Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সারস্বত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সারস্বত এর বাংলা অর্থ হলো -

(p. 830) sārasbata বিণ. 1 সরস্বতীসম্বন্ধীয় বা বিদ্যাসম্বন্ধীয় (সারস্বত সাধনা); 2 বিদ্বান।
বি. 1 দিল্লির উত্তরপশ্চিমস্হ প্রাচীন স্হানবিশেষ; 2 সারস্বতদেশীয় ব্রাহ্মণবিশেষ।
[সং. সরস্বতী + অ]।
সারস্বত সমাজ বি. বিদ্বন্মণ্ডলী, পণ্ডিতসমাজ; সাহিত্যিকবৃন্দ।
সারস্বত সাধনা বি. বিদ্যাচর্চা, জ্ঞানচর্চা।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সব্যাজ
সটান
(p. 801) saṭāna বিণ. 1 একটানা, সোজা (সটান রাস্তা); 2 টানটান, অবক্র (বিছানায় শুয়ে সটান হওয়া)। ক্রি-বিণ. 1 সোজাসুজি (সটান দৌড়ানো); 2 লম্বাভাবে (সটান শুয়ে পড়া); 3 আদৌ বিলম্ব না করে (সটান দেশে পাড়ি দেওয়া)। [সং. সহ + বাং. টান]। 8)
সংকেত
সন্তুষ্ট
সতা
(p. 801) satā বি. (প্রা. কা.) সতিন ('গঙ্গা নামে সতা তার': ভা. চ.)। [সং. সপত্নী]। ̃ ই বি. (প্রা. কা.) বিমাতা ('শুন সুমিত্রা সতাই': কৃত্তি)। ̃ তো, ̃ ত বিণ. বৈমাত্র (সতাতোভাই)। 31)
সন্দিহান
(p. 805) sandihāna বিণ. সন্দেহ করছে এমন, সন্দেহযুক্ত (সন্দিহান হওয়া)। [সং. সম্ + √ দিহ্ + আন]। 6)
সিজা, সিঝা, সেঝা
(p. 833) sijā, sijhā, sējhā ক্রি. 1 জলে ও তাপে সিদ্ধ হওয়া; 2 শুষ্ক বা শীর্ণ হওয়া ('সিজে কায়া বাড়য়ে রোগ': রা. প্র.)। [সং. √ সিধ্ + আ-তু. হি. √ সিঝা]। ̃ নো ক্রি. 1 জলে ও তাপে সিদ্ধ করা; 2 শুষ্ক বা শীর্ণ করা। বি. বিণ. উক্ত অর্থে। 13)
সমাজ
(p. 808) samāja বি. 1 পরস্পরের সহযোগিতায় অবস্হানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়); 2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ); 3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ); 4 সংঘ, সভা; 5 কালক্রমাগত ব্যবস্হা (সমাজবিরুদ্ধ আচরণ); 6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্হান। [সং. সম্ + √ অজ্ + অ]। ̃ চ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা। ̃ তত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, soci ology. ̃ তাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological. ̃ তন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism. ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বিণ. 1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাসসমর্থন করে এমন, socialist; 2 সমাজতন্ত্রের নীতিঅনুসারী, socialistic. ̃ পতি বি. 1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। ̃ বদ্ধ বিণ. একত্রে সমাজে বাসকারী। ̃ বন্ধু বি. সমাজের উপকার করে এমন ব্যক্তি। ̃ বিজ্ঞান, ̃ বিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্বসমাজতাত্ত্বিক -এর অনুরূপ। ̃ বিদ্যা বি. সমাজতত্ত্ব -র অনুরূপ। ̃ বিধি বি. সমাজের আইনকানুন। ̃ বিরোধী (-ধিন্) বিণ. 1 সমাজজীবনের পক্ষে বিপজ্জনক; 2 আইনশৃঙ্খলাভঙ্গকারী; 3 দুষ্কৃতকারী। ̃ ব্যবস্হা বি. সমাজের গঠন বা নিয়ম। ̃ শাসন বি. সমাজের বিধিনিয়ম। ̃ সংস্কার বি. সমাজের দোষত্রুটি দূরীকরণ। ̃ সংস্কারক বিণ. সমাজসংস্কারকারী। ̃ সেবা বি. জনগণের কল্যাণসাধন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী। 89)
সকার
(p. 796) sakāra বিণ. ফুটবল খেলা। [ইং. soccer]। 61)
সদর্থক
(p. 803) sadarthaka বিণ. 1 অস্তিত্ববাচক, ধনাত্মক; 2 হ্যাঁ-বোধক; positive; 3 সাধু বা উত্তম অর্থসূচক। [সং. সত্1 + অর্থ + ক]। তু. নঞর্থক। 10)
সত্-কার, সত্-কৃতি, সত্-ক্রিয়া
(p. 801) sat-kāra, sat-kṛti, sat-kriẏā বি. 1 সমাদর, সম্মান, সেবা (অতিথিসত্কার); 2 মড়া পোড়ানোর কাজ, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের সত্কার)। [সং. সত্ + √ কৃ + অ, সত্ + কৃতি, সত্ + ক্রিয়া]। সত্-কৃত বিণ. সত্কার করা হয়েছে এমন। 22)
সাকি
(p. 823) sāki বি. 1 যে তরুণ বা তরুণী সুরা পরিবেশন করে; 2 প্রিয় ব্যক্তি। [ফা. সাকী]। 13)
স্তন
স্পষ্ট
(p. 849) spaṣṭa বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. ̃ তা। ̃ বক্তা (ক্তৃ), ̃ বাদী (দিন্), ̃ ভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। বি. ̃ বাদিতা, ̃ ভাষিতা। স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টা-স্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টী-কৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা। 35)
স্যন্দ
সির্কা
(p. 834) sirkā বি. আখের রস, গুড় প্রভৃতি গাঁজিয়ে প্রস্তুত অম্লবিশেষ, vinegar. [ফা.]। 24)
সত্রাস
(p. 801) satrāsa বিণ. ত্রাসযুক্ত, সভয়, ভীত। [সং. সহ + ত্রাস]। 48)
সংযত
সৌভিক
(p. 846) saubhika বি. ঐন্দ্রজালিক, জাদুকর। [সং. সৌভ + ইক]। 36)
স্তোম
(p. 846) stōma বি. 1 যজ্ঞ (অগ্নিষ্টোম); 2 স্তব; 3 গাদা, রাশি (ভস্মস্তোম)। [সং. √ স্তু + ম]। 95)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595589
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813927
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061750
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908425
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852331
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713873
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634506

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us