Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্তন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্তন এর বাংলা অর্থ হলো -

(p. 846) stana বি. যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের বুকের দুধ-নিঃসারণকারী অঙ্গদ্বয়, মাই, পয়োধর, বক্ষোজ।
[সং. √ স্তন্ + অ]।
স্তনাগ্র বি. মাইয়ের বোঁটা, চুচুক।
73)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সভক্তি
(p. 808) sabhakti বিণ. ভক্তিযুক্ত। [সং. সহ + ভক্তি]। 35)
সংবলিত
সমুজ্জ্বল
সারাংশ
(p. 830) sārāṃśa বি. 1 মূল অংশ বা শ্রেষ্ঠ অংশ। [সং. সার3 + অংশ]। 25)
সুক্তা, (কথ্য) সুক্তো, সুক্তনি
(p. 838) suktā, (kathya) suktō, suktani দ্র শুক্তশুক্তা। 3)
সজন2
(p. 796) sajana2 বিণ. সজ্জন, সাধুপ্রকৃতির লোক। [সং. সজ্জন]। 113)
সংকর
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সাপট
(p. 827) sāpaṭa বি. আস্ফালন, ঝাপটা (লেজ সাপট); তোড়, তেজ (মুখসাপট)। [দেশি]। 14)
সদ্-গতি
সুতরাং
(p. 838) sutarā (-রাম্) অব্য. 1 অতএব; 2 কাজেই; অগত্যা; 3 (সং.) অত্যন্ত; 4 অবশ্য। [সং. সু. + তরাম্]। 29)
সালোয়ার
স্ত্রী
(p. 846) strī বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। &tilde ; আচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। ̃ চরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। ̃ চিহ্ন বি. যোনি। ̃ ত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। ̃ ধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। ̃ ধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। ̃ পুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী। ̃ প্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়। ̃ বশ, ̃ বশ্য বিণ. পত্নীর একান্ত অনুগত, স্ত্রৈণ। ̃ রত্ন বি. যে-সমস্ত ব্যাধি কেবল স্ত্রীলোকদেরই হয়। ̃ লক্ষণ বি. স্ত্রীচিহ্ন; নারীসুলভ বৈশিষ্ট্য। ̃ লিঙ্গ বি. (ব্যাক.) স্ত্রীবাচক শব্দ। ̃ লোক বি. নারী। ̃ সংসর্গ, ̃ সংগম, ̃ সহবাস বি. স্ত্রীসম্ভোগ। ̃ সুলভ বিণ. নারীর পক্ষে স্বাভাবিক, মেয়েলি। ̃ স্বাধীনতা বি. পুরুষের কর্তৃত্ব থেকে স্ত্রীলোকের মুক্তি, নারীজাতির স্ববশবর্তিতা। ̃ হরণ বি. অসদুদ্দেশ্যে (প্রধানত অবৈধ সম্ভোগার্থ) নারী অপহরণ। 96)
স্পৃশ্য, স্পৃষ্ট
(p. 849) spṛśya, spṛṣṭa দ্র স্পর্শ। 38)
সাধিত্র
(p. 823) sādhitra বি. সাধনার যন্ত্র, যন্ত্রপাতি। [সং. √ সাধ্ + ণিচ্ + ত্র]। 78)
সন্তাড়িত
সমাপন
সচেষ্ট
(p. 796) sacēṣṭa বিণ. 1 চেষ্টাযুক্ত, চেষ্টা করছে এমন, তত্পর; 2 উদ্যোগী (আত্মরক্ষায় সচেষ্ট)। [সং. সহ + চেষ্টা]। বি. ̃ তা। 105)
সমুদ্র
(p. 814) samudra বি. পৃথিবীর অধিকাংশ স্হান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর। [সং. সম্ + √ উন্দ্ + র]। ̃ গর্ভ বি. সমুদ্রের তলদেশ। ̃ তট, ̃ তীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ। ̃ পথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র। ̃ মন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন। ̃ মেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)। বি. পৃথিবী। ̃ যাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া। ̃ যান বি. অর্ণবপোত, জাহাজ। ̃ হৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট। সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া। 26)
সুজি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578340
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186117
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786399
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848262
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us