Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাস এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাস এর বাংলা অর্থ হলো -

(p. 867) hāsa বি. হাসি, হাস্য (হাস-পরিহাস)।
[সং. √ হস্ + অ]।
ক বিণ. হাসায় এমন।
স্ত্রী. হাসিকা।
কুটে
বিণ. হেসে কুটিকুটি হয় এমন; অত্যন্ত হাস্যপ্রবণ।
63)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
হৃদ্য
হামলা1
(p. 867) hāmalā1 বি. ক্রি. 1 আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া ('হামলে পড়ল তার উপর তিনটে ভালুক': শ. ঘো.); 2 দাঙ্গা। [আ. হম্লা়]। 11)
হন্যে, হন্নে
হক-চকা
(p. 858) haka-cakā ক্রি. হকচকানো। [তু. হি. হকবকানা (ঘাবড়ে যাওয়া)]। ̃ নো বি. ক্রি. বিস্ময়ে অভিভূত হওয়া, হতভম্ব হওয়া। 10)
হোড়
হৌজ
(p. 874) hauja বি. বড়ো চৌবাচ্চা। [আ. হৌজ্]। 16)
হাঁড়িয়া
হাওড়
(p. 862) hāōḍ় বি. জলময় বিস্তীর্ণ প্রান্তর, বিল। [দেশি]। 28)
হিরা-কস
(p. 869) hirā-kasa বি. লোহার কষ বা উপরসবিশেষ। [ফা.]। 38)
হাই-কমাণ্ড
হাঁ হাঁ
(p. 862) hā m̐hā অব্য. সহসা বারণ-সূচক (হাঁ হাঁ করছ কী)। 36)
হতাশ্বাস
(p. 858) hatāśbāsa বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]। 33)
হাজি, (বর্জি.) হাজী
হাসিল
(p. 867) hāsila বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]। 69)
হালি2
(p. 867) hāli2 বি. যে ব্যক্তি নৌকার হাল ধরে, মাঝি। [বাং. হাল2 + ই]। 57)
হ্যাপা
হবু
(p. 860) habu বিণ. ভাবী, হবে এমন (হবু জামাই)। [হওয়া দ্র]। 4)
হার্ডল
(p. 867) hārḍala বি. বাধা। [ইং. hurdle]। হার্ডল রেস বি. বাধাডিঙানো দৌড়, বেড়ার বাধা ডিঙানো দৌড়। 42)
হিম
(p. 869) hima বি. 1 শীতঋতু (হিমাগম); 2 তুষার (হিমপাত); 3 শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); 4 শিশির। বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। ̃ কর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। ̃ গিরি, ̃ বান (-বত্), ̃ শৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। ̃ পাত বি. তুষারপতন। ̃ বাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। ̃ মণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। ̃ রেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। ̃ শিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)। ̃ শিলা বি. তুষার, করকা। ̃ শীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা। ̃ সাগর বি. 1 তুষার সমুদ্র; 2 (আল.) প্রবল শৈত্য; 3 এক জাতের উত্কৃষ্ট আম; 4 মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ। হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু। হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। বি. তাপহীন বা প্রাণহীন দেহ। হিমাচল বি. 1 হিমালয় পর্বত; 2 পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ। হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি। হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ। হিমালয় দ্র হিমগিরি। হিমালয়নন্দিনী বি. দুর্গাদেবী। হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578340
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186117
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786399
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848262
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620533

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us