Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দিব্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দিব্য এর বাংলা অর্থ হলো -

(p. 408) dibya বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)।
বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)।
[সং. √ দিব্ + য]।
চক্ষু
(-ক্ষুস্),দৃষ্টি,নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়।
জ্ঞান
বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান।
দর্শী
(-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন।
দৃষ্টি-দিব্যচক্ষু
অনুরূপ।
নারী,
দিব্যাঙ্গনা বি. অপ্সরা।
যোনি
বি. পরমেশ্বর, ভগবান।
রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ।
লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল।
দিব্যাঙ্গনা
দ্র দিব্যনারী।
দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র।
দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুর্বাক
(p. 414) durbāka (-বাক্) বিণ. কটুভাষী বা অপ্রিয়ভাষী, কটু কথা বলে এমন। [সং. দুর্ + বাচ্]। 42)
দর2
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
দোরসা
(p. 421) dōrasā দ্র দো। 106)
দুর্ভর
(p. 414) durbhara বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি. ̃ তা। 62)
দিগ্-জ্ঞান
দারগ্রহণ
(p. 406) dāragrahaṇa দ্র দার1। 14)
দুরাশা
(p. 413) durāśā বি. অন্যায় বা অবাস্তব আশা; যা অলভ্য তা লাভের আশা। [সং. দুর্ + আশা]। 32)
দেঁতো
(p. 419) dēn̐tō বিণ. 1 দাঁতাল; 2 দন্তবিকাশকারী, দাঁত বার করে এমন; 3 (আল.) আন্তরিকতাহীন (দেঁতো হাসি)। [বাং. দাঁত + উয়া ও]। 8)
দোকান
(p. 421) dōkāna বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজারদোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকানবাজার থেকে জিনিসপত্র কেনা। 73)
দেওয়ালি
দুর্গোত্সব
(p. 414) durgōtsaba দ্র দুর্গা। 17)
দুর্গ-পতি
(p. 414) durga-pati বি. দুর্গের অধ্যক্ষ বা রক্ষক।[সং. দুর্গ + পতি]। 10)
দগড়
দ্বাষষ্টি
(p. 426) dbāṣaṣṭi বি. বিণ. 62 সংখ্যা বা সংখ্যক; বাষট্টি। [সং. দ্বা (দ্বি) + ষষ্ + তি]। ̃ তম বিণ. 62 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 24)
দালিয়া
(p. 407) dāliẏā বি. গমের সুজি, গম পিষে প্রস্তুত সুজির মতো খাদ্যবিশেষ। [সং. দাল- ডাল1 দ্র]। 2)
দুরাশয়
দাগ-রাজি
(p. 402) dāga-rāji বি. 1 (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; 2 জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]। 47)
দরিয়া
(p. 399) dariẏā বি. 1 বড় নদী ('অকুল দরিয়ার বুঝি কুল নাই রে'); 2 সমুদ্র। [ফা. দর্ইয়া]। 32)
দিনাঙ্ক
(p. 408) dināṅka বি. তারিখ; দিনসংখ্যা। [সং. দিন + অঙ্ক]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534649
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140142
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730296
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883480
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838423
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us