Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(পুরুষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
উপাড়া
(p. 133) upāḍ়ā ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা ('শালগাছ উপাড়িয়া আনে': কৃত্তি)। [বাং. √ উপাড়্ + আ]। উপাড়ন বি. উত্পাটন। 92)
ঋষভ
(p. 141) ṛṣabha বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]। 17)
ক্ষত
(p. 217) kṣata বি. 1 ঘা (পুরোনো ক্ষত); 2 চোট; 3 শরীরের আঘাতপ্রাপ্ত স্হান ; 4 ব্রণ। বিণ. 1 আঘাতপ্রাপ্ত; 2 ছিন্ন। [সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]। ̃ চিহ্ন বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে। ̃ বিক্ষত বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন। ̃ স্হান বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)। ক্ষতশৌচ বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি। 9)
গম্ভীরা
(p. 241) gambhīrā বি. 1 (প্রধানত মালদহের) গাজনের উত্সবে শিবার্চনাসম্বন্ধীয় সংগীতনৃত্যের অনুষ্ঠানবিশেষ; 2 রাঙের পাত-বসানো চিত্রবিচিত্র সাজ; 3 দেবমন্দিরের অভ্যন্তর (পুরীর গম্ভীরা)। [সং. গম্ভীর + আ]। 28)
জের
(p. 327) jēra বি. 1 আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); 2 রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. 1 হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; 2 পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। বি. উক্ত অর্থে। 78)
নির্গুণ
(p. 468) nirguṇa বিণ. 1 গুণহীন; সদ্গুণহীন (পুরোপুরি নির্গুণ লোক); 2 ত্রিগুণাতীত (নির্গুণ ব্রহ্ম)। বি. ত্রিগুণাতীত পরব্রহ্ম বা পরমাত্মা। [সং. নির্ + গুণ]। 41)
পদ্ধতি
(p. 488) paddhati বি. 1 প্রণালী (কর্মপদ্ধতি) 2 রীতি (বিবাহপদ্ধতি) 3 প্রথা (পুরোনো পদ্ধতিতে বিশ্বাস) 4 আচার 5 পথ; 6 শ্রেণি 7 প্রবাহ। [সং. পদ + √হন্ + তি]। ̃ .গত বিণ. প্রণালীসম্বন্ধীয় রীতিগত (পদ্ধতিগত পরিবর্তন)। 52)
পুরানো1, (কথ্য) পুরোনো
(p. 526) purānō1, (kathya) purōnō বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন ('পুরানো সেই দিনের কথা': রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। 45)
পুরী
(p. 526) purī বি. 1 ভবন, গৃহ, আলয় (রাজপুরী); 2 নগরী; 3 ওড়িশার সমুদ্রতীরস্হ জগন্নাথক্ষেত্র (পুরীধাম); 4 সন্ন্যাসীদের উপাধিবিশেষ (ঈশ্বরপুরী)। [সং. পুর2 + ঈ]। 50)
পুরু
(p. 526) puru বিণ. 1 মোটা, স্হূল (পুরু চামড়া); 2 ভাঁজ বা পরতবিশিষ্ট (সাতপুরু)। [দেশি]। 52)
পুরুষ
(p. 526) puruṣa বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ̃ কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ̃ ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃ পরম্পরা বি. বংশানুক্রম। ̃ প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ̃ পুঙ্গব, ̃ শার্দূল, ̃ সিংহ বি. নরশ্রেষ্ঠ। ̃ মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু। 53)
পুরো-দস্তুর
(p. 526) purō-dastura ক্রি-বিণ. পুরোপুরি; সম্পূর্ণ (পুরোদস্তুর সাহেব)। [বাং. পুরা3 + দস্তুর]। 59)
পুরো-পুরি
(p. 526) purō-puri বিণ. সম্পূর্ণ (পুরোপুরি সাহেব)। বিণ-বিণ. ক্রি-বিণ. একেবারে (পাওনা পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে)। [পুরা3 দ্র]। 61)
প্রকৃতি
(p. 537) prakṛti বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 1 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। ̃ গত বিণ. স্বভাবসিদ্ধ। ̃ জ, ̃ জাত, ̃ দত্ত, ̃ সিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। ̃ পূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা। ̃ প্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়। ̃ বাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার। ̃ বিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science. ̃ বিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। ̃ স্হ বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত (তখন সে প্রকৃতিস্হ ছিল না); সুস্হ, ধাতস্হ। 11)
প্রধান
(p. 546) pradhāna বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. ̃ তা, প্রাধান্য। ̃ ত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে। 34)
বিতং
(p. 611) bita বি. (আঞ্চ. আদা.) বিশদ বিবরণ (পুরো ঘটনাটা বিতং দিয়ে বলল)। [সং. বিতত (=বিস্তারিত)]। 70)
সত্তম
(p. 801) sattama বিণ. 1 অত্যুত্তম; 2 সর্বোত্কৃষ্ট, শ্রেষ্ঠ (পুরুষসত্তম); 3 সাধুতম। [সং. সত্ + তম]। 41)
সিংহ, (কথ্য) সিংগি, সিঙ্গি
(p. 832) siṃha, (kathya) siṅgi, siṅgi বি. 1 বিড়াল শ্রেণির অতি বলশালী হিংস্র বন্য জানোয়ারবিশেষ, পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র; 2 (জ্যোতিষ.) রাশিচক্রের পঞ্চম স্হান; 3 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ ব্যক্তি (পুরুষসিংহ)। [সং. √ হিন্স্ + অ]। বি. স্ত্রী. সিংহী, (বাং.) সিংহিনি। ̃ দ্বার বি. 1 সিংহমূর্তিযুক্ত দ্বার; 2 প্রধান দ্বার, বিশাল অট্টালিকার সদর দরজা। ̃ নাদ বি. 1 সিংহের গর্জন; 2 বীরের হুঙ্কার। ̃ বাহিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ̃ বিক্রান্ত বিণ. সিংহের মতো পরাক্রান্ত। বি. সিংহের পদক্ষেপ। ̃ শাবক, ̃ শিশু বি. সিংহের বাচ্চা। 10)
স্মরণ
(p. 855) smaraṇa বি. 1 মনে মনে বিগত বিষয়াদির চিন্তা অনুভব বা আলোড়ন (পুরোনো কথা স্মরণ করে কষ্ট পায়); 2 স্মৃতি; 3 ধ্যান (দুর্গানাম স্মরণ করা); 4 মনে মনে (পরের) আগমন কামনা (মহারাজ আমাকে স্মরণ করেছেন)। [সং. √ স্মৃ + অন]। ̃ শক্তি বি. মনে রাখবার ক্ষমতা। স্মরণাতীত বিণ. এমনই প্রাচীন যে কেউই স্মরণ করতে পারে না। স্মরণার্থ ক্রি-বিণ. স্মরণ করিয়ে দেবার জন্য। স্মরণার্হ, স্মরণীয়, স্মর্তব্য বিণ. স্মরণযোগ্য (স্মরণীয় দিবস ঘটনা বা ব্যক্তি)। স্মরণিক বিণ. স্মৃতি রক্ষা করে এমন, memorial (স্মরণিক স্তম্ভ) (স. প.)। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535225
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140693
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731012
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943179
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838543
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696758
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us