Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্টেশন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্টেশন এর বাংলা অর্থ হলো -

(p. 846) sṭēśana বি. রেল স্টিমার জাহাজ প্রভৃতি ভিড়াবার নির্দিষ্ট স্হান বা তার বাড়ি।
[ইং. station]।
মাস্টার
বি. স্টেশনের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক।
[ইং. station master]।
65)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সৌবর্চল
(p. 846) saubarcala বিণ. সুবর্চলদেশীয়। বি. 1 লবণবিশেষ; 2 শোরা। [সং. সুবর্চল + অ]। 28)
স্টিমার
(p. 846) sṭimāra বি. বাষ্পচালিত জলযান। [ইং. steamer]। 60)
সক্কালবেলা
সাঙাত, (কথ্য) স্যাঙাত
(p. 823) sāṅāta, (kathya) syāṅāta বি. 1 বন্ধু, মিতা, সখা; 2 (মন্দার্থে) সহচর, সহযোগী, সহকর্মী। [ সং. সঙ্গতু. সাঙ্গতিক]। সাঙাতি বি. সাঙাতের কাজ। 28)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দুমুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞউদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সওয়ার
সহন
(p. 820) sahana বি. 1 সহ্য করা (সহনসীমা); 2 ধৈর্যধারণ (সহনশীল); 3 প্রতীক্ষা। বিণ. সহিষ্ণু। [সং. √ সহ্ + অন]। সহনীয় বিণ. সহ্য করা যায় এমন। 39)
সাউ
সুঁদরি, (বর্জি.) সুঁদরী
(p. 834) sun̐dari, (barji.) sun̐darī বি. সুন্দরবনের গাছবিশেষ বা তার কাঠ। [সং. সুন্দরী]। 40)
সংবাহন, সংবাহ
(p. 792) sambāhana, sambāha বি. 1 ভার বহন; 2 অঙ্গমর্দন, mas sage (অঙ্গসংবাহন)। [সং. সম্ + √ বহ্ + ণিচ্ + অন, অ]। সংবাহক বিণ. বি. 1 ভার বহনকারী; 2 অঙ্গ মর্দনকারী। বিণ. বি. (স্ত্রী.) সংবাহিকা (রক্তসংবাহিকা নাড়ি)। সংবাহিত বিণ. 1 সম্যক বহন করা হয়েছে এমন; 2 মর্দিত। 76)
সদল
(p. 803) sadala বিণ. দলযুক্ত, দলের সঙ্গে আছে এমন। [সং. সহ + দল]। ̃ বলে ক্রি-বিণ. (বাং.) সঙ্গীসাথি সঙ্গে নিয়ে। সদলে ক্রি-বিণ. স্বপক্ষীয় লোকজনের সঙ্গে। 12)
সমূল
স্মৃতি
(p. 855) smṛti বি. 1 মনে মনে বিগত বিষয়ের পুনরাবৃত্তি বা জ্ঞান, স্মরণ, ধ্যান; 2 স্মরণশক্তি; 3 স্মারকচিহ্ন; 4 বেদবিহিত ধর্মানুযায়ী প্রণীত ধর্মশাস্ত্র; মনু-যাজ্ঞ বল্ক্য ইত্যাদির কৃত ধর্মসংহিতা। [সং. √ স্মৃ + তি]। ̃ কথা বি. স্মৃতির সাহায্যে বর্ণিত অতীত কাহিনি। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. স্মৃতিশাস্ত্ররচয়িতা। ̃ চারণা বি. স্মৃতির বিষয়ীভূত ব্যক্তি বা ঘটনার বর্ণনা। ̃ চিহ্ন বি. স্মারকচিহ্ন। ̃ পট বি. পুরোনো বিষয়ের স্মৃতি। ̃ পথ বি. স্মরণরূপ পথ, স্মরণ। ̃ বার্ষিকী বি. বত্সরান্তে ঠিক একই দিনে মৃত ব্যক্তি বা বিগত ঘটনাদির স্মরণে অনুষ্ঠিত সভা। ̃ বিভ্রম বি. স্মরণশক্তির বিপর্যয়, বিস্মরণ। ̃ বিরুদ্ধ বিণ. ধর্মশাস্ত্রের বিরোধী। ̃ ভাণ্ডার বি. 1 স্মৃতিরক্ষাকল্পে চাঁদা-সংগ্রহ বা ফাণ্ড; 2 স্মরণ করে রাখা বিষয়সমূহ। ̃ ভ্রংশ, ̃ লোপ, ̃ হানি বি. স্মরণশক্তিলোপ। ̃ ভ্রষ্ট বিণ. বিস্মৃত। ̃ মান (-মত্) বিণ. প্রভূত স্মরণশক্তিসম্পন্ন। ̃ রক্ষা বি. মৃত ব্যক্তি বা বিগত কোনো ঘটনাকে চিরস্মরণীয় করে রাখবার ব্যবস্হা। ̃ রোমন্হন বি. মনে মনে বিগত বা অতীত বিষয় বা বস্তুকে নিয়ে চিন্তা। ̃ শক্তি বি. স্মরণ করবার বা মনে রাখবার ক্ষমতা। ̃ শাস্ত্র বি. মনু-প্রণীত ধর্মসংহিতা। 29)
সহানু-ভূতি
স্বাদেশিক
সততা
সংশুদ্ধি
(p. 796) saṃśuddhi বি. 1 সম্যক শুদ্ধি; 2 বিশেষরূপে শোধন, পরিষ্করণ বা মার্জন। [সং. সম্ + শুদ্ধি]। 11)
সারি৩, সারিকা
সংশোধন
(p. 796) saṃśōdhana বি. 1 সংশুদ্ধি; 2 পবিত্রীকরণ; 3 পাপ বা কুঅভ্যাস দূরীকরণ (চরিত্র সংশোধন); 4 ভুল বা ভ্রান্তি দূরীকরণ (ভূল সংশোধন)। বি. শোধন। [সং. সম্ + শোধন] সংশোধক বিণ. বি. সংশোধনকারী। সংশোধনীয় বিণ. সংশোধন করতে হবে বা করা উচিত এমন (সংশোধনীয় আচরণ)। সংশোধিত বিণ. সংশোধন করা হয়েছে এমন। 13)
সঘন1
(p. 796) saghana1 বিণ. মেঘযুক্ত, মেঘাবৃত ('সঘন গগন গরজে': দ্বি. রা; 'সঘন ঘন ছাইল: রবীন্দ্র)। [সং. সহ + ঘন]। 84)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us