Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাপরা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাপরা এর বাংলা অর্থ হলো -

(p. 865) hāparā ক্রি. হাপরানো।
[ধ্বন্যা.]।
নো ক্রি. তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া।
বি. উক্ত অর্থে।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হুজ্জত
হোত্র
হাতা2
(p. 865) hātā2 বি. 1 বড়ো চামচ; 2 লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি; 3 জামার হাত। [হাত দ্র]। ফুল-হাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফহাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট। 8)
হয়1
(p. 860) haẏa1 ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ̃ তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্হা)। 9)
হুকুম
হিমশিম
(p. 869) himaśima দ্র হিম। 30)
হেনস্তা, হেনস্হ়া
হই-চই, হই-হই
(p. 858) hi-ci, hi-hi বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]। 4)
হাঁটু
হিন্তাল
হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
হরি-য়াল
(p. 860) hari-ẏāla বি. ঘুঘুজাতীয় হলদে বা সবুজ রঙের পাখিবিশেষ। [সং. হরিতাল]। 39)
হাঁদা
(p. 862) hān̐dā বিণ. 1 মোটা (হাঁদাপেট); 2 স্হূলবুদ্ধি, মূর্খ। [দেশি]। ̃ রাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। বি. বোকা লোক। 53)
হাসনু-হানা, হাসুনো-হানা
হাশিয়া
(p. 867) hāśiẏā বি. শাল ইত্যাদির কলকা পাড়। [আ. হাশিঅহ্]। 62)
হ-য-ব-র-ল
হুবহু
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
হিত
(p. 869) hita বি. উপকার, কল্যাণ। বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকারঅপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণী। হিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন। 22)
হেত্বাভাস
(p. 873) hētbābhāsa বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]। 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140461
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730672
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942870
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883580
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838489
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us