Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সিদ্ধাই এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সিদ্ধাই এর বাংলা অর্থ হলো -

(p. 833) siddhāi বি. যোগলব্ধ শক্তি।
[সং. সিদ্ধ + বাং. আই]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সঙ্গত, সঙ্গতি, সঙ্গম
(p. 796) saṅgata, saṅgati, saṅgama যথাক্রমে সংগত, সংগতি ও সংগম- এর বানানভেদ। 92)
সক্ষম
(p. 796) sakṣama বিণ. 1 সমর্থ (কাজ করতে সক্ষম); 2 সবল, শক্তিযুক্ত (বৃদ্ধ এখনও সক্ষম)। [বাং. স2 + সং. ক্ষম]। বি. ̃ তা। স্ত্রী. সক্ষমা। 73)
সপটা2
(p. 827) sapaṭā2 ক্রি. সাপটানো। [দেশি]। ̃ নো ক্রি. জ়ড়িয়ে বা জাপটে ধরা; জড়িয়ে রাখা। বি. বিণ. উক্ত অর্থে। 16)
সম্বন্ধ
(p. 815) sambandha বিণ. 1 দৃঢ়রূপে বদ্ধ বা যুক্ত; 2 সম্পর্কযুক্ত। [সং. সম্ + বদ্ধ]। 23)
সুখ
(p. 838) sukha বি. 1 স্বাচ্ছন্দ্য, আরাম (আমরা সুখে নেই); 2 তৃপ্তি; 3 আনন্দ, হর্ষ (সুখে থাকা, মনের সুখে)। বিণ. আরামদায়ক, প্রীতিকর, প্রিয় (সুখনিদ্রা)। [সং. √ সুখ্ + অ]। ̃ কর, ̃ জনক বিণ. যাতে সুখ বা আরাম হয় এমন। ̃ দ বিণ. সুখদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ রবি বি. সুখরূপ সূর্য, সুখ-সৌভাগ্য। ̃ লেশ বি. সুখের লেশ, সামান্যতম সুখ। ̃ শয়ন, ̃ শয্যা বি. আরামদায়ক বিছানা। ̃ সংবাদ বি. আনন্দের খবর, সুখবর। ̃ সূর্য বি. সুখরবি -র অনুরূপ। ̃ স্পর্শ বিণ. যা স্পর্শ করলে সুখানুভব হয়। ̃ স্মৃতি বি. বিগত সুখের স্মৃতি; সুখকর স্মৃতি। ̃ স্বপ্ন বি. সুখপ্রদ স্বপ্ন। সুখানু-ভব, সুখানু-ভূতি বি. সুখবোধ। সুখান্বেষণ বি. সুখ খোঁজা, সুখলাভের চেষ্টা। সুখাবহ বিণ. সুখদায়ক। সুখাশা বি. সুখলাভের আশা। সুখাসন বি. আরামপ্রদ আসন। সুখাসীন বিণ. আরামে উপবিষ্ট। স্ত্রী. সুখাসীনা। সুখে থাকতে ভূতে কিলায় সুখের জীবনে স্বেচ্ছায় দুঃখ ডেকে আনা। সুখোদক বি. উষ্ণ জল। 5)
সপ্রতিভ
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্তস্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘপ্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
সপ্তাশীতি
(p. 806) saptāśīti বি. বিণ. সাতাশি। [সং. সপ্ত + অশীতি]। ̃ তম বিণ. সাতাশি সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 33)
সংবরণ
(p. 792) sambaraṇa বি. 1 নিবারণ, সংযমন, দমন, নিয়ন্ত্রণ (লোভ সংবরণ, গতি সংবরণ); 2 আবরণ; 3 সংগোপন। [সং. সম্ + √ বৃ + অন]। 65)
সমা-রব্ধ
(p. 808) samā-rabdha বিণ. 1 বিশেষভাবে আরম্ভ হয়েছে এমন; 2 আরম্ভ হয়েছে এমন, আরব্ধ। [সং. সম্ + আরব্ধ]। 107)
সাংখ্য
স্পন্দ, স্পন্দন
সংস্পর্শ
(p. 796) saṃsparśa বি. 1 ছোঁয়া, স্পর্শ; 2 সংস্রব, সঙ্গ, সম্পর্ক (সত্লোকের সংস্পর্শ)। [সং. সম্ + স্পর্শ]। ̃ দোষ বি. খারাপ লোক বা বস্তুর সঙ্গে সংস্পর্শের জন্য যে দোষ হয়। 38)
সারবত্তা
(p. 830) sārabattā দ্র সার3। 14)
সাল2
(p. 831) sāla2 বি. 1 অব্দ; 2 বাংলা বা হিজরি সন। [ফা.]। ̃ তামামি বি. বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ। 24)
সুতা1
(p. 838) sutā1 ক্রি. (প্রা. কা.) শয়ন করা। [সং. সুপ্ত-অতীত কালের রূপ; সুতিল, সুতলি ইত্যাদি]। 33) বি. সূক্ষ্মতা। [সং. সূক্ষ্ম + য]। 16)
স্হাতব্য
(p. 849) shātabya বিণ. যাতে অবস্হান করা যায় এমন, স্হিতিযোগ্য। [সং. √ স্হা + তব্য]। 5)
সাব-লীল
(p. 828) sāba-līla বিণ. 1 অনায়াস, স্বচ্ছন্দ; 2 লীলায়িত (সাবলীল ভঙ্গি)। [সং. সহ + অবলীলা]। বি. ̃ তা। 11)
সহা, (কথ্য) সওয়া
(p. 820) sahā, (kathya) sōẏā ক্রি. 1 সহ্য করা (কষ্ট সহা); 2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না); 3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)। বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)। বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)। [সং. √ সহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. সহ্য করানো। বি. বিণ. উক্ত অর্থে। 46)
সমক্ষ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577862
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785731
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026861
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901135
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708613
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620276

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us