Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাময়িক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সাময়িক এর বাংলা অর্থ হলো -

(p. 828) sāmaẏika বিণ. 1 সময়বিশেষে ঘটে এমন (সাময়িক ঘটনাবলি); 2 অল্পকালস্হায়ী (সাময়িক ক্রোধ বা উত্তেজনা); 3 সময়োচিত (সাময়িক বন্দোবস্ত); 4 বর্তমান ঘটনাবলি সংক্রান্ত বা নির্দিষ্ট সময়ান্তরে প্রকাশ্য (সাময়িক পত্র)।
[সং. সময় + ইক]।
সাময়িকি বি. বর্তমান বা চলতি সময়ের প্রসঙ্গ।
[সাময়িক + বাং. ই]।
সাময়িকী বিণ. সাময়িক -এর স্ত্রীলিঙ্গে।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সাবিত্রী
স্মর
(p. 855) smara বিণ. 1 কন্দর্প; 2 স্মরণ। বিণ. স্মরণকারী (জাতিস্মর)। [সং. √ স্মৃ + অ]। ̃ জিত্, ̃ হর, স্মরারি বি. মদনভস্মকারী শিব। 21)
স্বোপার্জিত
সাঙা1
সার৩
(p. 830) sāra3 বি. 1 শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট অংশ (সর্বধর্মের সার); 2 বৃক্ষাদির শক্ত মজ্জা; 3 দুগ্ধাদির সর বা ননি; 4 তেজ; বীর্য; 5 গূঢ় তাত্পর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); 6 জমির উর্বরতাবৃদ্ধিকারী পদার্থ, fertilizer manure (খেতে সার দেওয়া); 7 একমাত্র সম্বল (কেবল কথাই সার)। বিণ. 1 শ্রেষ্ঠ (সার তত্ত্ব, সারাংশ)। [সং. √ সৃ + অ]। ̃ কুঁড় বি. সার তৈরি করার উদ্দেশ্যে গোময়াদি রাখার কুণ়্ড। ̃ গর্ভ বিণ. উত্কৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট (সারগর্ভ উপদেশ)। ̃ গাদা বি. সার তৈরি করার জন্য স্তূপাকার করে রাখা গোবর; যেখানে উক্ত স্তূপ রাখা হয়। ̃ গ্রাহী (-হিন্) বিণ. গূঢ় তাত্পর্য উপলব্ধি করতে সমর্থ; উত্কৃষ্ট বা শ্রেষ্ঠ অংশ গ্রহণ করে এমন। ̃ তরু বি. 1 জমির উর্বরতাবর্ধক গাছ; 2 কলাগাছ। ̃ বান (-বত্) বিণ. সারযুক্ত, সারগর্ভ, উত্কৃষ্ট। বি. ̃ বত্তা। ̃ ভূত বিণ. 1 সারবস্তুতে পরিণত; 2 সারস্বরূপ, শ্রেষ্ঠ। ̃ মর্ম বি. শ্রেষ্ঠ অংশ; মূল অংশ; সারাংশ। ̃ মাটি বি. জমির উর্বরতাবর্ধক মাটি; সারযুক্ত মাটি। ̃ লৌহ বি. ইস্পাত। ̃ সংক্ষেপ বি. সংক্ষেপে মূল অংশ বা বিষয়ের বর্ণনা; সারাংশ। ̃ সংগ্রহ বি. সার অংশ বা প্রকৃত তাত্পর্য গ্রহণ। ̃ হীন, ̃ শূন্য বিণ. সারপদার্থহীন; মজ্জাশূন্য; অসার। 4)
স্বৈর
সর্জ-মান
(p. 818) sarja-māna বিণ. সৃষ্ট হচ্ছে এমন। [সং. √ সৃজ্ + মান (শানচ্)]। 25)
সহর্ষ
সুজলা, সুজাত
(p. 838) sujalā, sujāta দ্র সু। 18)
সৌগত
(p. 846) saugata বি. বৌদ্ধ। [সং. সুগত (=বুদ্ধ) + অ]। 17)
স্বর্বৈদ্য
সমা-বেশ
সাপ্তাহান্তিক
সানাই
(p. 823) sānāi বি. কাঠ বা ধাতুর তৈরি বড়ো বাঁশিবিশেষ। [সং. সানেয়ী বা ফা. শাহ্নাঈ]। 87)
সাপ
(p. 827) sāpa বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প। [সং. সর্প]। বি. স্ত্রী. সাপিনি। সাপ-খেলানো সুর সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে। ̃ খোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আ়ড্ডা)। সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা। সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা। সাপের ছুঁচো গেলা দুর্গন্ধ ছুঁচোকে উদরস্হকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া। সাপের পাঁচ পা দেখা (আল.) অত্যধিক স্পর্ধা হেতু অসম্ভবকে সম্ভব মনে করা। সাপের হাঁচি বেদেয় চেন (আল.) অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেবার উপায় নেই। 13)
সসম্মান
সারাংশ
(p. 830) sārāṃśa বি. 1 মূল অংশ বা শ্রেষ্ঠ অংশ। [সং. সার3 + অংশ]। 25)
সমুদ্যম
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সাথ
(p. 823) sātha বি. (আঞ্চ.) সঙ্গ (সাথে সাথে থেকো, সাথের লোক)। অব্য. (আঞ্চ.) (অনু.) সহিত, সঙ্গে (তার সাথে যাব)। [সং. সার্ধম্]। সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]। সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া ও]। সাথে অব্য. (অনু.) (গ্রা. আঞ্চ. বা কাব্যে) সঙ্গে, সহিত ('থেকো মোর সাথে')। 64)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2365724
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1984337
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1563474
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 813704
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 792304
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 752582
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 655170
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 579399

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us