Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অভ্যন্তরীণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অন্তরঙ্গ
(p. 32) antaraṅga বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 32)
অন্তর্গত
(p. 32) antargata বিণ. মধ্যে বা অভ্যন্তরে আছে এমন, মধ্যবর্তী, ভিতরস্হ (দেহের অন্তর্গত মন, দেশের অন্তর্গত রাজ্য)। [সং. অন্তর্ + গত]। 43)
অন্তর্ভুক্ত
(p. 34) antarbhukta বিণ. অন্তর্গত; ভিতরে বা অভ্যন্তরে রয়েছে এমন, মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূক্ত]। 19)
অভ্যন্তর
(p. 55) abhyantara বি. ভিতর, মধ্য; অন্তর, মধ্যবর্তী স্হান (দেশের অভ্যন্তর, গৃহাভ্যন্তর)। [সং. অভি + অন্তর]। অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক, (অশু.) আভ্যন্তরীণ বিণ. অভ্যন্তরে বা ভিতরে আছে এমন, ভিতরের, মানসিক। 13)
আন্তরিক
(p. 95) āntarika বিণ. 1 অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); 2 অকপট, অকৃত্রিম, হৃদ্য; 3 অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। ̃ .তা বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা। 23)
আভ্যন্তর, আভ্যন্তরিক
(p. 99) ābhyantara, ābhyantarika বিণ. অভ্যন্তরে বা ভিতরে থাকে এমন, অন্তর্গত। [সং. অভ্যন্তর + অ, ইক]। আভ্যন্তরীণ বিণ. (অশু. কিন্তু প্রচলিত) অভ্যন্তরীণ, আভ্যন্তর, ভিতরের। 51)
তেজো-গর্ভ
(p. 375) tējō-garbha বিণ. গর্ভে অর্থাত্ অভ্যন্তরে তেজ আছে এমন, তেজঃপূর্ণ। [সং. তেজঃ + গর্ভ]। 282)
ধাতু
(p. 433) dhātu বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। 33)
ধারণ
(p. 433) dhāraṇa বি. 1 হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); 2 মনে রাখা (উপদেশ ধারণ); 3 স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); 4 অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); 5 পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); 6 গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); 7 বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]। 69)
প্রবিষ্ট
(p. 548) prabiṣṭa বিণ. প্রবেশ করেছে এমন, ভিতরে গেছে এমন, অভ্যন্তরে গত (বক্ষদেশে তলোয়ার আমূল প্রবিষ্ট হয়েছে)। [সং. প্র + √ বিশ্ + ত]। স্ত্রী. প্রবিষ্টা। 9)
ভুক্ত
(p. 667) bhukta বিণ. 1 খাওয়া হয়েছে এমন (ভুক্তাবশেষ); 2 ভোগ করা হয়েছে এমন; 3 অন্তর্ভুক্ত, অভ্যন্তরে আছে এমন (দলভুক্ত)। [সং. √ ভূজ্ + ত]। ̃ .ভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন। ভুক্তাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে। বিণ. ভুক্তাব-শিষ্ট। 23)
মধ্য
(p. 676) madhya বি. 1 মাঝ বা মাঝামাঝি জায়গা (ভ্রূমধ্যে); 2 প্রান্ত থেকে সমদুরবর্তী স্হান, কেন্দ্র (ভূমধ্য); 3 শরীরের মাঝামাঝি অংশ, কোমর, কটি (ক্ষীণমধ্যা); 4 অভ্যন্তর, ভিতর (বনমধ্যে); 5 অবকাশ, অবসর, ফাঁক (ইতিমধ্যে); 6 মাধ্যম বা অবলম্বন (বাধাবিঘ্নের মধ্য দিয়ে পড়াশোনা)। বিণ. মাঝামাঝি, বা মাঝের (মধ্যরাত্রি); কেন্দ্রের, কেন্দ্রস্হ প্রান্ত থেকে সমদূরবর্তী স্হানের (মধ্যবিন্দু); অন্তর্বতী, অভ্যন্তরীণ; মধ্যম। [সং মধ্য + অ]। ̃ গ বিণ. মধ্যবর্তী। স্ত্রী. ̃ .গা। ̃ চ্ছদা বি. জীবদেহের আবরক পাতলা ঝিল্লিবিশেষ, diaphragm ̃ .দেশ বি. 1 মধ্যভাগ; 2 ভিতর; 3 প্রাচীন ভারতে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মধ্যবর্তী ভূভাগ; 4 (কৌতু.) পেট (মধ্যদেশ যে ক্রমেই ফুলে উঠছে)। ̃ .ন্দিন বি. মধ্যাহ্ন দিনের মধ্যভাগ, দুপুর। ̃ .পথ বি. 1 পথের মাঝামাঝি জায়গা; 2 মধ্যপন্হা। ̃ .পন্হা বি. দুই বিপরীত মত বা উপায় বা ভাবের মধ্যবর্তী মত বা উপায় বা ভাব; নরমপন্হা, middle course, golden mean ̃ .পদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন। ̃ .প্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)। ̃ .প্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East. ̃ . বয়স্ক বিণ. মাঝবয়সি, প্রৌঢ়। স্ত্রী. ̃ .বয়স্কা। ̃ .বর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .বর্তিতা বি. 1 মধ্যবর্তী অবস্হা; 2 মধ্যবর্তী অবস্হান; 3 মধ্যস্হতা; সালিশি। ̃ .বিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)। ̃ .বিন্দু বি. কেন্দ্র। ̃ .ভারত বি. ভারতের মাঝখানের অঞ্চল। ̃ .মণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি) ̃ .মান সংগীতের তাল বিশেষ। ̃ .যুগ বি. ইতিহাসে প্রাচীন ও আধুনিক কালের মধ্যবর্তী সময়, Middle Ages. ̃ .যুগীয় বিণ. মধ্যযুগসংক্রান্ত বা মধ্যযুগসুলভ (মধ্যযুগীয় রীতিনীতি)। ̃ .রাত, ̃ .রাত্রি, ̃ .রাত্র বি. গভীর রাত, নিশীথ। ̃ .রেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian বি. প.)। ̃ .লয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়। ̃ .স্হ বিণ. অভ্যন্তরস্হ। বি. সালিশ। বি. ̃ .স্হতা। ̃ .স্হল বি. মাঝখান; কেন্দ্র; মধ্যভাগ। মধ্যা বিণ. স্ত্রী. মধ্যবর্তিনী। 95)
মধ্যে
(p. 676) madhyē বি 1 মধ্যস্হলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)। 98)
শূন্য
(p. 783) śūnya বি. 1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া); 2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন; 3 আকাশ ('অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়': বুদ্ধ; অসীম শূন্য); 4 অভাব। বিণ. 1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য); 2 খালি, ফাঁকা ('শূন্য এ বুকে পাখে মোর আয়': নজরুল; 'আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ': রবীন্দ্র; শূন্য খাঁচা); 3 উদাস (শূন্য হৃদয়)। [সং. √ শূন্ + য]। বি. ̃ তা। ̃ কুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি। ̃ গর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)। ̃ তা. পূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা। ̃ দৃষ্টি বি. উদাস চাহনি। ̃ পথ বি. আকাশপথ। ̃ বাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তি ও বিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ। ̃ ময় বিণ. ফাঁকা, খালি। 20)
স্বরাষ্ট্র
(p. 853) sbarāṣṭra বি. 1 স্বরাজ্য; 2 রাজ্যের বা দেশের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়। [সং. স্ব + রাষ্ট্র]। ̃ মন্ত্রী বি. দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। 16)
স্বর্ণ
(p. 853) sbarṇa বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535104
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140607
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730913
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943099
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838515
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us