Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(শিশুটি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরিস্ফুট
(p. 39) aparisphuṭa বিণ. 1 অস্পষ্ট, আবছা (অপরিস্ফুট স্মৃতি); 2 আধো-আধো (শিশুর অপরিস্ফুট ভাষা)। [সং. ন + পরিস্ফুট]। 6)
অস্ফুট
(p. 73) asphuṭa বিণ. 1 ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); 2 অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); 3 অস্পষ্ট ('কোলাহলের অস্ফুট ধ্বনি': রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। ̃ বাক, ̃ বাক্ বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে ক্রি-বিণ. অস্পষ্টভাবে ('অস্ফুটে বারংবার কহিতে লাগিল': শরত্)। 47)
এঁড়ে
(p. 142) ēn̐ḍ়ē বি. বলদ, ষাঁড়, বৃষ। বিণ. 1 পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); 2 ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); 3 ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া এ]। ̃ তর্ক বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। 15)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
খল-খল
(p. 224) khala-khala অব্য. জোর হাসির শব্দ (শিশুটি খলখল করে হেসে উঠল)। [ধ্বন্যা.]। 30)
চিক-চিক, চিক-মিক
(p. 281) cika-cika, cika-mika অব্য. ঈষত্ ঔজ্জ্বল্য প্রকাশ, ঝিকমিক (শিশুরবিন্দু চিকচিক করছে, চোখদুটি চিকমিক করে উঠল)। [দেশি]। 196)
তারল্য
(p. 375) tāralya বি. 1 তরল অবস্থা, তরলতা; 2 চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); 3 দৃঢ়তার অভাব। [সং. তরল + য]। 69)
দিব্য
(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষু র অনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী। দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির। 32)
ন্যস্ত
(p. 481) nyasta বিণ. 1 অর্পিত (দায়িত্ব ন্যস্ত হল); 2 প্রদত্ত; 3 গচ্ছিত (ধনরত্ন তাঁর তত্ত্বাবধানে ন্যস্ত হল); 4 রক্ষিত; 5 স্হাপিত (শিশুর মস্তক মাতার হস্তে ন্যস্ত)। [সং. নি + √ অস্ + ত]। 26)
পবিত্র
(p. 488) pabitra বিণ. পূত, পূণ্যজনক (পবিত্র নাম) 2 বিশুদ্ধ (পবিত্র বায়ু) 3 নিষ্পাপ (শিশুর পবিত্র আচরণ)। [সং. √পূ + ইত্র]। বি. ̃ তা। স্ত্রী. পবিত্রা। ̃ক বি. উপবীতের তুল্য শণের সুতো। পবিত্রিত বিণ. পবিত্র হয়েছে এমন। পবিত্রী-কৃত বিণ. পবিত্র করা হয়েছে এমন। বি. পবিত্রী-করণ। 78)
বায়েত
(p. 600) bāẏēta বি. মুসলমান ধর্মে দীক্ষা (শিশুটিকে বায়েত করা হল)। [আ. বাইয়াত্]। 43)
মনো-রঞ্জন
(p. 676) manō-rañjana বি. 1 চিত্তের সন্তোষবিধান, মনে আনন্দদান (শিশুর মনোরঞ্জন করা); 2 তোষামোদ (প্রভুর মনোরঞ্জন)। বিণ. চিত্তের সন্তোষবিধায়ক, মনকে আনন্দ দেয় এমন। [সং. মনস্ + রঞ্জন]। বিণ. স্ত্রী. মনো-রঞ্জনী। 166)
শিশু2
(p. 779) śiśu2 বি. 1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা; 2 শাবক (ছাগশিশু)। বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। [সং. √ শো + উ]। ̃ কাল বি. বাল্য, শৈশব। ̃ পালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। বি. শিশুর স্বভাব। ̃ রোগ বি. শিশুদের অসুখ। ̃ সাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য। ̃ সুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি। ̃ হৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট। 38)
সারল্য
(p. 830) sāralya বি. সরলতা (শিশুর সারল্য)। [সং. সরল + য]। 17)
হাঁটা
(p. 862) hān̐ṭā ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।̃ চলা বি. হাঁটা; পায়চারি। ̃ নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। বি. উক্ত অর্থে। ̃ হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ। 47)
হামি
(p. 867) hāmi বি. (শিশুদের) চুম্বন (একটা হামি দাও, সোনা)। [দেশি]। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534893
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140434
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730658
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942851
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us