Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অনাগত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাকুল
(p. 24) anākula বিণ. 1 আকুল নয় এমন, অবিচলিত (অনাকুল চিত্ত); 2 আলুথালু নয় এমন (অনাকুল কেশ)। [সং. ন + আকুল]। 2)
অনাগত
(p. 24) anāgata বিণ. 1 এখনও আসেনি এমন; আগামী, ভবিষ্যত্ (অনাগত যুগ); 2 অনুপস্হিত। [সং. ন+আগত]। ̃ বিধাতা (-তৃ) বি. বিণ. ভবিষ্যতের জন্য সংস্হানকারী; পরিণাম বিবেচনা করে ব্যবস্হা করে এমন ব্যক্তি। 5)
অনাঘ্রাত
(p. 24) anāghrāta বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন; যার সুঘ্রাণ ভোগ করা হয়নি (অনাঘ্রাত পুষ্প)। [সং. ন+আঘ্রাত]। স্ত্রী. অনাঘ্রাতা। 7)
অনাচার
(p. 24) anācāra বি. 1 শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; 2 অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)। [সং. ন + আচার]। অনাচারী (-রিন্) বিণ. অনাচার করে এমন, কুত্সিত আচরণকারী। 8)
অনাড়ম্বর
(p. 24) anāḍ়mbara বিণ. আড়ম্বরহীন; জমকালো নয় এমন (অনাড়ম্বর অনুষ্ঠান)। [সং. ন + আড়ম্বর]। 12)
অনাদায়
(p. 24) anādāẏa বি. আদায়ের অভাব; অপ্রাপ্তি। [সং. ন + বাং. আদায়]। অনাদায়ী (য়ি) বিণ. আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)। 18)
অনাদেয়
(p. 24) anādēẏa বিণ. আদান অর্থাত্ গ্রহণের অযোগ্য (অনাদেয় দান)। [সং. ন +আ + √ দা + য]। 21)
অনাধিক
(p. 21) anādhika বিণ. বেশি নয় এমন; অল্প; নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের মধ্যে (অনাধিক একশত টাকা)। [সং. ন+অধিক]। 27)
অনাবাদি, (বর্জি.) অনাবাদী
(p. 24) anābādi, (barji.) anābādī বিণ. 1 যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); 2 চাষের অযোগ্য। [সং. ন + ফা. আবাদ + বাং. ই]। 25)
অনাবাসিক
(p. 24) anābāsika বিণ. বাস করে না এমন, non-resident; যেখানে বাস করা হয় না এমন, non-residential. [সং. ন + আবাসিক]। অনাবাসী বিণ. অনাবাসিক (অনাবাসী ভারতীয়)। 26)
অনাবিল
(p. 24) anābila বিণ. 1 ময়লা বা ঘোলা নয় এমন; নির্মল (অনাবিল জল, অনাবিল আকাশ, অনাবিল চরিত্র); 2 নির্ভেজাল (অনাবিল আনন্দ)। [সং. ন + আবিল]। 27)
অনারারি
(p. 25) anārāri বিণ. অবৈতনিক ও সম্মানসূচক (অনারারি সেক্রেটারি)। [ইং. honorary]। 9)
অনালোচিত
(p. 25) anālōcita বিণ. যা নিয়ে আলোচনা হয়নি (অনালোচিত বিষয়)। [সং. ন + আলোচিত]। 17)
আশ্রম
(p. 108) āśrama বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী। 37)
উদম
(p. 126) udama বিণ. 1 উলঙ্গ; 2 দুরন্ত, উদ্দাম; 3 মুক্ত। [তু. সং. উদ্দাম, তু. অস. উদং (অনাবৃত)]। 27)
কেলে
(p. 207) kēlē বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া ]। ̃ কার্তিক দ্র কার্তিক। ̃ ভূত বি. ভূতের মতো কালো ব্যক্তি। ̃ মানিক, ̃ সোনা (আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ। কেলে হাঁড়ি বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে। 21)
ক্লিশিত, ক্লিষ্ট
(p. 215) kliśita, kliṣṭa বিণ. 1 ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); 2 ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]। 45)
ছোঁড়া1
(p. 304) chōn̐ḍ়ā1 বি. (অনাদরে) ছোকরা, বালক; কিশোর। [বাং. ছেমড়া সং. ছমণ্ডা। স্ত্রী. ছুঁড়ি]। 151)
জুষ্ট
(p. 327) juṣṭa (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]। 55)
থাবা
(p. 392) thābā বি. 1 চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); 2 (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। ̃ নো বি. ক্রি. 1 থাবার সাহায্যে আঘাত করা; 2 থাবা দিয়ে নেওয়া। বিণ. উক্ত অর্থে। 34)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614719
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us