ. 1 প্রণত; 2 অবনত। [সং. সম্ + √ নম্ + ত]। সন্নতি বি. 1 প্রণাম; 2 অবনতি, নম্রতা। 18)
সৌষম্য
সুতনু, সুতপা, সুতপ্ত
(p. 838) sutanu, sutapā, sutapta দ্র সু। 27)
সবে
(p. 808) sabē ক্রি-বিণ. অব্য. 1 মোটে, সর্বসাকুল্যে, সবসুদ্ধ (সবে একশো লোক); 2 মাত্র, কেবল (সবে দুদিন এসেছে); 3 এইমাত্র (সবে ভোর হল)। [সং. সর্ব]। সবে ধন নীলমণি একমাত্র লোক বা সন্তান। ̃ মাত্র ক্রি-বিণ. অব্য. এইমাত্র; কেবল (সবেমাত্র মুখহাত ধুয়ে বসেছি, এমন সময় এল); একমাত্র। 29)
সাঁই2
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্তস্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘপ্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
সায়মাশ
সক্কালবেলা
সিদ্ধান্ন
(p. 833) siddhānna বি. 1 ভাত; 2 সিদ্ধ চাল। [সং. সিদ্ধ + অন্ন]। 26)
সমুদ্ভব
(p. 814) samudbhaba বি. 1 প্রকাশ; 2 উত্পত্তি, জন্ম। [সং. সম্ + উদ্ভব]। সমুদ্ভূত বিণ. উত্পন্ন, জাত। 22)
সাঙা2
(p. 823) sāṅā2 বি. বাঁশের তৈরি আলনাবিশেষ। [দেশি]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535123
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140622
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730932
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943124
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883640
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us