Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সম্ভূয়-সমুত্থান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সম্ভূয়-সমুত্থান এর বাংলা অর্থ হলো -

(p. 816) sambhūẏa-samutthāna বি. অংশীদের মিলিত হয়ে বাণিজ্য, যৌথ প্রতিষ্ঠান; সমবায়-ব্যবসায়।
[সং. সম্ভূয় (সম্ + √ ভূ + য) + সম্ + উদ্ + √ স্হা + অন]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সর্ষপ
(p. 820) sarṣapa বি. সরিষা, রাই, তৈলপ্রদমশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. √ সৃ + অপ]। 2)
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্তস্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘপ্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
সাযুজ্য
সাহেব
সমঝোতা
সংহর্তা
(p. 796) saṃhartā (-র্তৃ) বিণ. বি. সংহরণকারী, সংহারক। [সং. সম্ √ হৃ + তৃ]। 44)
সঞ্জাব
সসে-মিরা
সিপাহ-সলার
(p. 834) sipāha-salāra বি. প্রধান সেনাপতি। [ফা.]। 17)
সপত্ন
সারেং2
সঘন2
(p. 796) saghana2 বিণ. ক্রি-বিণ. ঘনঘন, নিরন্তর (সঘন ধ্বনি, সঘন শব্দ)। [বাং. স2 + সং. ঘন]। সঘনে ক্রি-বিণ. (কাব্যে) ঘনঘন বা উচ্চকণ্ঠে ('দাদুরী ডাকিছে সঘনে': রবীন্দ্র; 'সঘনে দেই করতালি': বৈ. সা.)। 85)
স্বরাট
স্বরাজ্য
সুজলা, সুজাত
(p. 838) sujalā, sujāta দ্র সু। 18)
সফরী, সফর2
(p. 806) sapharī, saphara2 বি. পুঁটিমাছ। [সং. সফ (শফ) + √ রা + অ + ঈ]। অগভীর জলে সফরী ফরফরায়তে 1 অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেড়ায়; 2 (আল.) সামান্য বিদ্যার অধিকারীরাই বিদ্যা জাহির করে বেশি। 41)
স্বপ্ন, (প্রধানত কাব্যে এবং ব্যক্তিনামে) স্বপন
(p. 852) sbapna, (pradhānata kābyē ēba mbyaktināmē) sbapana বি. 1 ঘুমের মধ্যে প্রত্যক্ষবত্ অনুভূত বিষয়; 2 কোনো বিষয়ের প্রত্যক্ষবত্ অনুভব; 3 (আল.) কল্পনা (সুখস্বপ্ন); 4 নিদ্রা (শয়নে-স্বপনে)। [সং. √ স্বপ্ + ন]। স্বপ্নেও না ভাবা (আল.) কোনো প্রকারে আশা না করা। ̃ ঘোর বি. নিদ্রাভঙ্গের পরেও স্বপ্নের যে আবেশে মন আচ্ছন্ন থাকে। ̃ চারিতা বি. নিদ্রিতাবস্হায় বিচরণ, somnambulism. (বি. প.)। ̃ জড়িমা বি. স্বপ্নঘোরজনিত জড়তা; স্বপ্নের ঘোর। ̃ জাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা। ̃ দোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন। ̃ বত্ বিণ. স্বপ্নের মতো অলীক অথচ সুন্দর। ̃ বৃত্তান্ত বি. স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। ̃ ময় বিণ. স্বপ্নবত্; স্বপ্নে সৃষ্ট বা জাত; কাল্পনিক। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক, ̃ রাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা। স্বপ্নাদিষ্ট বিণ. স্বপ্নাদেশ-প্রাপ্ত। স্বপ্নাদেশ বি. স্বপ্নে প্রাপ্ত দৈবাদেশ। স্বপ্নাবিষ্ট বিণ. স্বপ্নের ঘোরে আচ্ছন্ন। স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন। স্বপ্নিল বিণ. স্বপ্নের মতো; স্বপ্নময়। স্বপ্নোত্থিত বিণ. স্বপ্নময় নিদ্রা থেকে জাগরিত।
স্হাপন, স্হাপনা
(p. 849) shāpana, shāpanā বি. 1 রেখে দেওয়া (ভূতলে স্হাপন); 2 আরোপণ, রক্ষণ (বিশ্বাস স্হাপন); 3 তর্পণ (মস্তকে স্হাপন); 4 নিবেশন (মনোযোগ স্হাপন); 5 নিবাসন (উদ্বাস্তুদের স্বস্হানে স্হাপন); 6 প্রতিষ্ঠা (মন্দির স্হাপন, উপনিবেশ স্হাপন); 7 রচনা বা প্রতিষ্ঠা (সন্ধি, সম্বন্ধ বা দৃষ্টান্ত স্হাপন)। [সং. √ স্হা + ণিচ্ + অন, আ]। স্হাপক বিণ. বি. স্হাপনকারী। স্হাপয়িতা (-তৃ) বিণ. 1 স্হাপনকারী। স্ত্রী. স্হাপয়িত্রী। স্হাপা ক্রি. (কাব্যে) স্হাপন করা ('স্হাপিলা বিধুরে বিধি': মধু.)। স্হাপিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছ এমন (শান্তি সমিতি বা বিদ্যালয় স্হাপিত হয়েছে); 2 রক্ষিত (সম্মুখে স্হাপিত)। স্ত্রী. স্হাপিতা। স্হাপ্য বিণ. স্হাপন করতে হবে এমন। 11)
সংলাপ
(p. 796) saṃlāpa বি. 1 আলাপ; 2 নাটকের চরিত্রাবলির পরস্পর কথোপকথন, dialogue. [সং. সম্ + √ লপ্ + অ]। 5)
সামরিক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534727
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140254
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730413
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942590
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883504
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us