Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিজড়া, (কথ্য) হিজড়ে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হিজড়া, (কথ্য) হিজড়ে এর বাংলা অর্থ হলো -

(p. 869) hijaḍ়ā, (kathya) hijaḍ়ē বি. 1 একই দেহে স্ত্রীপুংচিহ্নযুক্ত মানুষ বা অন্য প্রাণী, hermaphrodite; 2 ক্লীব, নপুংসক।
[হি.]।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হিটার
হিম্মত
(p. 869) himmata বি. 1 ক্ষমতা; 2 বীরত্ব, তেজ, সাহস (ওর সঙ্গে লড়তে পারবি? দেখি তোর হিম্মত কত?)। [আ. হিম্মত্]। 33)
হব-হব, হবো-হবো
(p. 858) haba-haba, habō-habō বিণ. হবার উপক্রম করেছে এমন, আসন্ন (সন্ধ্যা হবহব)। [হওয়া দ্র (প্রকার অর্থে দ্বিত্ব)]। 56)
হওন
(p. 858) hōna বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]। 6)
হলায়ুধ
(p. 860) halāẏudha দ্র হল3। 60)
হুত
(p. 871) huta বিণ. হোমাগ্নিতে অর্পিত। বি. হব্য, হোম। হুতাগ্নি বি. প্রজ্বলিত হোমাগ্নি। [সং. √ হু + ত]। 22)
হূয়-মান
(p. 872) hūẏa-māna বিণ. আহ্বান করা হচ্ছে এমন। [সং. √ হ্বে + মান (শানচ্)]। 15)
হরদম
(p. 860) haradama দ্র হর2। 23)
হন্ত
(p. 858) hanta বিলাপসূচক অব্যয়বিশেষ ('কোথা হা হন্ত চিরবসন্ত': রবীন্দ্র)। [সং. √ হন্ + ত]। 46)
হেল-দোল
(p. 873) hēla-dōla বি. বিকার, বিচলিত ভাব, উত্তেজনা (এত ঝামেলাতেও তার কোনো হেলদোল নেই)। [দেশি]। 19)
হাও-লাত
(p. 862) hāō-lāta বি. 1 ঋণ, কর্জ; 2 আমানত। [আ.হওয়ালাত্]। হাও-লাত-বরাত বি. কর্জ; ঋণ শোধ করার শপথ। হাও-লাতি বিণ. 1 ঋণরূপে গৃহীত; 2 ঋণসম্পর্কীয়। 32)
হাঁকা1
(p. 862) hān̐kā1 ক্রি. 1 হাঁক দেওয়া; উচ্চস্বরে বা আস্ফালনপূর্বক বলা বা ঘোষণা করা ('হাঁকে বীর শির নাহি': নজরুল); 2 দাবি করা (দর হাঁকা)। [হাঁক দ্র]। 40)
হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে
(p. 873) hēlēñcā, hiñcā, hiñcē বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]। 27)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হাণ্ডি
(p. 865) hāṇḍi বি. হাঁড়ি। [সং. হণ্ড়ী]। 20)
হৈমন্তিক
(p. 873) haimantika বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। বি. আমন ধান। [সং. হেমন্ত + ইক]। 32)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠেউচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালেশবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণুশিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হাল৩
(p. 867) hāla3 বি. 1 অবস্হা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ̃ খাতা বি. খাতা দ্র। ̃ চাল বি. 1 অবস্হা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ̃ ত বি. অবস্হা, দশা। ̃ হকি-কত বি. প্রকৃত অবস্হা; অবস্হা। ̃ হদিশ বি. 1 প্রকৃত অবস্হা; 2 খোঁজখবর। 50)
হাড়ি-কাট, হাড়ি-কাঠ
হুড়া, (কথ্য) হুড়ো
(p. 871) huḍ়ā, (kathya) huḍ়ō বি. তাড়া, ঠেলা, লাঠির গুঁতো। [সং. হুড়্]। ̃ হুড়ি বি. ঠেলাঠেলি; হুটোপাটি। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us