Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হাস্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হাস্য এর বাংলা অর্থ হলো -

(p. 867) hāsya বি. হাসি।
[সং. √ হস্ + য]।
কর,জনক
বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)।
কৌতুক,পরিহাস
বি. হাসিঠাট্টা; রসিকতা; ব্যঙ্গবিদ্রুপ।
ময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য।
স্ত্রী.ময়ী।
রস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুকজনিত রস।
রসিক
বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ।
বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা।
হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা।
হাস্যাস্পদ বিণ. হাসিবিদ্রুপের পাত্র।
হাস্যোদ্দীপক বিণ. হাসায় বা হাস্যরসের সৃষ্টি করে এমন।
70)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হ্রাদ
-হারী2
হুবহু
হরফ, হরপ
(p. 860) harapha, harapa বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]। 24)
হেলা2
(p. 873) hēlā2 বি. 1 অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা; 2 অক্লেশ, অবলীলা ('হেলায় লঙ্কা করিল জয়': দ্বিজেন্দ্র)। [সং. √ হেড়্ + অ + আ]। হেলন2 বি. অবহেলা করা; অবজ্ঞা। ̃ ফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য ('করিস নে আর হেলাফেলা')। 23)
হিসাব, (কথ্য) হিসেব
(p. 869) hisāba, (kathya) hisēba বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচারবিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি। 44)
হার্দ্য
(p. 867) hārdya দ্র হার্দ। 46)
হাল৩
(p. 867) hāla3 বি. 1 অবস্হা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ̃ খাতা বি. খাতা দ্র। ̃ চাল বি. 1 অবস্হা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ̃ ত বি. অবস্হা, দশা। ̃ হকি-কত বি. প্রকৃত অবস্হা; অবস্হা। ̃ হদিশ বি. 1 প্রকৃত অবস্হা; 2 খোঁজখবর। 50)
হালিক
(p. 867) hālika বিণ. 1 হালচাষ করে এমন; 2 হলসম্বন্ধীয়। [বাং. হাল1+ ইক]। 58)
হূন, হূণ
হুজুগ, হুজুক
হেলা1
(p. 873) hēlā1 ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। ̃ ন (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ̃ নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। বি. বিণ. উক্ত অর্থে। 22)
হুড়কা1, (কথ্য) হুড়কো1
(p. 871) huḍ়kā1, (kathya) huḍ়kō1 বি. কপাট বন্ধ করা খিল, অর্গল। [সং. হুড়ুক্ক]। 14)
হোথা, হোথায়
(p. 874) hōthā, hōthāẏa ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) ওইখানে, ওখানে। [হেথা দ্র]। 7)
হাঁকুনি
(p. 862) hān̐kuni বি. 1 উচ্চকণ্ঠে তীব্র ধমক; 2 হাঁক; 3 হুংকার। [হাঁক দ্র]। 43)
হলকা
(p. 860) halakā বি. 1 পাল, দল, দঙ্গল ('ষোড়শ হলকা হাতী': ভা. চ.); 2 ঘোড়ার গলায় পরাবার চামড়ার বেড়; 3 উত্তপ্ত প্রবাহ (আগুনের হলকা)। [আ.]। 54)
হরণ
(p. 860) haraṇa বি. 1 লুণ্ঠন, চুরি (পরদ্রব্য হরণ); 2 অপনোদন ('হরণ করিব ভার পৃথিবীর': রবীন্দ্র); 3 মোচন (শঙ্কাহরণ, চিন্তাহরণ); 4 (গণি.) ভাগ করা। [সং. √ হৃ + অন]। ̃ পূরণ বি. 1 (গণি.) ভাগ ও গুণ; 2 (আল.) যোগ-বিয়োগ, কমতি-বাড়তি। 20)
হামলা2
(p. 867) hāmalā2 ক্রি. হামলানো। [সং. হম্মা]। ̃ নো ক্রি. গোরুর হাম্বা হাম্বা করে বাছুরকে আহ্বান করা। বি. উক্ত অর্থে। 12)
হালচাল, হালত
(p. 867) hālacāla, hālata দ্র হাল3। 52)
হিল্লোল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us