Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বার্থ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্বার্থ এর বাংলা অর্থ হলো -

(p. 855) sbārtha বি. 1 নিজের লাভ বা উপকার ('শুধু স্বার্থ নহেস্বার্থত্যাগও আছে এ সংসারে': দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ।
[সং. স্ব + অর্থ]।
চিন্তা
বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা।
ত্যাগ
বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন।
পর,পরায়ণ
বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর।
বি.পরতা,পরায়ণতা।
সাধন,সিদ্ধি
বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন।
স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন।
স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা।
স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী।
স্বার্থোন্মত্ত বিণ. বিবেকবিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তত্পর।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


স্নাপন
(p. 849) snāpana বি. (পরকে) স্নান করানোর কাজ। [সং. √ স্না + ণিচ্ + অন]। স্নাপক বিণ. বি. স্নাপনকারী। বিণ. বি. (স্ত্রী.) স্নাপিকা। স্নাপিত বিণ. স্নান করানো হয়েছে এমন। 24)
স্ফুট
স্নিগ্ধ
স্বর্বৈদ্য
সভ্য
(p. 808) sabhya বি. সভা বা সংঘের সদস্য। বিণ. 1 ভদ্র (সভ্য আচরণ, সভ্য জগত্); 2 শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন। [সং. সভা + য]। স্ত্রী. সভ্যা। ̃ তা বি. 1 ভদ্র আচরণ; 2 মার্জিত রুচি, মন ও প্রবৃত্তির উত্কর্ষ এবং তদনুযায়ী জীবনযাপন প্রণালী। ̃ তাভি-মানী (-নিন্) বিণ. ভদ্র ও মার্জিত বলে গর্বকারী। স্ত্রী. ̃ তাভি-মানিনী। ̃ পদ বি. কোনো সংস্হা প্রতিষ্ঠান বা দলের সদস্যতা। ̃ ভব্য বিণ. শিষ্টভদ্র। ̃ সমাজ বি. সমাজের শিষ্টমার্জিতরুচি সম্প্রদায়। 39)
সমস্যা
(p. 808) samasyā বি. 1 অতি জটিল প্রশ্ন বা বিষয় (সমস্যার সৃষ্টি বা মীমাংসা); 2 সংকট (সমস্যায় পড়েছে); 3 চারপাদ বা দ্বিপাদ শ্লোকের যে একপাদ অরচিত রেখে অন্য কাউকে পূরণ করতে দেওয়া হয়। [সং. সম্ + √ অস্ + য + আ]। ̃ পূরণ বি. সমস্যার সমাধান। 73)
সংবত্-সর
(p. 792) sambat-sara বি. পুরো এক বত্সরকাল। ক্রি-বিণ. পুরো এক বত্সর ধরে (খেতে সংবত্সর চাষ হয়)। [সং. সম্ + বত্সর]। 64)
সায়ং-কৃত্য
সর্প-গন্ধা
(p. 818) sarpa-gandhā বি. সাপের মতো শিকড়বিশিষ্ট উপক্ষারধারী বনৌষধিবিশেষ। [সং. সর্প + গন্ধ + আ]। 31)
সচ্ছল
(p. 796) sacchala বিণ. সংগতিপন্ন, অভাব নেই এমন (সচ্ছল সংসার)। [ সং. সত্ + শীল]। বি. ̃ তা (আর্থিক সচ্ছলতা)। 110)
সকরুণ
(p. 796) sakaruṇa বিণ. 1 সদয়, কৃপাযুক্ত (সকরুণ হৃদয়); 2 অতি করুণ বা দুঃখপূর্ণ, যাতে দয়া বা করুণার উদয় হয় ('সকরুণ বেণু বাজায়ে কে যায়': রবীন্দ্র)। [বাং. সং. সহ + করুণা]। 53)
সারি-গামা
সলি-সিটর
সংবত্
(p. 792) sambat বি. 1 বিক্রমাদিত্য কর্তৃক প্রবর্তিত অব্দ; 2 অব্দ বা বত্সর। [সং. সম্ + √ বয়্ + ক্বিপ্]। 63)
সরোজ
(p. 818) sarōja বি. পদ্মফুল। [সং. সরস্ + √ জন্ + অ]। বি. (স্ত্রী.) সরোজিনী পদ্মের ঝাড়; পদ্মিনী, কমলিনী। 17)
সব
(p. 806) saba বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ̃ কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ̃ চিন বিণ. সবাইকে চেনে এমন। ̃ জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ̃ টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ̃ রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ̃ সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।
সংস্কৃতি
সত্র
স্রব
(p. 855) sraba বি. 1 ক্ষরণ, স্রাব; 2 স্রোত, প্রবাহ। [সং. √ স্রু + অ]। ̃ ণ বি. ক্ষরণ; প্রবাহ। ̃ ন্তী বিণ. (স্ত্রী.) প্রবাহিত হচ্ছে এমন, বহমানা। বি. নদী।
সিপাই, সিপাহি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577646
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185329
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us