Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সপ্তাহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সপ্তাহ এর বাংলা অর্থ হলো -

(p. 806) saptāha বি. রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি: এই সাত দিন; পরপর যে-কোনো সাত দিন।
[সং. সপ্ত + অহন্]।
সপ্তাহান্ত বি. সপ্তাহের শেষ (সপ্তাহান্তে একবার যায়)।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্পর্ধা
সাকিন, (বিরল) সাকিম
(p. 823) sākina, (birala) sākima বি. নিবাস, বাসস্হান, ঠিকানা। [আ. সাকিন]। 14)
স্বমত
(p. 853) sbamata বি. নিজের মত। [সং. স্ব + মত]। 6)
স্যমন্তক
সংযম
সবুর
(p. 808) sabura বি. 1 ধৈর্য, ধৈর্যধারণ; 2 অপেক্ষা, দেরি (সবুর সয় না)। [আ. সব্র্]। সবুরে মেওয়া ফলে ধৈর্য ধরে অপেক্ষা করলে উত্তম ফল পাওয়া যায়। 27)
স্হাণ্বীশ্বর
সগর্ভা
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
সাঁতার
সবিতা
স্টাইল
সন্ন্যাস
স্হায়িতা, স্হায়িত্ব, স্হায়িভাব
(p. 849) shāẏitā, shāẏitba, shāẏibhāba দ্র স্হায়ী। 13)
সং. সঙ
সিসৃক্ষা
(p. 834) sisṛkṣā বি. সৃষ্টি করবার ইচ্ছা। [সং. √ সৃজ্ + সন্ + অ + আ]। সিসৃক্ষু বিণ. সৃষ্টি করতে ইচ্ছুক। 27)
সদিচ্ছা
(p. 803) sadicchā বি. সত্ বা ভালে উদ্দেশ্য (সদিচ্ছার অভাব নেই); শুভাকাঙ্ক্ষা, মঙ্গলকামনা। [সং. সত্1 + ইচ্ছা]। 23)
সদোষ
(p. 803) sadōṣa বিণ. দোষযুক্ত। [সং. সহ + দোষ]। 29)
সপ্ত
(p. 806) sapta (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ ক বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ ম বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য। 32)
সদ্-গোপ
(p. 801) sad-gōpa বি. বাঙালি জাতিবিশেষ। [সং. সত্1 + গোপ]। 51)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069691
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767127
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364281
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720412
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593981
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543172
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541919

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন